ETV Bharat / bharat

New AIPC chairman: এআইপিসি চেয়ারম্যান হিসেবে শশী থারুরের স্থলাভিষিক্ত হলেন প্রবীণ চক্রবর্তী

প্রবীণ চক্রবর্তী এর আগে কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের প্রধান ছিলেন ৷ শশী থারুরের স্থলাভিষিক্ত করা হয়েছে তাঁকে ৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য হিসেবে এই বছরের শুরুতে তাঁর পদোন্নতি হয়েছিল। প্রবীণ চক্রবর্তী ফিলাডেলফিয়ার বিআইটিএস পিলানি এবং হোয়ার্টন স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি 2018 সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৷ এরপরই দলের ডেটা অ্যানালিটিক্স বিভাগের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 8:30 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: শশী থারুরের পরিবর্তে নতুন এআইপিসি চেয়ারম্যান নিযুক্ত করলেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বুধবার প্রবীণ চক্রবর্তীকে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস (এআইপিসি)-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ৷ এদিনই ওই পদ থেকে শশী থারুরকে সরানো হয়েছে ৷

একটি দলীয় অনুষ্ঠানে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল বলেন, "কংগ্রেস সর্বভারতীয় সভাপতি প্রবীণ চক্রবর্তীকে অল ইন্ডিয়া প্রফেশনালস কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ৷ যা অবিলম্বে কার্যকর করা হবে।" একইসঙ্গে তিনি আরও বলেন, "দল বিদায়ী চেয়ারম্যান শশী থারুরের অবদানের অবশ্যই প্রশংসা করে ৷" এআইপিসি আদতে একটি ফ্রন্টাল সংগঠন যা কর্মরত, পেশাদার এবং দলের মধ্যে সেতু হিসাবে কাজ করে ৷

প্রবীণ চক্রবর্তী এর আগে কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের প্রধান ছিলেন ৷ শশী থারুরের স্থলাভিষিক্ত করা হয়েছে তাঁকে ৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য হিসেবে এই বছরের শুরুতে তাঁর পদোন্নতি হয়েছিল। প্রবীণ চক্রবর্তী ফিলাডেলফিয়ার বিআইটিএস পিলানি এবং হোয়ার্টন স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি 2018 সালে কংগ্রেসে যোগ দেন ৷ এরপরই দলের ডেটা অ্যানালিটিক্স বিভাগের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হন।

এছাড়াও প্রবীণ দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে কংগ্রেসের 'এনওয়াইএওয়াই' প্রকল্পের খসড়া তৈরির জন্য কৃতিত্ব পেয়েছেন ৷ অনন্য সনাক্তকরণ কর্মসূচিতে মনমোহন সিং'য়ের নেতৃত্বাধীন সরকারের সঙ্গেও কাজ করেছেন প্রবীণ।

কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশার সঙ্গে ব্যক্তিদের নিয়ে এই শাখাটি তৈরি। 2017 সালে এই শাখাটি তৈরির পর থেকেই চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইউপিএ সরকারের আমলে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শশী। এবার তাঁকে সরিয়ে দেওয়া হল। ঠিক কী কারণে তাঁর পদ গেল, তা নিয়ে দলের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

  1. দলীয় পদ থেকে শশীকে সরিয়ে দিল কংগ্রেস, কারণ নিয়ে সংশয়

নয়াদিল্লি, 16 অক্টোবর: শশী থারুরের পরিবর্তে নতুন এআইপিসি চেয়ারম্যান নিযুক্ত করলেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বুধবার প্রবীণ চক্রবর্তীকে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস (এআইপিসি)-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ৷ এদিনই ওই পদ থেকে শশী থারুরকে সরানো হয়েছে ৷

একটি দলীয় অনুষ্ঠানে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল বলেন, "কংগ্রেস সর্বভারতীয় সভাপতি প্রবীণ চক্রবর্তীকে অল ইন্ডিয়া প্রফেশনালস কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ৷ যা অবিলম্বে কার্যকর করা হবে।" একইসঙ্গে তিনি আরও বলেন, "দল বিদায়ী চেয়ারম্যান শশী থারুরের অবদানের অবশ্যই প্রশংসা করে ৷" এআইপিসি আদতে একটি ফ্রন্টাল সংগঠন যা কর্মরত, পেশাদার এবং দলের মধ্যে সেতু হিসাবে কাজ করে ৷

প্রবীণ চক্রবর্তী এর আগে কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের প্রধান ছিলেন ৷ শশী থারুরের স্থলাভিষিক্ত করা হয়েছে তাঁকে ৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য হিসেবে এই বছরের শুরুতে তাঁর পদোন্নতি হয়েছিল। প্রবীণ চক্রবর্তী ফিলাডেলফিয়ার বিআইটিএস পিলানি এবং হোয়ার্টন স্কুলের প্রাক্তন ছাত্র। তিনি 2018 সালে কংগ্রেসে যোগ দেন ৷ এরপরই দলের ডেটা অ্যানালিটিক্স বিভাগের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হন।

এছাড়াও প্রবীণ দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে কংগ্রেসের 'এনওয়াইএওয়াই' প্রকল্পের খসড়া তৈরির জন্য কৃতিত্ব পেয়েছেন ৷ অনন্য সনাক্তকরণ কর্মসূচিতে মনমোহন সিং'য়ের নেতৃত্বাধীন সরকারের সঙ্গেও কাজ করেছেন প্রবীণ।

কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশার সঙ্গে ব্যক্তিদের নিয়ে এই শাখাটি তৈরি। 2017 সালে এই শাখাটি তৈরির পর থেকেই চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইউপিএ সরকারের আমলে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শশী। এবার তাঁকে সরিয়ে দেওয়া হল। ঠিক কী কারণে তাঁর পদ গেল, তা নিয়ে দলের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

  1. দলীয় পদ থেকে শশীকে সরিয়ে দিল কংগ্রেস, কারণ নিয়ে সংশয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.