ETV Bharat / bharat

discussion on Lakhimpur Kheri violence : লখিমপুর নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেস ও তৃণমূলের

author img

By

Published : Dec 20, 2021, 10:23 AM IST

লোকসভায় ফের একবার মুলতুবি প্রস্তাব পেশ করল কংগ্রেস ৷ লখিমপুর খেরিকাণ্ডে আলোচনা চেয়ে এই মুলতুবি প্রস্তাব এনেছেন কংগ্রেস সাংসদ মনিক্কম ঠাকুর (Adjournment Motion in Lok Sabha on Lakhimpur Kheri) ৷ সেই সঙ্গে এই ঘটনায় মূল অভিযুক্তের বাবা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগ দাবি করেছেন তিনি (Congress Demand Resignation of MoS Home Ajay Kumar Mishra) ৷

Adjournment Motion in Lok Sabha on Lakhimpur Kheri
Adjournment Motion in Lok Sabha on Lakhimpur Kheri

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : লখিমপুর খেরি নিয়ে আলোচনার দাবিতে ফের একবার লোকসভায় অধিবেশন মুলতুবির প্রস্তাব দিল কংগ্রেস ৷ সেই সঙ্গে ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগ দাবি করা হয়েছে (Congress Demand Resignation of MoS Home Ajay Kumar Mishra) কংগ্রেসের তরফে ৷ এ দিন কংগ্রেস সাংসদ মনিক্কম ঠাকুর মুলতুবি প্রস্তাব আনেন (Adjournment Motion in Lok Sabha on Lakhimpur Kheri) ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরপ্রদেশ সরকারের তরফে গঠিত সিট লখিমপুরে খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় তার রিপোর্ট আদালতে জমা দিয়েছে ৷ সেই রিপোর্টে ওই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে ৷

লখিমপুর খেরি কাণ্ডে আলোচনা চেয়ে আবার রাজ্যসভায় প্রস্তাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ৷ রাজ্যসভার পূর্বনির্ধারিত সূচি স্থগিত রেখে লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের আন্দোলন চলাকালীন তাঁদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় কয়েকজন কৃষকের মৃত্যু হয় ৷ আহত হন কয়েকজন ৷ যে ঘটনায় আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে ৷ সেই তদন্তকারী দল আদালতে লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পতি হামলা বলে জানিয়েছে ৷ সেই সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলার বদলে খুনের চেষ্টার মামলা লাগু করার সুপারিশও করে তদন্তকারী সিট ৷

  • Winter session of Parliament | Congress MP Manickam Tagore gives Adjournment Motion notice in Lok Sabha over Lakhimpur Kheri violence in Uttar Pradesh, demands "immediate resignation of MoS Home Ajay Kumar Teni"

    — ANI (@ANI) December 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Winter session of Parliament | Congress MP Manickam Tagore gives Adjournment Motion notice in Lok Sabha over Lakhimpur Kheri violence in Uttar Pradesh, demands "immediate resignation of MoS Home Ajay Kumar Teni"

— ANI (@ANI) December 20, 2021

আরও পড়ুন : Rahul Gandhi on Lakhimpur kheri : লখিমপুর খেরি নিয়ে আলোচনা চায় না সরকার, মুলতুবি প্রস্তাব খারিজে সরকারকে তোপ রাহুলের

এর পরেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি সংসদের শীতকালীন অধিবেশনে (Winter session of Parliament) এ নিয়ে আলোচনার দাবি জানায় ৷ কিন্তু, প্রতিবার কেন্দ্রের তরফে তা খারিজ করে দেওয়া হয় ৷ এমনকি গত সপ্তাহে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লোকসভায় লখিমপুর খেরি নিয়ে আলোচনা চেয়ে অধিবেশন স্থগিতের প্রস্তাব পেশ করেন (Congress Bring Adjournment Motion in Lok Sabha) ৷ কিন্তু, অধ্যক্ষ ওম বিড়লা সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ ওই প্রস্তাবে রাহুল স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রকে বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন ৷ কিন্তু, কেন্দ্র তা মানতে চায়নি ৷

