ETV Bharat / bharat

Global Hunger Index: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশেরও পেছনে ভারত, মোদিকে কটাক্ষ সিবালের - কপিল সিবাল

এ বছর বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index) পাকিস্তান, বাংলাদেশ ও নেপালেরও পেছনে ভারত (India)৷ এই রিপোর্ট সামনে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করে টুইট করেছেন কপিল সিবাল (Kapil Sibal)৷

"Congratulations Modi Ji", says Kapil Sibal As India Slips In global Hunger Index
বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশেরও পেছনে ভারত, মোদিকে কটাক্ষ সিবালের
author img

By

Published : Oct 15, 2021, 3:38 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index) শোচনীয় ব়্যাঙ্কিং ভারতের ৷ গত বছরের 94তম অবস্থান থেকেও পিছিয়ে গিয়ে চলতি বছরে ভারতের (India) অবস্থান হয়েছে 101৷ এই তালিকায় প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকেও পিছিয়ে পড়েছে আমাদের দেশ ৷ দেশের ক্ষুধার স্তর খুবই চিন্তার বলেও উল্লেখ করা হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্টে ৷ এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিদ্রুপ করে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিবাল (Kapil Sibal)৷

দেশ থেকে দারিদ্র্য ও ক্ষুধা দূর করে ভারতকে বিশ্ব শক্তি হিসেবে তুলে ধরার দাবি করে নরেন্দ্র মোদির সরকার ৷ বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট প্রকাশের পর সেই দাবিকেই কটাক্ষ করে আজ টুইট করেছেন কপিল সিবাল ৷ তিনি লিখেছেন, "দেশ থেকে দারিদ্র্য, ক্ষুধা দূর করার জন্য, ভারতকে বিশ্ব শক্তি হিসেবে তৈরি করার জন্য, আমাদের ডিজিটাল অর্থনীতির জন্য ও আরও অনেক কিছুর জন্য মোদিজিকে অভিনন্দন ৷" এ কথা লিখেই বিশ্ব ক্ষূধা সূচকের রিপোর্টটি তুলে ধরেছেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ তিনি লেখেন, "বিশ্ব ক্ষুধা সূচক: 2020: ভারতের ব়্যাঙ্ক 94, 2021: ভারতের ব়্যাঙ্ক 101 ৷ বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকেও পিছনে ৷"

আরও পড়ুন: Corona in India : উৎসবের মরশুমে স্বস্তির খবর, দৈনিক সংক্রমণ কমে 16 হাজারে

ক্ষুধা ও অপুষ্টি নির্ধারণকারী বিশ্ব ক্ষুধা সূচকে প্রথম পাঁচের মধ্যে রয়েছে চিন, ব্রাজিল ও কুয়েত-সহ 18টি দেশ ৷ 2020 সালে 107টি দেশের মধ্যে ভারত ছিল 94তম স্থানে ৷ আর এ বছর 116টি দেশের মধ্যে ভারতের জায়গা হয়েছে 101 নম্বরে ৷ ভারতের থেকে অনেকটা এগিয়ে রয়েছে নেপাল (76), বাংলাদেশ (76), মায়ানমার (71) ও পাকিস্তান (92) ৷ এই রিপোর্টে বলা হয়েছে যে, মানুষ কোভিড 19 ও ভারতের অতিমারি সংক্রান্ত বিধিনিষেধে সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত ৷ তবে 5 বছরের নিচের শিশুদের মৃত্যুর হার, খাদ্যের অভাবজনিত অপুষ্টির হার কমানোর ক্ষেত্রে উন্নতি করেছে দেশ ৷

আরও পড়ুন: PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা

নয়াদিল্লি, 15 অক্টোবর: বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index) শোচনীয় ব়্যাঙ্কিং ভারতের ৷ গত বছরের 94তম অবস্থান থেকেও পিছিয়ে গিয়ে চলতি বছরে ভারতের (India) অবস্থান হয়েছে 101৷ এই তালিকায় প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকেও পিছিয়ে পড়েছে আমাদের দেশ ৷ দেশের ক্ষুধার স্তর খুবই চিন্তার বলেও উল্লেখ করা হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্টে ৷ এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিদ্রুপ করে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিবাল (Kapil Sibal)৷

দেশ থেকে দারিদ্র্য ও ক্ষুধা দূর করে ভারতকে বিশ্ব শক্তি হিসেবে তুলে ধরার দাবি করে নরেন্দ্র মোদির সরকার ৷ বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট প্রকাশের পর সেই দাবিকেই কটাক্ষ করে আজ টুইট করেছেন কপিল সিবাল ৷ তিনি লিখেছেন, "দেশ থেকে দারিদ্র্য, ক্ষুধা দূর করার জন্য, ভারতকে বিশ্ব শক্তি হিসেবে তৈরি করার জন্য, আমাদের ডিজিটাল অর্থনীতির জন্য ও আরও অনেক কিছুর জন্য মোদিজিকে অভিনন্দন ৷" এ কথা লিখেই বিশ্ব ক্ষূধা সূচকের রিপোর্টটি তুলে ধরেছেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ তিনি লেখেন, "বিশ্ব ক্ষুধা সূচক: 2020: ভারতের ব়্যাঙ্ক 94, 2021: ভারতের ব়্যাঙ্ক 101 ৷ বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকেও পিছনে ৷"

আরও পড়ুন: Corona in India : উৎসবের মরশুমে স্বস্তির খবর, দৈনিক সংক্রমণ কমে 16 হাজারে

ক্ষুধা ও অপুষ্টি নির্ধারণকারী বিশ্ব ক্ষুধা সূচকে প্রথম পাঁচের মধ্যে রয়েছে চিন, ব্রাজিল ও কুয়েত-সহ 18টি দেশ ৷ 2020 সালে 107টি দেশের মধ্যে ভারত ছিল 94তম স্থানে ৷ আর এ বছর 116টি দেশের মধ্যে ভারতের জায়গা হয়েছে 101 নম্বরে ৷ ভারতের থেকে অনেকটা এগিয়ে রয়েছে নেপাল (76), বাংলাদেশ (76), মায়ানমার (71) ও পাকিস্তান (92) ৷ এই রিপোর্টে বলা হয়েছে যে, মানুষ কোভিড 19 ও ভারতের অতিমারি সংক্রান্ত বিধিনিষেধে সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত ৷ তবে 5 বছরের নিচের শিশুদের মৃত্যুর হার, খাদ্যের অভাবজনিত অপুষ্টির হার কমানোর ক্ষেত্রে উন্নতি করেছে দেশ ৷

আরও পড়ুন: PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.