নয়াদিল্লি, 22 মে: আগামী 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর উদ্বোধন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ কংগ্রেসের অভিযোগ, সংসদের অভিভাবক রাষ্ট্রপতি ৷ কিন্তু 28 তারিখের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এই অভিযোগ তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধেছে কংগ্রেস ৷ এর ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষকে অপমান করা হয়েছে বলে মনে করছে কংগ্রেস ৷ তাদের দাবি, নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতির করা উচিত ৷
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার অভিযোগ করেছেন, 2020 সালের ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ বিষয়টি নিয়ে এদিন বেশ কয়েকটি টুইট করেন কংগ্রেস সভাপতি ৷ একটি টুইটে তিনি লেখেন, "মোদি সরকার ধারাবাহিকভাবে দেশের রাষ্ট্রপতিকে তাঁর প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করছে ৷ বিজেপি-আরএসএস রাষ্ট্রপতির অফিসকে নিয়মরক্ষায় পরিণত করেছে ৷"
সাংবিধানিক পদাধিকার বলে সংসদ অর্থাৎ দেশের আইনসভার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলেন রাষ্ট্রপতি, তাই তাঁর হাত দিয়েই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত বলে মনে করছে কংগ্রেস ৷ টুইটে এদিন খাড়গে লেখেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন দেশের প্রথম নাগরিক ৷ তাঁর হাতে নয়া সংসদ ভবনের উদ্বোধন হলে দেশের সাংবিধানিক মূল্য মান্যতা পাবে ৷"
-
It looks like the Modi Govt has ensured election of President of India from the Dalit and the Tribal communities only for electoral reasons.
— Mallikarjun Kharge (@kharge) May 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
While Former President, Shri Kovind was not invited for the New Parliament foundation laying ceremony…
1/4
">It looks like the Modi Govt has ensured election of President of India from the Dalit and the Tribal communities only for electoral reasons.
— Mallikarjun Kharge (@kharge) May 22, 2023
While Former President, Shri Kovind was not invited for the New Parliament foundation laying ceremony…
1/4It looks like the Modi Govt has ensured election of President of India from the Dalit and the Tribal communities only for electoral reasons.
— Mallikarjun Kharge (@kharge) May 22, 2023
While Former President, Shri Kovind was not invited for the New Parliament foundation laying ceremony…
1/4
তবে কেন্দ্রের দাবি, লোকসভার স্পিকার ওম বিড়লা আমন্ত্রণেই নয়া সংসদ ভবনের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ যদিও রাহুল গান্ধি-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের দাবি, রাষ্ট্রপতির হাত দিয়েই সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত ৷ তাঁদের দাবি মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 28 মার্চ নয়া সংসদ ভবনের উদ্বোধনে ডাকা না-হলে কংগ্রেস কী এই অনুষ্ঠানের বয়কট করতে পারে ? এই সংক্রান্ত প্রশ্নের জবাবে আরেক কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, তাঁরা সংবিধান মেনে নির্দিষ্ট কিছু প্রশ্ন তুলেছেন, এখন সরকার জবাব দিক তারা সংবিধানকে সম্মান করে কি না ৷ কারণ সংসদ সরকারের সম্পত্তি নয়, তা গোটা দেশের প্রতিনিধিত্ব করে ৷
আরও পড়ুন: দোকান-বাজারে সচল থাকবে 2000 টাকার নোট, আশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর