ETV Bharat / bharat

PM Modi Attacks Congress: বিধানসভা ভোটে কংগ্রেস শূন্য পাবে, রাজস্থানে গিয়ে শাসকদলকে আক্রমণ মোদির - প্রধানমন্ত্রী মোদি

জয়পুরের সভা থেকে সোমবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহিলা সংরক্ষণ বিলার কথাও উঠে আসে তাঁর মুখে ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 8:38 PM IST

জয়পুর, 25 সেপ্টেম্বর: রাজস্থানে প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার জয়পুরে দলের 'পরিবর্তন সংকল্প মহাসভা' কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ এই সভা থেকে রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে এবারের বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসকে হারাবেন ৷

সংসদে সদ্য পাস হওয়া মহিলা সরক্ষণ বিলের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ জানান, ভোটের মাধ্যমে মানুষ লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল বলেই সরকার এই বিল এনে তার দায়িত্ব পালন করেছে ৷ কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, "রাজস্থানের মানুষ কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছে ৷ কংগ্রেস যেভাবে সরকার চালিয়েছে তার জন্য শূন্য এবার পাবে তারা ৷ রাজস্থানের মানুষ গেহলত সরকারকে সরিয়ে বিজেপিকে ফের সরকার গড়তে দেবে বলে ঠিক করেছে ৷"

  • #WATCH | "The people of Rajasthan have sounded the bugel against the bad governance of Congress. Congress deserves to get zero marks for the way they ran govt here. The people of Rajasthan have decided to remove the Gehlot government and bring back BJP," says PM Modi in Jaipur,… pic.twitter.com/Od38SzU44h

    — ANI (@ANI) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, বহু বছর ধরে মহিলারা লোকসভা ও বিধানসভায় 33 শতাংশ আসন সংরক্ষণের জন্য অপেক্ষা করছিলেন ৷ তাঁর কথায়, "আমি এই বিল আনিনি, আপনাদের ক্ষমতায় এই বিল এসেছে ৷" এদিন মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানে যান নরেন্দ্র মোদি ৷ চলতি বছরের শেষেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ উল্লেখ্য, 2018 এর বিধানসভা নির্বাচনে 200টি আসনের মধ্যে 99টি আসনে জিতেছিল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 73টি আসন ৷ নির্দল ও বিএসপি বিধায়কদের সমর্থনে সেবার সরকার গড়েছিল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হন অশোক গেহলত ৷

আরও পড়ুন: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এআইএডিএমকে

2024 লোকসভা নির্বাচনের আগে রাজস্থান-সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই রাজ্যগুলির মধ্যে অধিকাংশতেই কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই বিজেপির ৷ লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে হারাতে জোট গড়ে বিজেপি বিরোধী 28টি দল ৷ বিরোধী এই 'ইন্ডিয়া' জোটের সঙ্গী কংগ্রেসও ৷ তাই লোকসভা ভোটের আগে এই বিধানসভা ভোটগুলি কার্যত সেমিফাইনাল দুই পক্ষের কাছেই ৷ তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণা না-হলেও এখন থেকেই প্রচারে নেবে পড়েছে দুই পক্ষ ৷

(এএনআই)

জয়পুর, 25 সেপ্টেম্বর: রাজস্থানে প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার জয়পুরে দলের 'পরিবর্তন সংকল্প মহাসভা' কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ এই সভা থেকে রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে এবারের বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসকে হারাবেন ৷

সংসদে সদ্য পাস হওয়া মহিলা সরক্ষণ বিলের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ জানান, ভোটের মাধ্যমে মানুষ লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল বলেই সরকার এই বিল এনে তার দায়িত্ব পালন করেছে ৷ কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, "রাজস্থানের মানুষ কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছে ৷ কংগ্রেস যেভাবে সরকার চালিয়েছে তার জন্য শূন্য এবার পাবে তারা ৷ রাজস্থানের মানুষ গেহলত সরকারকে সরিয়ে বিজেপিকে ফের সরকার গড়তে দেবে বলে ঠিক করেছে ৷"

  • #WATCH | "The people of Rajasthan have sounded the bugel against the bad governance of Congress. Congress deserves to get zero marks for the way they ran govt here. The people of Rajasthan have decided to remove the Gehlot government and bring back BJP," says PM Modi in Jaipur,… pic.twitter.com/Od38SzU44h

    — ANI (@ANI) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, বহু বছর ধরে মহিলারা লোকসভা ও বিধানসভায় 33 শতাংশ আসন সংরক্ষণের জন্য অপেক্ষা করছিলেন ৷ তাঁর কথায়, "আমি এই বিল আনিনি, আপনাদের ক্ষমতায় এই বিল এসেছে ৷" এদিন মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানে যান নরেন্দ্র মোদি ৷ চলতি বছরের শেষেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ উল্লেখ্য, 2018 এর বিধানসভা নির্বাচনে 200টি আসনের মধ্যে 99টি আসনে জিতেছিল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 73টি আসন ৷ নির্দল ও বিএসপি বিধায়কদের সমর্থনে সেবার সরকার গড়েছিল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হন অশোক গেহলত ৷

আরও পড়ুন: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এআইএডিএমকে

2024 লোকসভা নির্বাচনের আগে রাজস্থান-সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই রাজ্যগুলির মধ্যে অধিকাংশতেই কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই বিজেপির ৷ লোকসভা ভোটে গেরুয়া শিবিরকে হারাতে জোট গড়ে বিজেপি বিরোধী 28টি দল ৷ বিরোধী এই 'ইন্ডিয়া' জোটের সঙ্গী কংগ্রেসও ৷ তাই লোকসভা ভোটের আগে এই বিধানসভা ভোটগুলি কার্যত সেমিফাইনাল দুই পক্ষের কাছেই ৷ তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণা না-হলেও এখন থেকেই প্রচারে নেবে পড়েছে দুই পক্ষ ৷

(এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.