ETV Bharat / bharat

Monsoon in India: কেরলে বর্ষা আসার সুখবর দিল হাওয়া অফিস, বাংলার ভাগ্য কবে খুলবে? - আবহাওয়ার পূর্বাভাস

আগামী 48 ঘণ্টার মধ্যে দেশের মূল ভূ-খণ্ডে প্রবেশ করবে বর্ষা ৷ কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jun 7, 2023, 6:45 PM IST

নয়াদিল্লি, 7 জুন: অবশেষে আশার খবর শোনাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ বুধবার হাওয়া অফিস জানিয়েছে, কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে কেরলে ৷ উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম মৌ সুমী বায়ুর হাত ধরেই ভারতের মূল ভূ-খণ্ডে প্রবেশ করে বর্ষা ৷ দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা আসে ৷

সাধারণত, 1 জুন বর্ষা প্রবেশ করে কেরলে ৷ কিন্তু প্রত্যেক বছর এই ক্যালেন্ডার অনুসরণ করে না বর্ষা ৷ এবছর দেশে বর্ষা প্রবেশে দেরি হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ মে মাসে হাওয়া অফিস (আইএমডি) জানিয়েছিল 4 জুন কেরলে বর্ষা প্রবেশ করতে পারে ৷ কিন্তু, এবছর সেই পূর্বাভাসেরও বেশকিছুদিন পর বর্ষার আগমন হচ্ছে দেশের মূল ভূ-খণ্ডে ৷ 1 জুনের ক্যালেন্ডার ধরলে নির্ধারিত সময়ের প্রায় 8 দিন পর এবছর বর্ষা আসছে কেরলে ৷

দক্ষিণ আরব সাগরের কয়েকটি অংশ যেমন- লাক্ষাদ্বীপ, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যভাগেও আগামী 48 ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করবে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও দুদিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে ৷ তবে কেরলে বর্ষার আগমন বার্তা পাওয়া গেলেও, পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে সেই বিষয়ে এখনই নির্দিষ্টভাবে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি ৷ সাধারণত কেরলে বর্ষা আসার 10 দিন পর বঙ্গে বর্ষা আসে ৷

আরও পড়ুন: বর্ষার আগমন বিলম্বিত, আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহই সঙ্গী

উল্লেখ্য, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব আরব সাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় বিপর্যয় ৷ আগামী 12 ঘণ্টায় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ আরব সাগরে মৎসজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4-5 দিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি চলবে ৷ তাপপ্রবাহ চলতে পারে বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও ৷

নয়াদিল্লি, 7 জুন: অবশেষে আশার খবর শোনাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ বুধবার হাওয়া অফিস জানিয়েছে, কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে কেরলে ৷ উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম মৌ সুমী বায়ুর হাত ধরেই ভারতের মূল ভূ-খণ্ডে প্রবেশ করে বর্ষা ৷ দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা আসে ৷

সাধারণত, 1 জুন বর্ষা প্রবেশ করে কেরলে ৷ কিন্তু প্রত্যেক বছর এই ক্যালেন্ডার অনুসরণ করে না বর্ষা ৷ এবছর দেশে বর্ষা প্রবেশে দেরি হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ মে মাসে হাওয়া অফিস (আইএমডি) জানিয়েছিল 4 জুন কেরলে বর্ষা প্রবেশ করতে পারে ৷ কিন্তু, এবছর সেই পূর্বাভাসেরও বেশকিছুদিন পর বর্ষার আগমন হচ্ছে দেশের মূল ভূ-খণ্ডে ৷ 1 জুনের ক্যালেন্ডার ধরলে নির্ধারিত সময়ের প্রায় 8 দিন পর এবছর বর্ষা আসছে কেরলে ৷

দক্ষিণ আরব সাগরের কয়েকটি অংশ যেমন- লাক্ষাদ্বীপ, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যভাগেও আগামী 48 ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করবে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও দুদিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে ৷ তবে কেরলে বর্ষার আগমন বার্তা পাওয়া গেলেও, পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে সেই বিষয়ে এখনই নির্দিষ্টভাবে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি ৷ সাধারণত কেরলে বর্ষা আসার 10 দিন পর বঙ্গে বর্ষা আসে ৷

আরও পড়ুন: বর্ষার আগমন বিলম্বিত, আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহই সঙ্গী

উল্লেখ্য, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব আরব সাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় বিপর্যয় ৷ আগামী 12 ঘণ্টায় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ আরব সাগরে মৎসজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4-5 দিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি চলবে ৷ তাপপ্রবাহ চলতে পারে বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.