ETV Bharat / bharat

Rahul Gandhi arrives in Brussels: দিল্লিতে জি20 সম্মেলনের আগেই ইউরোপ সফরে রাহুল, পৌঁছলেন ব্রাসেলসে - সংসদের বিশেষ অধিবেশন

সাতদিনের ইওরোপ সফরের প্রথমদিন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এরপর ব্রাসেলসে সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবেন রাহুল গান্ধি, এমনটাই জানাচ্ছে কংগ্রেস ৷

Etv Bharat
রাহুল গান্ধি
author img

By ANI

Published : Sep 7, 2023, 5:07 PM IST

Updated : Sep 7, 2023, 5:40 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলন এবং তারপরই সংসদের বিশেষ অধিবেশন ৷ এর মাঝেই ইউরোপ সফরে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সপ্তাহব্যাপী ইউরোপ সফরে বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস পৌঁছেছেন তিনি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধি তাঁর ইউরোপ সফরের সময় ইউরোপীয় দেশগুলিতে প্রবাসী ভারতীয় এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ আইনজীবীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। একই সঙ্গে, জানা গিয়েছে, রাহুল গান্ধির এই ইওরোপ সফর সম্পূর্ণ 'ভারতীয় ওভারসিজ কংগ্রেস'-এর তরফে আয়োজন করা হয়েছে ৷ রাহুল গান্ধির সঙ্গে এদিন ব্রাসেলস পৌঁছেছেন স্যাম পিত্রোদাও ৷ ইউরোপের বিভিন্ন দেশে রাহুলের পাশাপাশি যাবতীয় ইভেন্টে পিত্রোদাও অংশ নেবেন বলে কংগ্রেসের তরপে জানানো হয়েছে।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এরপর ব্রাসেলসে সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবেন রাহুল গান্ধি, এমনটাই জানাচ্ছে কংগ্রেস ৷ ব্রাসেলস থেক প্যারিসেও যাবেন রাহুল ৷ সেখানে ফরাসি আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ সেই সঙ্গে, জানা যাচ্ছে, ভারতে ফেরি আসার আগে তাঁর শেষ সফর হবে নরওয়েতে ৷ যেখানে তিনি অসলোতে সেই দেশের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে।

  • Sri Rahul Gandhi has landed in Brussels as a part of his reach out program to Indian Diaspora in European countries,IOC is coordinating this program to ensure maximum participation!
    Dr @sampitroda also will be participating in all these events happening at different EU countries pic.twitter.com/llxnBFPrAF

    — Indian Overseas Congress (@INCOverseas) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাহুল গান্ধি তাঁর 'ভারত জোড়ো যাত্রা'র একটি ভিডিও শেয়ার করেছেন টুইটারে। গত বছর 7 সেপ্টেম্বর তাঁর 'ভারত জোড়ো যাত্রা' শুরু হয়েছিল ৷ সেই যাত্রার প্রথম বার্ষিকী উপলক্ষ্যেই তিনি টুইট করেছেন বলে মনে করা হচ্ছে ৷ সোশাল মিডিয়ায় তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "ভারত জোড়ো যাত্রার একতা এবং ভালবাসার দিকে কোটি মানুষের পদক্ষেপ দেশের জন্য যথেষ্ট ভাল ৷ আগামীর ভিত্তি হয়ে উঠেছে ৷" একই সঙ্গে, তিনি লিখেছেন, "যাত্রা অব্যাহত থাকবে- যতক্ষণ না ঘৃণা বিলুপ্ত হয়, যতক্ষণ না ভারত এক হয় ৷ এটা আমার প্রতিশ্রুতি ৷" অন্য আরও একটি পোস্টে তিনি যোগ করেছেন, "দেশ এক জোট হচ্ছে ৷ ভালোবাসার দোকান খুলছে ৷"

এর আগে, 'মোদি' উপাধি মন্তব্যের জেরে মানহানির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে গুজরাত সেসন কোর্ট ৷ এরপর নিম্ন আদালতের রায় বহাল রাখে গুজরাত হাইকোর্টও ৷ শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দেওয়ার পর ফের লোকসভায় সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধি ৷ লোকসভায় তাঁর সদস্যপদ পুনর্বহাল হওয়ার পর এটি রাহুল গান্ধির প্রথম বিদেশ সফর। এই বছরের শুরুর দিকে ওয়েনাডের কংগ্রেস সাংসদ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৷ যেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল ৷ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন রাহুল ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে প্রস্তুত বাইডেন, বার্তা দিল হোয়াইট হাউস

এর পাশাপাশি অন্যান্য বৈঠক এবং সভাতেও যোগ দিয়েছিলেন রাহুল। মার্চ মাসে আমেরিকা সফরের পর ফের এবার ইওরোপ সফরে গেলেন রাহুল ৷ রাহুল গান্ধি সম্ভবত 12 সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলেই জানা যাচ্ছে ৷ সুতরাং জি20 শীর্ষ সম্মেলন শেষ হওয়ার একদিন পর তিনি দেশে ফিরছেন। তবে সংসদের বিশেষ অধিবেশনে তিনি হাজির থাকবেন বলেই মনে করা হচ্ছে ৷ অন্যদিকে রাজধানী দিল্লিতে 9 এবং 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত ৷ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইওরোপ, অস্ট্রেলিয়া, চিন এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা এবং 14টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এই মেগা ইভেন্টে অংশ নেবেন বলেও খবর।

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলন এবং তারপরই সংসদের বিশেষ অধিবেশন ৷ এর মাঝেই ইউরোপ সফরে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সপ্তাহব্যাপী ইউরোপ সফরে বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস পৌঁছেছেন তিনি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধি তাঁর ইউরোপ সফরের সময় ইউরোপীয় দেশগুলিতে প্রবাসী ভারতীয় এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ আইনজীবীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। একই সঙ্গে, জানা গিয়েছে, রাহুল গান্ধির এই ইওরোপ সফর সম্পূর্ণ 'ভারতীয় ওভারসিজ কংগ্রেস'-এর তরফে আয়োজন করা হয়েছে ৷ রাহুল গান্ধির সঙ্গে এদিন ব্রাসেলস পৌঁছেছেন স্যাম পিত্রোদাও ৷ ইউরোপের বিভিন্ন দেশে রাহুলের পাশাপাশি যাবতীয় ইভেন্টে পিত্রোদাও অংশ নেবেন বলে কংগ্রেসের তরপে জানানো হয়েছে।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এরপর ব্রাসেলসে সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবেন রাহুল গান্ধি, এমনটাই জানাচ্ছে কংগ্রেস ৷ ব্রাসেলস থেক প্যারিসেও যাবেন রাহুল ৷ সেখানে ফরাসি আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ সেই সঙ্গে, জানা যাচ্ছে, ভারতে ফেরি আসার আগে তাঁর শেষ সফর হবে নরওয়েতে ৷ যেখানে তিনি অসলোতে সেই দেশের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে।

  • Sri Rahul Gandhi has landed in Brussels as a part of his reach out program to Indian Diaspora in European countries,IOC is coordinating this program to ensure maximum participation!
    Dr @sampitroda also will be participating in all these events happening at different EU countries pic.twitter.com/llxnBFPrAF

    — Indian Overseas Congress (@INCOverseas) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন রাহুল গান্ধি তাঁর 'ভারত জোড়ো যাত্রা'র একটি ভিডিও শেয়ার করেছেন টুইটারে। গত বছর 7 সেপ্টেম্বর তাঁর 'ভারত জোড়ো যাত্রা' শুরু হয়েছিল ৷ সেই যাত্রার প্রথম বার্ষিকী উপলক্ষ্যেই তিনি টুইট করেছেন বলে মনে করা হচ্ছে ৷ সোশাল মিডিয়ায় তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "ভারত জোড়ো যাত্রার একতা এবং ভালবাসার দিকে কোটি মানুষের পদক্ষেপ দেশের জন্য যথেষ্ট ভাল ৷ আগামীর ভিত্তি হয়ে উঠেছে ৷" একই সঙ্গে, তিনি লিখেছেন, "যাত্রা অব্যাহত থাকবে- যতক্ষণ না ঘৃণা বিলুপ্ত হয়, যতক্ষণ না ভারত এক হয় ৷ এটা আমার প্রতিশ্রুতি ৷" অন্য আরও একটি পোস্টে তিনি যোগ করেছেন, "দেশ এক জোট হচ্ছে ৷ ভালোবাসার দোকান খুলছে ৷"

এর আগে, 'মোদি' উপাধি মন্তব্যের জেরে মানহানির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে গুজরাত সেসন কোর্ট ৷ এরপর নিম্ন আদালতের রায় বহাল রাখে গুজরাত হাইকোর্টও ৷ শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দেওয়ার পর ফের লোকসভায় সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধি ৷ লোকসভায় তাঁর সদস্যপদ পুনর্বহাল হওয়ার পর এটি রাহুল গান্ধির প্রথম বিদেশ সফর। এই বছরের শুরুর দিকে ওয়েনাডের কংগ্রেস সাংসদ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৷ যেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল ৷ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন রাহুল ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে প্রস্তুত বাইডেন, বার্তা দিল হোয়াইট হাউস

এর পাশাপাশি অন্যান্য বৈঠক এবং সভাতেও যোগ দিয়েছিলেন রাহুল। মার্চ মাসে আমেরিকা সফরের পর ফের এবার ইওরোপ সফরে গেলেন রাহুল ৷ রাহুল গান্ধি সম্ভবত 12 সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলেই জানা যাচ্ছে ৷ সুতরাং জি20 শীর্ষ সম্মেলন শেষ হওয়ার একদিন পর তিনি দেশে ফিরছেন। তবে সংসদের বিশেষ অধিবেশনে তিনি হাজির থাকবেন বলেই মনে করা হচ্ছে ৷ অন্যদিকে রাজধানী দিল্লিতে 9 এবং 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত ৷ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইওরোপ, অস্ট্রেলিয়া, চিন এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা এবং 14টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এই মেগা ইভেন্টে অংশ নেবেন বলেও খবর।

Last Updated : Sep 7, 2023, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.