ETV Bharat / bharat

Gujarat Assembly Election: কেউ ল্যাম্বরগিনি, কারও প্রতিবাদ গরুর গাড়িতে; গুজরাতে রঙিন বিধানসভা নির্বাচন - ঘোড়ায় চড়ে

মোদির রাজ্যে বিধানসভা নির্বাচন 1 ডিসেম্বর ৷ ভোট প্রচারের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে ৷ প্রার্থীদের মনোনয়নপত্র পূরণ করতে যাওয়ার নানা রঙিন দৃশ্য ধরা পড়ল ৷ কেমন সেসব (Colours of Gujarat Assembly election 2022 Candidates) ?

Gujarat Assembly Election
ETV Bharat
author img

By

Published : Nov 17, 2022, 7:48 AM IST

আমেদাবাদ, 17 নভেম্বর: বিধানসভা নির্বাচনের এখনও সপ্তাহ দুয়েক বাকি ৷ রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ৷ এবার নির্বাচনে মনোনয়নপত্র আগাগোড়া নতুন করে পূরণ করতে হচ্ছে প্রার্থীদের ৷ 2022 ডিসেম্বরের আগে (Gujarat assembly elections 2022) মোদি রাজ্যে প্রস্তুতি তুঙ্গে ৷ বিজেপি, কংগ্রেস ছাড়াও রয়েছে আম আদমি পার্টি বা আপ ৷ সব মিলিয়ে রঙিন হয়ে উঠেছে গুজরাত বিধানসভা প্রাক-নির্বাচন পর্ব ৷ কেমন সে দৃশ্য ? রইল তার কয়েক ঝলক (Candidates submitting their nomination forms for Gujarat Assembly Election) ৷

ল্যাম্বরগিনিতে আসা প্রার্থী (Lamborghini car ride)

সবাইকে চমকে দিয়েছেন ধর্মেন্দ্র প্যাটেল ৷ আমেদাবাদে আমরাইওয়াড়ি (Amraiwadi) আসনে সব কংগ্রেস প্রার্থীদের ছাপিয়ে চোখ টেনেছেন তিনি ৷ কংগ্রেস প্রার্থী ধর্মেন্দ্র প্যাটেল ল্যাম্বরগিনিতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন ৷ মামলাতদার অফিসের (Mamlatdar) সামনে তাঁর গাড়িটি দাঁড় করান ৷ স্বাভাবিক যে, সেই গাড়ি দেখতে বহু মানুষ অফিসের সামনে ভিড় জমিয়েছিলেন ৷

ঘোড়ায় চড়ে (Horse riding)

সুরাটের ভারাচ্চা আসনটি (Varachha) পাতিদার সম্প্রদায়ের শক্তিগড় ৷ এখানে বিজেপি প্রার্থী কুমার কানানি (Kumar Kanani) তাঁর সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন ৷ কিন্তু একটু অন্যভাবে ৷ ঘোড়ায় চড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে করতে সংশ্লিষ্ট কার্যালয়ে হাজির হন কুমার ৷ তাঁকে দেখতে জমা হন পাতিদার সম্প্রদায়ের (Patidar) বহু মানুষ ৷ একসময় এই কেন্দ্রে পাসা বিক্ষোভ হয় ৷ তা সত্ত্বেও জিতেছিলেন কুমার ৷ আরও একবার টিকিট পেলেন তিনি ৷ তাই ঘোড়ায় সওয়ার হয়ে 'বিজেপি জিতবে' স্লোগান তুলে তাঁর আত্মবিশ্বাসের বার্তা দিলেন ৷

আরও পড়ুন: অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া

বলদ গাড়ি (Bullock cart ride)

ওয়াঘোদিয়া (Waghodia) আসনে কংগ্রেস প্রার্থী সত্যজিৎ সিং (Satyajit Singh) ৷ তিনি আবার একটি বলদের গাড়িতে চেপে আসেন ৷ তাতে পরপর তেলের ক্যান সাজানো ৷ মোদি সরকারের তেল দাম বাড়ানোর অভিনব প্রতিবাদ ৷

সাইকেল (Cycle riding)

আরেক কংগ্রেস প্রার্থী গিয়াসউদ্দিন শেখ (Gyasuddin Sheikh) ৷ তিনি আমেদাবাদের দারিয়াপুর (Dariyapur ) থেকে লড়ছেন ৷ সাইকেল চালিয়ে একেবারে সাদামাটা ভাবে এসে মনোনয়নপত্র জমা দিলেন ৷

উটের পিঠে (Camel ride)

কংগ্রেস প্রার্থী বিজয় ব্রহ্মভাট (Vijay Brahmabhat) কালেক্টরের অফিসে পৌঁছন উটের পিঠে ৷ তিনি আমেদাবাদের থাক্কারবাপানগর বিধানসভা কেন্দ্রের (Thakkarbapanagar assembly) প্রার্থী ৷ তিনিও বিজেপি-সরকারের জ্বালানির মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেন ৷ তাঁর উটে টানা গাড়ির পিছনে একটি রান্নার গ্যাসের বোতল ছিল ৷ এবার কংগ্রেস তাদের প্ল্যাটফর্মে মুদ্রাস্ফীতি নিয়ে জোরালো প্রচার চালাচ্ছে ৷

