ETV Bharat / bharat

ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, বিমান ওঠা-নামায় বিলম্ব - শৈত্যপ্রবাহ

Flights Delayed in Delhi: বুধবারের পর বৃহস্পতিবারও ঘন কুয়াশায় ঢাকল দিল্লি ৷ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিলম্ব হল বিমান চলাচল ৷ দেরিতে ওঠা-নামা করছে 134টি উড়ান ৷

Cold wave in Delhi
ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি,
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 1:59 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: দিল্লিতে শৈত্যপ্রবাহ অব্যাহত ৷ ঘন কুয়াশার পুরু চাদরে বৃহস্পতিবার সকালে ঢাকল রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি ৷ কুয়াশার ফলে দিল্লিতে ক্রমাগত ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা । ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম অনুসারে, "দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় 134টি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় দেরি হচ্ছে ।" এফআইডিএস জানিয়েছে, বুধবার কুয়াশার কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক-সহ 100টিরও বেশি বিমানের ওঠা-নামায় বিলম্ব হয়েছিল । বুধবারও এই অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল । বৃহস্পতিবারও জনজীবনে আবহাওয়ার প্রভাব পড়েছে ৷

অন্যদিকে ভারতীয় রেল জানিয়েছে, কুয়াশার কারণে দিল্লির বিভিন্ন এলাকায় প্রায় 22টি ট্রেন দেরিতে চলছে । আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য ভারতের কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে । আইএমডির তরফে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশের জন্য ঘন কুয়াশা থাকার নির্দেশিকা জারি করেছে । সোশাল মিডিয়া এক্সে আবহাওয়া বিভাগ লিখেছে, "গাড়ি চালানোর সময় বা যেকোনও পরিবহনের মাধ্যমে বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকুন । গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার করুন । আপনার যাত্রার সময়সূচির জন্য এয়ারলাইনস, রেলওয়ে এবং রাষ্ট্রীয় পরিবহনের সঙ্গে যোগাযোগ করুন ৷"

গতকাল রাতে দিল্লি বিমানবন্দর এক্সে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করে বলেছে, "দিল্লি বিমানবন্দরে উড়ানের ওঠা-নামা চলতে থাকলেও যে ফ্লাইটগুলি ক্যাট III মেনে চলছে না সেগুলি প্রভাবিত হতে পারে ৷ যাত্রীদের আপডেট করা বিমানের তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ৷" উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত ৷ এর ফলে উত্তরপ্রদেশ বেশ কয়েকটি শহরের স্কুলগুলেতে ছুটি ঘোষণা করা হয়েছে । শৈত্যপ্রবাহের জেরে সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  2. শীতে বাড়ছে হার্ট-ব্রেন ইনজুরি, এক সপ্তাহে প্রাণ গিয়েছে 98 জনের
  3. দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় সতর্কতা জারি বিমানবন্দরে

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: দিল্লিতে শৈত্যপ্রবাহ অব্যাহত ৷ ঘন কুয়াশার পুরু চাদরে বৃহস্পতিবার সকালে ঢাকল রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি ৷ কুয়াশার ফলে দিল্লিতে ক্রমাগত ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা । ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম অনুসারে, "দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় 134টি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় দেরি হচ্ছে ।" এফআইডিএস জানিয়েছে, বুধবার কুয়াশার কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক-সহ 100টিরও বেশি বিমানের ওঠা-নামায় বিলম্ব হয়েছিল । বুধবারও এই অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল । বৃহস্পতিবারও জনজীবনে আবহাওয়ার প্রভাব পড়েছে ৷

অন্যদিকে ভারতীয় রেল জানিয়েছে, কুয়াশার কারণে দিল্লির বিভিন্ন এলাকায় প্রায় 22টি ট্রেন দেরিতে চলছে । আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য ভারতের কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে । আইএমডির তরফে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশের জন্য ঘন কুয়াশা থাকার নির্দেশিকা জারি করেছে । সোশাল মিডিয়া এক্সে আবহাওয়া বিভাগ লিখেছে, "গাড়ি চালানোর সময় বা যেকোনও পরিবহনের মাধ্যমে বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকুন । গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার করুন । আপনার যাত্রার সময়সূচির জন্য এয়ারলাইনস, রেলওয়ে এবং রাষ্ট্রীয় পরিবহনের সঙ্গে যোগাযোগ করুন ৷"

গতকাল রাতে দিল্লি বিমানবন্দর এক্সে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করে বলেছে, "দিল্লি বিমানবন্দরে উড়ানের ওঠা-নামা চলতে থাকলেও যে ফ্লাইটগুলি ক্যাট III মেনে চলছে না সেগুলি প্রভাবিত হতে পারে ৷ যাত্রীদের আপডেট করা বিমানের তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ৷" উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত ৷ এর ফলে উত্তরপ্রদেশ বেশ কয়েকটি শহরের স্কুলগুলেতে ছুটি ঘোষণা করা হয়েছে । শৈত্যপ্রবাহের জেরে সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  2. শীতে বাড়ছে হার্ট-ব্রেন ইনজুরি, এক সপ্তাহে প্রাণ গিয়েছে 98 জনের
  3. দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় সতর্কতা জারি বিমানবন্দরে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.