ETV Bharat / bharat

Congress Criticises BJP: 'বিরোধী ঐক্যে বিচলিত বিজেপি', এনডিএ বৈঠককে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস - বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক

বেঙ্গালুরুর বিরোধী বৈঠককে 'গেম চেঞ্জার' হিসেবে দাবি করছে কংগ্রেস ৷ পাশাপাশি এনডিএ-র বৈঠককেও কটাক্ষ করেছে তারা ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 17, 2023, 10:57 PM IST

Updated : Jul 18, 2023, 7:49 AM IST

বেঙ্গালুরু, 17 জুলাই: হাইভোল্টেজ 18 জুলাই ৷ কারণ এই একইদিনে দেশের দুই প্রান্তে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিবাদমান দুই পক্ষ ৷ একদিকে বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক রয়েছে মঙ্গলবার ৷ অন্যদিকে, এদিনই দিল্লিতে এনডিএ'র বৈঠক ডেকেছে বিজেপি ৷ বিরোধীদের বৈঠক অবশ্য অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল ৷ গত মাসে পটনায় প্রথম বৈঠকের পরে পরেই ঘোষণা হয়েছিল বেঙ্গালুরুর বৈঠকের নির্ঘণ্ট ৷ কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানীকেই বেছে নেওয়া হয়েছে এই বৈঠকের জন্য ৷ তবে দিল্লিতে এনডিএ'র বৈঠক ডাকা হয়েছে সম্প্রতি ৷ স্বাভাবিক ভাবেই এই বৈঠক নিয়ে পদ্ম শিবিরকে বিঁধেছে কংগ্রেস ৷ তাদের দাবি, চাপে পড়ে এখন প্রায় অদৃশ্য এনডিএ'তে নয়া প্রাণ সঞ্চার করতে চাইছে বিজেপি ৷

কংগ্রেসের দাবি, বিরোধীদের এই জোটবদ্ধ বৈঠক ভারতীয় রাজনীতিতে 'গেম চেঞ্জার'-এর ভূমিকা নিতে চলেছে ৷ আর তা দেখেই বিচলিত বিজেপি ৷ তাই এতদিন যারা দাবি করত গোটা দেশে তারা একাই বিরোধীদের সঙ্গে লড়তে সক্ষম সেই পদ্মশিবির এখন এনডিএ-র বৈঠক ডাকতে বাধ্য হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, এনডিএ-কে 'ভূত' বলেও উল্লেখ করেছেন ৷

  • Well begun is half done!

    Like-minded opposition parties shall closely work together to foster an agenda of social justice, inclusive development and national welfare.

    We want to free the people of India from the autocratic and anti-people politics of hate, division, economic… pic.twitter.com/rhPxmpgL3x

    — Mallikarjun Kharge (@kharge) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বৈঠকে সোনিয়ার পাশে মমতা, দুই নেত্রীর সমীকরণে কী বার্তা?

এদিন ছিল বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকের প্রথম দিন ৷ বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "ভালো সূচনার অর্ধেক হয়ে গিয়েছে ৷ দেশের সম মনস্ক বিরোধী দলগুলি সামাজিক ন্যায়, দেশের সার্বিক উন্নয়ন ও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে ৷ আমরা দেশের মানুষকে একনায়কতন্ত্র, মানুষ বিরোধী বিদ্বেষও বিভাজনের রাজনীতি থেকে মুক্তি দিতে চাই ৷ লুট ও অর্থনৈতিক বৈষম্য থেকেও মুক্তি দিতে চাই ৷ আমরা এমন ভারত চাই যা সংবিধানের নীতি মেনে চলবে ৷ সমানাধিকার, নিরপেক্ষতা, ন্যায়বিচার ও বিবিধতার কথা বলবে ৷ আমরা এমন ভারত চাই যা সমাজের দূর্বল মানুষটিকেও আশা ও বিশ্বাস জোগাবে ৷ এই ভারতের জন্য, এমরা সবাই একত্রিত হয়েছি ৷"

সোমবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার এনডিএ বৈঠকে 38টি দল যোগ দেবে ৷ জয়রাম রমেশের কটাক্ষ, বেঙ্গালুরুতে 26টি বিরোধী দল যে বৈঠক করছে তার প্রভাবেই টনক নড়েছে বিজেপির, তাই এনডিএ-কে জাগানোর চেষ্টা হচ্ছে ৷

বেঙ্গালুরু, 17 জুলাই: হাইভোল্টেজ 18 জুলাই ৷ কারণ এই একইদিনে দেশের দুই প্রান্তে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিবাদমান দুই পক্ষ ৷ একদিকে বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক রয়েছে মঙ্গলবার ৷ অন্যদিকে, এদিনই দিল্লিতে এনডিএ'র বৈঠক ডেকেছে বিজেপি ৷ বিরোধীদের বৈঠক অবশ্য অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল ৷ গত মাসে পটনায় প্রথম বৈঠকের পরে পরেই ঘোষণা হয়েছিল বেঙ্গালুরুর বৈঠকের নির্ঘণ্ট ৷ কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানীকেই বেছে নেওয়া হয়েছে এই বৈঠকের জন্য ৷ তবে দিল্লিতে এনডিএ'র বৈঠক ডাকা হয়েছে সম্প্রতি ৷ স্বাভাবিক ভাবেই এই বৈঠক নিয়ে পদ্ম শিবিরকে বিঁধেছে কংগ্রেস ৷ তাদের দাবি, চাপে পড়ে এখন প্রায় অদৃশ্য এনডিএ'তে নয়া প্রাণ সঞ্চার করতে চাইছে বিজেপি ৷

কংগ্রেসের দাবি, বিরোধীদের এই জোটবদ্ধ বৈঠক ভারতীয় রাজনীতিতে 'গেম চেঞ্জার'-এর ভূমিকা নিতে চলেছে ৷ আর তা দেখেই বিচলিত বিজেপি ৷ তাই এতদিন যারা দাবি করত গোটা দেশে তারা একাই বিরোধীদের সঙ্গে লড়তে সক্ষম সেই পদ্মশিবির এখন এনডিএ-র বৈঠক ডাকতে বাধ্য হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, এনডিএ-কে 'ভূত' বলেও উল্লেখ করেছেন ৷

  • Well begun is half done!

    Like-minded opposition parties shall closely work together to foster an agenda of social justice, inclusive development and national welfare.

    We want to free the people of India from the autocratic and anti-people politics of hate, division, economic… pic.twitter.com/rhPxmpgL3x

    — Mallikarjun Kharge (@kharge) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বৈঠকে সোনিয়ার পাশে মমতা, দুই নেত্রীর সমীকরণে কী বার্তা?

এদিন ছিল বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকের প্রথম দিন ৷ বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "ভালো সূচনার অর্ধেক হয়ে গিয়েছে ৷ দেশের সম মনস্ক বিরোধী দলগুলি সামাজিক ন্যায়, দেশের সার্বিক উন্নয়ন ও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে ৷ আমরা দেশের মানুষকে একনায়কতন্ত্র, মানুষ বিরোধী বিদ্বেষও বিভাজনের রাজনীতি থেকে মুক্তি দিতে চাই ৷ লুট ও অর্থনৈতিক বৈষম্য থেকেও মুক্তি দিতে চাই ৷ আমরা এমন ভারত চাই যা সংবিধানের নীতি মেনে চলবে ৷ সমানাধিকার, নিরপেক্ষতা, ন্যায়বিচার ও বিবিধতার কথা বলবে ৷ আমরা এমন ভারত চাই যা সমাজের দূর্বল মানুষটিকেও আশা ও বিশ্বাস জোগাবে ৷ এই ভারতের জন্য, এমরা সবাই একত্রিত হয়েছি ৷"

সোমবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার এনডিএ বৈঠকে 38টি দল যোগ দেবে ৷ জয়রাম রমেশের কটাক্ষ, বেঙ্গালুরুতে 26টি বিরোধী দল যে বৈঠক করছে তার প্রভাবেই টনক নড়েছে বিজেপির, তাই এনডিএ-কে জাগানোর চেষ্টা হচ্ছে ৷

Last Updated : Jul 18, 2023, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.