ETV Bharat / bharat

Uproar over Child Death: চিকিৎসক নেই, পাঁচ মাসের শিশুকে ওষুধের ওভারডোজ কম্পাউন্ডারের ! মৃত্যু ঘিরে তোলপাড় - uproar over death

Five Month Old Child Death: পাঁচমাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল আলিগড় । কম্পাউন্ডারের বিরুদ্ধে ওষুধের ওভারডোজ দেওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা ।

Uproar over Child Death
পাঁচ মাসের শিশুর মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:57 AM IST

Updated : Nov 5, 2023, 11:27 AM IST

আলিগড়, 5 নভেম্বর: ওষুধের ওভারডোজের জেরে পাঁচমাসের শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে আলিগড়ের হাসপাতালে তোলপাড় ৷ শিশুটিকে ওষুধের ওভারডোজ দেওয়ার অভিযোগ উঠেছে কম্পাউন্ডারের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শনিবার আলিগড়ে ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হয় পাঁচ মাসের ওই শিশুর । এ নিয়ে হাসপাতালে তোলপাড় শুরু করে দেন শিশুটির পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে কম্পাউন্ডার শিশুটিকে ওষুধের ওভারডোজ দিয়েছেন ৷ এর ফলেই তার মৃত্যু হয়েছে । এই অভিযোগ নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরেই হট্টগোল করতে থাকেন । তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল বন্ধের দাবি জানান । ঘটনাটি ঘটেছে আলিগড়ের কুয়ারসি থানার রামঘাট রোড এলাকায় ।

সূত্রের খবর, গভীর রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ শিশুটির ডায়রিয়া ও জ্বর ছিল। তখন হাসপাতালে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না ৷ কিন্তু ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত শিশুটির অবস্থা খারাপ হতে থাকে ৷ এরপর শিশুটিকে ইনজেকশনে দেন কম্পাউন্ডার । আর তার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে কুয়ারসি থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পুলিশকে ঘিরে ধরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে শিশুটির পরিবারের সদস্যরা ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ পুলিশ এই আশ্বাস দিয়ে তাঁদের শান্ত করে । শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টির তদন্তে শুরু করেছে পুলিশ ।

মৃত শিশুর বাবা লোকেশ রাজপুত জানান, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় । তার ডায়রিয়া হয়েছিল । এই হাসপাতালে তাঁর শিশুর চিকিৎসা হয় । এ দিকে শনিবার ডায়রিয়া বন্ধ হলেও শিশুটির প্রচণ্ড জ্বর আসে । লোকেশ বলেন, "এখানে কোনও চিকিৎসক নেই । কম্পাউন্ডার ওষুধ দিচ্ছিলেন । আমার সন্তানকে ওষুধের ওভারডোজ দেওয়া হয় ৷ এর জেরে মৃত্যু হয়েছে তার ।"

আরও পড়ুন: কান্না থামাতে না পেরে দেড় বছরের শিশুকে লেকের জলে ছুড়ে ফেলল বাবা

অন্যদিকে, অভিযুক্ত কম্পাউন্ডার বলেন, "আমি 2 দিন বাইরে ছিলাম এবং আজ সন্ধ্যায় রোগীকে দেখছি । শিশুটির স্বাস্থ্যের অবনতি হয়েছিল । তবে শনিবার তাকে ওষুধ দিইনি ৷" কিন্তু শুক্রবার ওষুধ দেওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

আলিগড়, 5 নভেম্বর: ওষুধের ওভারডোজের জেরে পাঁচমাসের শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে আলিগড়ের হাসপাতালে তোলপাড় ৷ শিশুটিকে ওষুধের ওভারডোজ দেওয়ার অভিযোগ উঠেছে কম্পাউন্ডারের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শনিবার আলিগড়ে ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হয় পাঁচ মাসের ওই শিশুর । এ নিয়ে হাসপাতালে তোলপাড় শুরু করে দেন শিশুটির পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে কম্পাউন্ডার শিশুটিকে ওষুধের ওভারডোজ দিয়েছেন ৷ এর ফলেই তার মৃত্যু হয়েছে । এই অভিযোগ নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরেই হট্টগোল করতে থাকেন । তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল বন্ধের দাবি জানান । ঘটনাটি ঘটেছে আলিগড়ের কুয়ারসি থানার রামঘাট রোড এলাকায় ।

সূত্রের খবর, গভীর রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ শিশুটির ডায়রিয়া ও জ্বর ছিল। তখন হাসপাতালে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না ৷ কিন্তু ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত শিশুটির অবস্থা খারাপ হতে থাকে ৷ এরপর শিশুটিকে ইনজেকশনে দেন কম্পাউন্ডার । আর তার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে কুয়ারসি থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পুলিশকে ঘিরে ধরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে শিশুটির পরিবারের সদস্যরা ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ পুলিশ এই আশ্বাস দিয়ে তাঁদের শান্ত করে । শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টির তদন্তে শুরু করেছে পুলিশ ।

মৃত শিশুর বাবা লোকেশ রাজপুত জানান, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় । তার ডায়রিয়া হয়েছিল । এই হাসপাতালে তাঁর শিশুর চিকিৎসা হয় । এ দিকে শনিবার ডায়রিয়া বন্ধ হলেও শিশুটির প্রচণ্ড জ্বর আসে । লোকেশ বলেন, "এখানে কোনও চিকিৎসক নেই । কম্পাউন্ডার ওষুধ দিচ্ছিলেন । আমার সন্তানকে ওষুধের ওভারডোজ দেওয়া হয় ৷ এর জেরে মৃত্যু হয়েছে তার ।"

আরও পড়ুন: কান্না থামাতে না পেরে দেড় বছরের শিশুকে লেকের জলে ছুড়ে ফেলল বাবা

অন্যদিকে, অভিযুক্ত কম্পাউন্ডার বলেন, "আমি 2 দিন বাইরে ছিলাম এবং আজ সন্ধ্যায় রোগীকে দেখছি । শিশুটির স্বাস্থ্যের অবনতি হয়েছিল । তবে শনিবার তাকে ওষুধ দিইনি ৷" কিন্তু শুক্রবার ওষুধ দেওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

Last Updated : Nov 5, 2023, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.