ETV Bharat / bharat

Congress Candidate List: ত্রিপুরার 17 আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের - ত্রিপুরা বিধানসভা নির্বাচন

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) 17টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস ৷ সিপিএমের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

Congress announces Candidate List for 17 seats in Tripura Assembly Election 2023
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 28, 2023, 3:07 PM IST

আগরতলা, 28 জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress Candidate List) ৷ ত্রিপুরায় মোট আসন রয়েছে 60টি ৷ সেখানে কংগ্রেস প্রার্থীতালিকা ঘোষণা করেছে 17টি আসনের জন্য ৷ শনিবার দলের পক্ষ থেকে এই প্রার্থীতালিকা প্রকাশ্যে আনা হয় ৷ তাতে দলের প্রাক্তন বিধায়ক তথা অন্যতম প্রধান রাজ্য নেতা সুদীপ রায়বর্মনের নাম রয়েছে ৷ সুদীপ তাঁর পুরনো কেন্দ্র আগরতলা থেকেই ফের ভোটে লড়তে চলেছেন ৷

উল্লেখ্য, গত বুধবারই নির্বাচন কমিশন ত্রিপুরার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে ৷ সেই অনুসারে, আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরার 60টি আসনে একসঙ্গে ভোটপ্রক্রিয়া চলবে ৷ ফল ঘোষণা করা হবে 2 মার্চ ৷ ত্রিপুরায় বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ তাদের হঠাতে সবথেকে বেশি তৎপরতা দেখা যাচ্ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ্য়ে ৷ রাজ্যের 60টি আসনেই প্রার্থী দেওয়ার এবং একলা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

আরও পড়ুন: ত্রিপুরার 48 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

এদিকে, গত 13 জানুয়ারি কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা করা হয় ৷ দুই দলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একজোট হয়ে লড়াই করবে ৷ তবে, দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি সিপিএমেরই নিচুতলার কর্মীদের একাংশ ৷ ইতিমধ্যেই 154 জন সিপিএম কর্মী বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ ত্রিপুরার সিপাহিজালা জেলায় এই দলবদল ঘটে ৷

দলবদলের খবর আরও আছে ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিশালগড়ে 138 জন সিপিএম কর্মী বিজেপির হাত ধরেছেন ৷ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দলের চরম দুর্দিনেও এই বিশালগড় আসনে জয়ী হয়েছিলেন সিপিএমের ভানুলাল সাহা ৷ সেই কেন্দ্রেই 138 জনের সিপিএম থেকে বিজেপিতে যোগদানের ঘটনায় উচ্ছ্বসিত গেরুয়াশিবির ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই প্রেক্ষাপটে সিপিএমের সঙ্গে জোট বেঁধেও আসন্ন নির্বাচনে কংগ্রেস কতটা সুবিধা করতে পারবে, তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে ৷

আগরতলা, 28 জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress Candidate List) ৷ ত্রিপুরায় মোট আসন রয়েছে 60টি ৷ সেখানে কংগ্রেস প্রার্থীতালিকা ঘোষণা করেছে 17টি আসনের জন্য ৷ শনিবার দলের পক্ষ থেকে এই প্রার্থীতালিকা প্রকাশ্যে আনা হয় ৷ তাতে দলের প্রাক্তন বিধায়ক তথা অন্যতম প্রধান রাজ্য নেতা সুদীপ রায়বর্মনের নাম রয়েছে ৷ সুদীপ তাঁর পুরনো কেন্দ্র আগরতলা থেকেই ফের ভোটে লড়তে চলেছেন ৷

উল্লেখ্য, গত বুধবারই নির্বাচন কমিশন ত্রিপুরার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে ৷ সেই অনুসারে, আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরার 60টি আসনে একসঙ্গে ভোটপ্রক্রিয়া চলবে ৷ ফল ঘোষণা করা হবে 2 মার্চ ৷ ত্রিপুরায় বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ তাদের হঠাতে সবথেকে বেশি তৎপরতা দেখা যাচ্ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ্য়ে ৷ রাজ্যের 60টি আসনেই প্রার্থী দেওয়ার এবং একলা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

আরও পড়ুন: ত্রিপুরার 48 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

এদিকে, গত 13 জানুয়ারি কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা করা হয় ৷ দুই দলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একজোট হয়ে লড়াই করবে ৷ তবে, দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি সিপিএমেরই নিচুতলার কর্মীদের একাংশ ৷ ইতিমধ্যেই 154 জন সিপিএম কর্মী বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ ত্রিপুরার সিপাহিজালা জেলায় এই দলবদল ঘটে ৷

দলবদলের খবর আরও আছে ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিশালগড়ে 138 জন সিপিএম কর্মী বিজেপির হাত ধরেছেন ৷ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দলের চরম দুর্দিনেও এই বিশালগড় আসনে জয়ী হয়েছিলেন সিপিএমের ভানুলাল সাহা ৷ সেই কেন্দ্রেই 138 জনের সিপিএম থেকে বিজেপিতে যোগদানের ঘটনায় উচ্ছ্বসিত গেরুয়াশিবির ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই প্রেক্ষাপটে সিপিএমের সঙ্গে জোট বেঁধেও আসন্ন নির্বাচনে কংগ্রেস কতটা সুবিধা করতে পারবে, তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.