হায়দরাবাদ, 17 নভেম্বর: মহিলাদের সোনা থেকে শুরু করে বিয়েতে লক্ষ টাকার আর্থিক সাহায্য, চাষিদের জন্য বিনামূল্য বিদ্যুৎ- কী নেই কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতে ! আগামী 30 নভেম্বর দক্ষিণের তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএস শাসিত তেলেঙ্গানায় এবার ভোটযুদ্ধে নামছে - কংগ্রেস, বিজেপি, এআইএমইএমও ৷ কংগ্রেসের ইস্তেহারের একটি কপি ইটিভি ভারতের হাতে এসেছে ৷ তা থেকেই জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে জিতলে কংগ্রেস রাজ্যবাসীর কোন কোন স্বপ্ন পূরণ করবে ৷
তরুণীদের বিয়েতে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া 'ইন্দিরাআম্মা' উপহার প্রকল্পে 10 গ্রাম সোনা, কৃষকদের 24 ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেলেঙ্গানা কংগ্রেস ৷ এমনকী ভোটে জেতার 6 মাসের মধ্যে শিক্ষকের খালি পদগুলিতে নিয়োগের কথাও জানিয়েছে দেশের প্রাচীন দলটি ৷
-
Congress party is determined to provide social justice, economic empowerment and unbridled progress to the people of Telangana.
— Mallikarjun Kharge (@kharge) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We created Telangana and we will not let the struggle and sacrifice of the movement go in vain due to the Commission Raj & loot of BRS.
Our 6… pic.twitter.com/KXozm4ChE5
">Congress party is determined to provide social justice, economic empowerment and unbridled progress to the people of Telangana.
— Mallikarjun Kharge (@kharge) November 17, 2023
We created Telangana and we will not let the struggle and sacrifice of the movement go in vain due to the Commission Raj & loot of BRS.
Our 6… pic.twitter.com/KXozm4ChE5Congress party is determined to provide social justice, economic empowerment and unbridled progress to the people of Telangana.
— Mallikarjun Kharge (@kharge) November 17, 2023
We created Telangana and we will not let the struggle and sacrifice of the movement go in vain due to the Commission Raj & loot of BRS.
Our 6… pic.twitter.com/KXozm4ChE5
শুধু এতেই শেষ নয়, তেলেঙ্গানায় প্রতিটি শহিদ পরিবারকে প্রতি মাসে 25 হাজার টাকা দেওয়ার গ্যারান্টি দিয়েছে কংগ্রেস ৷ এর সঙ্গে পরিবারের সদস্যকে সরকারি চাকরিও দেওয়া দেবে কংগ্রেস গঠিত তেলেঙ্গানা সরকার ৷ কৃষকদের 2 লক্ষ টাকা ঋণ মকুব এবং বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া ঋণ দেওয়া হবে ৷ শিক্ষাকেও গুরুত্ব দিয়েছে কংগ্রেস ৷ বাজেটের 15 শতাংশ শিক্ষার জন্য খরচ করবে কংগ্রেস ৷ পাশাপাশি পড়ুয়াদের বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে ৷
কংগ্রেসের ইস্তেহারের বিশেষ কিছু অংশ-
- কৃষিক্ষেত্রে 24 ঘণ্টা বিনামূল্য বিদ্যুৎ ৷
- ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে শিক্ষকদের শূন্যপদ পূরণ ৷
- ক্যাম্প অফিসে প্রতিদিন মুখ্যমন্ত্রী প্রজা দরবার করবেন এবং আমজনতার সমস্যার কথা শুনবেন ৷
- পড়ুয়াদের ইন্টারনেট সংযোগ ৷ এর জন্য কোনও অর্থ লাগবে না ৷
- মহিলাদের জন্য মহালক্ষ্মী প্রকল্পে প্রতি মাসে 2 হাজার 500 টাকা করে দেওয়া হবে ৷
- এই প্রকল্পের আওতায় 500 টাকা মূল্যে গ্যাসের সিলিন্ডারও পাওয়া যাবে ৷
- মহিলারা রাজ্য সরকারের বাসগুলিতে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন ৷
- গৃহজ্যোতিতে প্রতিটি পরিবার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে কংগ্রেস ৷
- যুব বিকশম প্রকল্পে 5 লক্ষ টাকার বিদ্যা ভরসা কার্ড দেওয়া হবে পড়ুয়াদের ৷
আরও পড়ুন: