পাতিয়ালা, 1 এপ্রিল: প্রায় 10 মাস কারাবন্দি থাকার পর জেল থেকে ছাড়া পেলেন পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু ৷ এদিন বিকেলে তিনি ছাড়া পাতিয়ালা সেন্ট্রাল জেল থেকে ৷ সিধুর বিরুদ্ধে অভিযোগ ছিল, গাড়ি রাখা নিয়ে বচসার জেরে তিনি এক বৃদ্ধকে চড় মারেন, জার জেরে ওই ব্যক্তির মৃত্যু হয় ৷ 1988 সালের এই ঘটনাতেই দোষী সাব্যস্ত হন পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তাঁর এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ এদিন জেল থেকে বেরিয়েই রাহুল গান্ধির প্রশংসা করেন সিধু ৷ বলেন, "রাহুল গান্ধি এক বিপ্লবের নাম ৷"
এদিন জেল থেকে মুক্তি পেয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন সিধু ৷ রাহুল গান্ধির পাশে দাঁড়িয়ে তিনি বলেন,"এই মুহূর্তে দেশে গণতন্ত্র বলে কিছু নেই ৷ সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে ৷ পঞ্জাবেও রাষ্ট্রপতি শাসন লাগুর চক্রান্ত হচ্ছে ৷ কিন্তু দেশে একনায়কের আবির্ভাব হয়েছে তখনই বিপ্লব হয়েছে ৷ আর এখন এই বিপ্লবের নাম রাহুল গান্ধি ৷ এই সরকারকে উৎখাত করবেন রাহুল ৷"
গত বছর 20 মে জেলে যান সিধু ৷ তবে জেলে তাঁর ভালো ব্যবহারের জন্যই সাজার এক বছরের মেয়াদ পূরণের দেড় মাস আগেই ছাড়া পেলেন এই কংগ্রেস নেতা ৷ এদিন জেল থেকে বেরনোর সময় তাঁর গায়ে ছিল আকাশি রংয়ের জ্যাকেট ৷ এদিন দুপুরেই এই কংগ্রেস নেতার জেল থেকে বেরনোর কথা থাকলেও তাঁর ছাড়া পেতে বিকেল হয়ে যায় ৷
এদিন জেল থেকে বেরনোর সময় নভজ্যোৎ সিং সিধুকে স্বাগত জানাতে জেলের বাইরে উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক ৷ 59 বছর বয়সি এই নেতার নামে 'জিন্দাবাদ' স্লোগানও দেওয়া হয় ৷ এদিন সকাল থেকেই পাতিয়ালা জেলের বাইরে জড়ো হন তাঁর সমর্থকরা ৷ ছিলেন অমৃতসরের সাংসদ গুরজিৎ অওজলা, পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি সামশের সিং দুল্লো, প্রাক্তন বিধায়ক নভতেজ সিং চিমা প্রমুখ ৷
আরও পড়ুন: মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে আদালতের রায়ে স্তম্ভিত দেশের মানুষ, অভিযোগ কেজরিওয়ালের