আরও পড়ুন : opposition protests in parliament over Lakhimpur Kheri: লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ, সারাদিনের জন্য মুলতুবি উভয় কক্ষ

তবে, এই ইস্যুতে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে বিরোধীরা ৷ তাই এ বার লোকসভায় কংগ্রেসের আরেক সাংসদ মনিক্কম ঠাকুর লখিমপুর খেরি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনলেন ৷ রাজ্যসভায় একই দাবি জানালেন তৃণমূূল সাংসদ সুস্মিতা ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : লখিমপুর খেরি নিয়ে আলোচনার দাবিতে ফের একবার লোকসভায় অধিবেশন মুলতুবির প্রস্তাব দিল কংগ্রেস ৷ সেই সঙ্গে ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগ দাবি করা হয়েছে (Congress Demand Resignation of MoS Home Ajay Kumar Mishra) কংগ্রেসের তরফে ৷ এ দিন কংগ্রেস সাংসদ মনিক্কম ঠাকুর মুলতুবি প্রস্তাব আনেন (Adjournment Motion in Lok Sabha on Lakhimpur Kheri) ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরপ্রদেশ সরকারের তরফে গঠিত সিট লখিমপুরে খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় তার রিপোর্ট আদালতে জমা দিয়েছে ৷ সেই রিপোর্টে ওই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে ৷

লখিমপুর খেরি কাণ্ডে আলোচনা চেয়ে আবার রাজ্যসভায় প্রস্তাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ৷ রাজ্যসভার পূর্বনির্ধারিত সূচি স্থগিত রেখে লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের আন্দোলন চলাকালীন তাঁদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় কয়েকজন কৃষকের মৃত্যু হয় ৷ আহত হন কয়েকজন ৷ যে ঘটনায় আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে ৷ সেই তদন্তকারী দল আদালতে লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পতি হামলা বলে জানিয়েছে ৷ সেই সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলার বদলে খুনের চেষ্টার মামলা লাগু করার সুপারিশও করে তদন্তকারী সিট ৷

  • Winter session of Parliament | Congress MP Manickam Tagore gives Adjournment Motion notice in Lok Sabha over Lakhimpur Kheri violence in Uttar Pradesh, demands "immediate resignation of MoS Home Ajay Kumar Teni"

    — ANI (@ANI) December 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Rahul Gandhi on Lakhimpur kheri : লখিমপুর খেরি নিয়ে আলোচনা চায় না সরকার, মুলতুবি প্রস্তাব খারিজে সরকারকে তোপ রাহুলের

এর পরেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি সংসদের শীতকালীন অধিবেশনে (Winter session of Parliament) এ নিয়ে আলোচনার দাবি জানায় ৷ কিন্তু, প্রতিবার কেন্দ্রের তরফে তা খারিজ করে দেওয়া হয় ৷ এমনকি গত সপ্তাহে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লোকসভায় লখিমপুর খেরি নিয়ে আলোচনা চেয়ে অধিবেশন স্থগিতের প্রস্তাব পেশ করেন (Congress Bring Adjournment Motion in Lok Sabha) ৷ কিন্তু, অধ্যক্ষ ওম বিড়লা সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ ওই প্রস্তাবে রাহুল স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রকে বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন ৷ কিন্তু, কেন্দ্র তা মানতে চায়নি ৷

আরও পড়ুন : opposition protests in parliament over Lakhimpur Kheri: লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ, সারাদিনের জন্য মুলতুবি উভয় কক্ষ

তবে, এই ইস্যুতে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে বিরোধীরা ৷ তাই এ বার লোকসভায় কংগ্রেসের আরেক সাংসদ মনিক্কম ঠাকুর লখিমপুর খেরি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনলেন ৷ রাজ্যসভায় একই দাবি জানালেন তৃণমূূল সাংসদ সুস্মিতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.