নয়াদিল্লি, 26 জুলাই: অধিবেশন শুরুর প্রথমেই লোকসভা এবং পরে রাজ্যসভা মুলতুবি ঘোষণা ৷ আজ সকালে বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী জোট 'ইন্ডিয়া' ৷ কংগ্রেসের তরফে অসমের সাংসদ গৌরব গগৈ মণিপুর ইস্যুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অনাস্থা প্রস্তাব আনার কথা জানিয়ে নোটিশ দেন ৷ তিনি লোকসভায় কংগ্রেসের উপ-নেতা ৷
উত্তপ্ত পরিস্থিতির মাঝে আজ সকালে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি সংসদে আসেন ৷ তিনি সাসপেন্ড হওয়া আপ সাংসদ সঞ্জয় সিং এবং কংগ্রেসের রজনী পাটিলের সঙ্গে দেখা করেন ৷ বুধবার কংগ্রেস ছাড়া ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএসের সাংসদ নম নাগেশ্বারা রাও একই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছেন ৷ লোকসভায় 543 টি আসনের মধ্যে 353টি এনডিএ জোটের ৷ মানে সংখ্যার দিক থেকে সরকার পক্ষ যে অনেক এগিয়ে তা নিয়ে কোনও সংশয় নেই ৷
আরও পড়ুন: সংসদে মণিপুর নিয়ে আলোচনায় সবপক্ষের সহযোগিতা চেয়ে খাড়গে-অধীরকে চিঠি অমিত শাহের
তবে এই সংখ্যাতত্ত্বে বিশ্বাস করছেন না কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সাংসদেরা ৷ কংগ্রেস সাংসদ এমপি প্রমোদ তিওয়ারি বলেন, "একটাই সংখ্যা গুরুত্বপূর্ণ ৷ সেটা 10 শতাংশ ৷ এর মানে 51, 52, 53 জন সাংসদ ৷" তাঁর বিশ্বাস, ইন্ডিয়া যখন অনাস্থা প্রস্তাব আনবে তখন ধীরে ধীরে এই সংখ্যাটা নিশ্চিত ভাবে বাড়বে ৷ ইন্ডিয়া জোটের সদস্য আরজেডি সাংসদ মনোজ ঝাও জানান, লোকসভায় সংখ্যাটা তাদের পক্ষে নয় ৷ কিন্তু তিনি বলেন, "গণতন্ত্র শুধুমাত্র সংখ্যা নয় ৷ মানুষ মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর কথা শুনতে চাইছে ৷ এই অনাস্থা প্রস্তাবের চাপে যদি তাঁকে দিয়ে কিছু বলানো যায় ৷ তাহলে এটা একটা বড় সাফল্য হবে ৷"
বুধবার সকালে সংসদীয় অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বৈঠক হয় ৷ সকালে যখন সংসদে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় চলছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির আইটিপিও কমপ্লেক্সে শ্রমিকদের সংবর্ধনা দিচ্ছিলেন ৷ আজ এই কমপ্লেক্সের উদ্বোধন করবেন তিনি ৷
আরও পড়ুন: সংসদ চত্বরে মোমবাতি হাতে 'ইন্ডিয়া'র সাংসদরা, আসছে বিরোধীদের অনাস্থা প্রস্তাব
এদিকে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির উপর ভরসা রাখে ৷ বিরোধীরা আর কোনও পথ না পেয়ে অনাস্থা প্রস্তাব আনছে ৷" মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, "অনাস্থা প্রস্তাব আসুক ৷ সরকার যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ৷ আমরা মণিপুর নিয়ে আলোচনা করতে চাই ৷"