আরও পড়ুন: গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

আমেদাবাদ, 17 নভেম্বর: বিধানসভা নির্বাচনের এখনও সপ্তাহ দুয়েক বাকি ৷ রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ৷ এবার নির্বাচনে মনোনয়নপত্র আগাগোড়া নতুন করে পূরণ করতে হচ্ছে প্রার্থীদের ৷ 2022 ডিসেম্বরের আগে (Gujarat assembly elections 2022) মোদি রাজ্যে প্রস্তুতি তুঙ্গে ৷ বিজেপি, কংগ্রেস ছাড়াও রয়েছে আম আদমি পার্টি বা আপ ৷ সব মিলিয়ে রঙিন হয়ে উঠেছে গুজরাত বিধানসভা প্রাক-নির্বাচন পর্ব ৷ কেমন সে দৃশ্য ? রইল তার কয়েক ঝলক (Candidates submitting their nomination forms for Gujarat Assembly Election) ৷

ল্যাম্বরগিনিতে আসা প্রার্থী (Lamborghini car ride)

সবাইকে চমকে দিয়েছেন ধর্মেন্দ্র প্যাটেল ৷ আমেদাবাদে আমরাইওয়াড়ি (Amraiwadi) আসনে সব কংগ্রেস প্রার্থীদের ছাপিয়ে চোখ টেনেছেন তিনি ৷ কংগ্রেস প্রার্থী ধর্মেন্দ্র প্যাটেল ল্যাম্বরগিনিতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন ৷ মামলাতদার অফিসের (Mamlatdar) সামনে তাঁর গাড়িটি দাঁড় করান ৷ স্বাভাবিক যে, সেই গাড়ি দেখতে বহু মানুষ অফিসের সামনে ভিড় জমিয়েছিলেন ৷

ঘোড়ায় চড়ে (Horse riding)

সুরাটের ভারাচ্চা আসনটি (Varachha) পাতিদার সম্প্রদায়ের শক্তিগড় ৷ এখানে বিজেপি প্রার্থী কুমার কানানি (Kumar Kanani) তাঁর সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন ৷ কিন্তু একটু অন্যভাবে ৷ ঘোড়ায় চড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে করতে সংশ্লিষ্ট কার্যালয়ে হাজির হন কুমার ৷ তাঁকে দেখতে জমা হন পাতিদার সম্প্রদায়ের (Patidar) বহু মানুষ ৷ একসময় এই কেন্দ্রে পাসা বিক্ষোভ হয় ৷ তা সত্ত্বেও জিতেছিলেন কুমার ৷ আরও একবার টিকিট পেলেন তিনি ৷ তাই ঘোড়ায় সওয়ার হয়ে 'বিজেপি জিতবে' স্লোগান তুলে তাঁর আত্মবিশ্বাসের বার্তা দিলেন ৷

আরও পড়ুন: অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া

বলদ গাড়ি (Bullock cart ride)

ওয়াঘোদিয়া (Waghodia) আসনে কংগ্রেস প্রার্থী সত্যজিৎ সিং (Satyajit Singh) ৷ তিনি আবার একটি বলদের গাড়িতে চেপে আসেন ৷ তাতে পরপর তেলের ক্যান সাজানো ৷ মোদি সরকারের তেল দাম বাড়ানোর অভিনব প্রতিবাদ ৷

সাইকেল (Cycle riding)

আরেক কংগ্রেস প্রার্থী গিয়াসউদ্দিন শেখ (Gyasuddin Sheikh) ৷ তিনি আমেদাবাদের দারিয়াপুর (Dariyapur ) থেকে লড়ছেন ৷ সাইকেল চালিয়ে একেবারে সাদামাটা ভাবে এসে মনোনয়নপত্র জমা দিলেন ৷

উটের পিঠে (Camel ride)

কংগ্রেস প্রার্থী বিজয় ব্রহ্মভাট (Vijay Brahmabhat) কালেক্টরের অফিসে পৌঁছন উটের পিঠে ৷ তিনি আমেদাবাদের থাক্কারবাপানগর বিধানসভা কেন্দ্রের (Thakkarbapanagar assembly) প্রার্থী ৷ তিনিও বিজেপি-সরকারের জ্বালানির মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেন ৷ তাঁর উটে টানা গাড়ির পিছনে একটি রান্নার গ্যাসের বোতল ছিল ৷ এবার কংগ্রেস তাদের প্ল্যাটফর্মে মুদ্রাস্ফীতি নিয়ে জোরালো প্রচার চালাচ্ছে ৷

আরও পড়ুন: গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.