জামুই (বিহার), 12 নভেম্বর: অপহরণ হওয়া ছেলেকে উদ্ধার করতে 20 দিনের কন্যা সন্তানকে বিক্রি করার চেষ্টার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে (Parents Selling 20 Days Old Baby Girl in Bihar) ৷ তবে, জনবহুল এলাকার মধ্যে হওয়ায় দম্পতি ধরা পড়ে যান ৷ যে বৃদ্ধা মহিলার কাছে বাচ্চাটিকে বিক্রি (Child Trafficking) করা হচ্ছিল, তিনি লোকজনের জমায়েত হতে দেখে সেখান থেকে পালিয়ে যায় ৷ জানা গিয়েছে, পুরো ঘটনাটি ঝাঝা পুলিশ স্টেশনের কাছেই ঘটেছে ৷ যদিও, পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না বলে খবর ৷
জানা গিয়েছে, যে ব্যক্তি শিশুকন্যাটিকে বিক্রির চেষ্টা করছিলেন, তাঁর নাম মেঙ্গু মাঞ্জি ৷ তিনি হরিয়ানায় ইট ভাটায় কাজ করতেন ৷ সেখানে ঠিকাদারের থেকে 5 হাজার টাকা ধার নিয়েছিলেন ৷ সেখানে সাত মাস ধরে বিনা মজুরিতে কাজ করেছিলেন ৷ কিন্তু, তাও ধার শোধ হয়নি ৷ এই পরিস্থিতিতে তিনি বিহারে চলে আসেন ৷ এর পর ওই ঠিকাদার 5 হাজারের বদলে 25 হাজার টাকা দাবি করেন ৷ মেঙ্গু অভিযোগ করেছেন ওই ঠিকাদার তাঁর ছেলেকে বন্দি করে নিয়ে চলে যায় ৷ বদলে 25 হাজার টাকা দাবি করেন ৷ আর এই কাজে মেঙ্গুর ভাই ওই ঠিকাদারকে সাহায্য করেছে বলে অভিযোগ ৷
ছেলেকে উদ্ধার করবেন কীভাবে ? তা মাথায় আসছিল না মেঙ্গুর ৷ তাই নাকি তিনি বাধ্য হয়ে তাঁর 20 দিনের কন্যা সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন ৷ স্থানীয়রা জানিয়েছেন, থানার সামনে কিছু সন্দেহজনক ঘটতে দেখে তাঁরা থেমে যান ৷ তাঁরা দেখেন দুপক্ষের মধ্যে টাকা বিনিময় হচ্ছে ৷ আর তার বদলে অন্য একজনের হাতে বাচ্চা তুলে দেওয়া হচ্ছে ৷ তখনই লোকজন তাঁদের প্রশ্ন করলে, ওই মহিলা জানান, তাঁর ছেলে একটি শিশুকন্যাকে কেনার জন্য টারা দিয়ে পাঠিয়েছে ৷
আরও পড়ুন: শিশুসুরক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মশালা
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার ভিডিয়ো হতে দেখে ওই মহিলা সেখান থেকে পালিয়ে যান ৷ তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, যে সেখানে বাচ্চা বিক্রি ও পাচারের চক্র চালানো হচ্ছে ৷ এই ঘটনায় পুলিশ কোনও অভিযোগ পায়নি বলে জানিয়েছে ৷