কোচি, 17 অগস্ট: অন্য মহিলাদের সাথে স্ত্রী'র তুলনা করা মানসিক অত্যাচারের সমতুল্য (Kerala HC Verdict) ৷ শুধু তাই নয়, প্রত্যাশা মতো জীবনসঙ্গী না হওয়ায় ক্রমাগত খোঁটা দেওয়াও সহ্য করা যায় না ৷ বুধবার এক শুনানিতে এমনটাই জানিয়েছে কেরল হাইকোর্ট (Comparing wife with other women amounts to mental cruelty) ।
কেরলের এক মহিলা 2009 সালের নভেম্বকে স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন । সম্প্রতি আদালত ওই মহিলার পক্ষেই রায় দেয় । নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেরল হাইকোর্টে (Kerala High Court) মামলা পূনর্বিবেচনার আর্জি জানান স্বামী। আদালতে স্ত্রী জানান, অন্য মহিলাদের সঙ্গে তুলনা করতেন স্বামী ৷ স্বামীর মন মতো হয়ে উঠতে না-পারায় কথা শোনাতেও ছাড়তেন না ৷ তা শোনার পরেই স্বামীর আবেদন নস্যাৎ করে দেয় আদালত ৷
আরও পড়ুন : পড়ে রইল স্বামী-সংসার, টোটোচালকদের সঙ্গে পালিয়ে গেলেন দুই গৃহবধূ !
এদিন বিচারপতি অনিল কে নরেন্দ্রন এবং সিএস সুধার বেঞ্চ বিবাহবিচ্ছেদ আইনের অধীনে দেওয়া স্বামীর মানসিক নিষ্ঠুরতার কারণে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে এটিকে সংশোধন করে । বেঞ্চ জানিয়েছে, "বিবাদী/স্বামীর ক্রমাগত কটূক্তি এবং প্রত্যাশা মতো স্ত্রী পাননি বলা, অন্যান্য মহিলাদের সঙ্গে স্ত্রী'কে তুলনা অবশ্যই মানসিক নিষ্ঠুরতা অত্যাচার ৷"