ETV Bharat / bharat

Khel Ratna : রাজীবের নাম খেলরত্ন থেকে সরতেই প্রতিবাদে সরব কংগ্রেস - BJP

1991-92 সালে প্রথমবার দেওয়া হয় খেলরত্ন পুরস্কার ৷ প্রথম থেকেই ভারতীয় ক্রীড়াক্ষেত্রের এই সর্বোচ্চ পুরস্কার ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির নামে ৷ কিন্তু এবার রাজীব নাম সরিয়ে ধ্যানচাঁদের নাম আনল মোদি সরকার ৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের মধ্যে ‘গৈরিকীকরণ’ প্রচেষ্টা দেখতে পাচ্ছে কংগ্রেস ৷

congress annoyed after narendra modi government decision about remove rajiv gandhi name from khel ratna
Khel Ratna : রাজীবের নাম খেলরত্ন থেকে সরতেই রেগে আগুন কংগ্রেস
author img

By

Published : Aug 6, 2021, 4:31 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট : এবার টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) দারুণ পারফর্ম করেছেন ভারতীয় হকি (Hockey) দলের খেলোয়াড়রা ৷ পুরুষরা অলিম্পিক্সে পদকের খরা কাটিয়েছেন 41 বছর পর ৷ জিতেছেন ব্রোঞ্জ ৷ আর মেয়েরা চতুর্থ স্থানে শেষ করেছেন ৷

ফলে সারা দেশে হকি নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে ৷ ঠিক সেই সন্ধিক্ষণেই হকির জাদুকর ধ্যানচাঁদের (Major Dhyanchand) নামে খেলরত্ন পুরস্কারের নামকরণ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ যা এতদিন ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির (Rajiv Gandhi) নামেই ৷

  • It's unfortunate. Rajiv Gandhi was PM, he led the country into the 21st century. He encouraged sports, youth. This Govt wants to saffronise & that's why they gave another name: Congress MP K Suresh on Rajiv Gandhi Khel Ratna Award renamed as Major Dhyan Chand Khel Ratna Award pic.twitter.com/xDisFicFIf

    — ANI (@ANI) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাজীব নয়, খেলরত্নে এবার মেজর ধ্যানচাঁদ

প্রধানমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ একদিকে বিজেপি (BJP) যেমন খুশি ৷ অন্যদিকে কংগ্রেস (Congress) আবার রেগে আগুন ৷ দলের সাংসদ কে সুরেশ তো এই ঘটনাকে সরাসরি ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন ৷

যদিও খেলরত্ন (Khel Ratna) পুরস্কার কেন রাজীব গান্ধির নামে দেওয়া হবে, এই প্রশ্নকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে ৷ যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের যুক্তি ছিল যে রাজীব গান্ধি ক্রীড়াবিদ ছিলেন না ৷ তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক নেতা ছিলেন ৷ তাই তাঁর নামে কেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে ? কেন এই পুরস্কার কোনও ক্রীড়াবিদের নামে দেওয়া হবে না ?

আরও পড়ুন : Tokyo Olympics : নির্লজ্জ ! জিততে না পেরে রবির হাতে মরণ কামড়, ধুয়ে দিলেন নেটিজেনরা

তবে এই যুক্তি মানতে নারাজ কে সুরেশ ৷ কেন রাজীব গান্ধির নামে খেলরত্ন পুরস্কার দেওয়া উচিত, সেই নিয়ে তিনি পালটা যুক্তি সাজিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘তিনি (রাজীব) একুশ শতকে দেশকে নেতৃত্ব দিয়েছেন ৷ যুব সমাজকে এবং ক্রীড়াক্ষেত্রকে বরাবর উৎসাহ দিয়েছেন ৷’’

রাজীব গান্ধির নাম এই পুরস্কার থেকে সরানো হলেও এর সঙ্গে এমন একজনের নাম জুড়ে দেওয়া হল কেন্দ্রের তরফে, তিনি ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম ৷ যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের মধ্যে ‘গৈরিকীকরণ’ প্রচেষ্টা দেখতে পাচ্ছেন কংগ্রেসের কে সুরেশ ৷ তিনি বলেন, ‘‘সরকার গৈরিকীকরণ করতে চাইছে এবং তাই তারা অন্য একটি নাম দিয়েছে ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের

নয়াদিল্লি, 6 অগস্ট : এবার টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) দারুণ পারফর্ম করেছেন ভারতীয় হকি (Hockey) দলের খেলোয়াড়রা ৷ পুরুষরা অলিম্পিক্সে পদকের খরা কাটিয়েছেন 41 বছর পর ৷ জিতেছেন ব্রোঞ্জ ৷ আর মেয়েরা চতুর্থ স্থানে শেষ করেছেন ৷

ফলে সারা দেশে হকি নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে ৷ ঠিক সেই সন্ধিক্ষণেই হকির জাদুকর ধ্যানচাঁদের (Major Dhyanchand) নামে খেলরত্ন পুরস্কারের নামকরণ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ যা এতদিন ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির (Rajiv Gandhi) নামেই ৷

  • It's unfortunate. Rajiv Gandhi was PM, he led the country into the 21st century. He encouraged sports, youth. This Govt wants to saffronise & that's why they gave another name: Congress MP K Suresh on Rajiv Gandhi Khel Ratna Award renamed as Major Dhyan Chand Khel Ratna Award pic.twitter.com/xDisFicFIf

    — ANI (@ANI) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাজীব নয়, খেলরত্নে এবার মেজর ধ্যানচাঁদ

প্রধানমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ একদিকে বিজেপি (BJP) যেমন খুশি ৷ অন্যদিকে কংগ্রেস (Congress) আবার রেগে আগুন ৷ দলের সাংসদ কে সুরেশ তো এই ঘটনাকে সরাসরি ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন ৷

যদিও খেলরত্ন (Khel Ratna) পুরস্কার কেন রাজীব গান্ধির নামে দেওয়া হবে, এই প্রশ্নকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে ৷ যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের যুক্তি ছিল যে রাজীব গান্ধি ক্রীড়াবিদ ছিলেন না ৷ তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক নেতা ছিলেন ৷ তাই তাঁর নামে কেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে ? কেন এই পুরস্কার কোনও ক্রীড়াবিদের নামে দেওয়া হবে না ?

আরও পড়ুন : Tokyo Olympics : নির্লজ্জ ! জিততে না পেরে রবির হাতে মরণ কামড়, ধুয়ে দিলেন নেটিজেনরা

তবে এই যুক্তি মানতে নারাজ কে সুরেশ ৷ কেন রাজীব গান্ধির নামে খেলরত্ন পুরস্কার দেওয়া উচিত, সেই নিয়ে তিনি পালটা যুক্তি সাজিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘তিনি (রাজীব) একুশ শতকে দেশকে নেতৃত্ব দিয়েছেন ৷ যুব সমাজকে এবং ক্রীড়াক্ষেত্রকে বরাবর উৎসাহ দিয়েছেন ৷’’

রাজীব গান্ধির নাম এই পুরস্কার থেকে সরানো হলেও এর সঙ্গে এমন একজনের নাম জুড়ে দেওয়া হল কেন্দ্রের তরফে, তিনি ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম ৷ যদিও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের মধ্যে ‘গৈরিকীকরণ’ প্রচেষ্টা দেখতে পাচ্ছেন কংগ্রেসের কে সুরেশ ৷ তিনি বলেন, ‘‘সরকার গৈরিকীকরণ করতে চাইছে এবং তাই তারা অন্য একটি নাম দিয়েছে ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.