ETV Bharat / bharat

Fuel Price Hike : একধাক্কায় 266 টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি-র, বাড়তে পারে হোটেল-রেস্তরাঁয় খাওয়ার খরচও - Fuel Price Hike

দেশ জুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । কিন্তু হেঁশেলের খরচ চালানো দুঃসাধ্য হয়ে ওঠায়, পেট চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে ।

Commercial LPG price hiked by RS 266
একধাক্কায় 266 টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি-র
author img

By

Published : Nov 1, 2021, 2:03 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: ঘরে-বাইরে এ বার হাত পোড়ার অবস্থা । বাড়ির রান্নাঘরে যেমন ছ্যাঁকা লাগছে হাতে, তেমনই এ বার হোটেল রেস্তরাঁয় ব্যবহৃত গ্যাসের দামও কার্যত আকাশছোঁয়া হয়ে দাঁড়াল । সোমবার এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম 266 টাকা বাড়ানো হল । তাতে 19 কেজির এক একটি সিলিন্ডারের দাম বেড়ে হল 2 হাজার টাকা 50 পয়সা ।

আরও পড়ুন: Varun Gandhi: দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে ঘর ওয়াপসি বরুণের, তুঙ্গে জল্পনা

এর আগে, পুজোর সময় বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 43 টাকা দাম বাড়ানো হয় । সেই থেকে এত দিন 1 হাজার 734 টাকায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাস বিকোচ্ছিল । এ বার তা 2 হাজারের কোটা ছাড়িয়ে গেল । এর ফলে হোটেল-রেস্তঁরার হেঁশেলের খরচ যেমন বেড়ে গেল, ক্রেতাদের বিলেও তার প্রভাব পড়তে পারে ।

আরও পড়ুন: Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি

দেশ জুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । কিন্তু হেঁশেলের খরচ চালানো দুঃসাধ্য হয়ে ওঠায়, পেট চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে । বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি গার্হস্থ্য ব্যবহত রান্নার গ্যাসের দামও 15 টাকা বেড়েছে । এর ফসে রাজধানী দিল্লিতে ভর্তুকিহীন 14.5 কেজি সিলিন্ডারের দাম পড়ছে 899 টাকা 50 পয়সা । 5 কেজি সিলিন্ডারের দাম 502 টাকা পড়ছে ।

নয়াদিল্লি, 1 নভেম্বর: ঘরে-বাইরে এ বার হাত পোড়ার অবস্থা । বাড়ির রান্নাঘরে যেমন ছ্যাঁকা লাগছে হাতে, তেমনই এ বার হোটেল রেস্তরাঁয় ব্যবহৃত গ্যাসের দামও কার্যত আকাশছোঁয়া হয়ে দাঁড়াল । সোমবার এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম 266 টাকা বাড়ানো হল । তাতে 19 কেজির এক একটি সিলিন্ডারের দাম বেড়ে হল 2 হাজার টাকা 50 পয়সা ।

আরও পড়ুন: Varun Gandhi: দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে ঘর ওয়াপসি বরুণের, তুঙ্গে জল্পনা

এর আগে, পুজোর সময় বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 43 টাকা দাম বাড়ানো হয় । সেই থেকে এত দিন 1 হাজার 734 টাকায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাস বিকোচ্ছিল । এ বার তা 2 হাজারের কোটা ছাড়িয়ে গেল । এর ফলে হোটেল-রেস্তঁরার হেঁশেলের খরচ যেমন বেড়ে গেল, ক্রেতাদের বিলেও তার প্রভাব পড়তে পারে ।

আরও পড়ুন: Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি

দেশ জুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের । কিন্তু হেঁশেলের খরচ চালানো দুঃসাধ্য হয়ে ওঠায়, পেট চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে । বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি গার্হস্থ্য ব্যবহত রান্নার গ্যাসের দামও 15 টাকা বেড়েছে । এর ফসে রাজধানী দিল্লিতে ভর্তুকিহীন 14.5 কেজি সিলিন্ডারের দাম পড়ছে 899 টাকা 50 পয়সা । 5 কেজি সিলিন্ডারের দাম 502 টাকা পড়ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.