ETV Bharat / bharat

Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি (UP Assembly Poll Results 2022) ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পথে যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ জয়ের পর তিনি সাতটি রেকর্ড করলেন ৷ কী কী সেই রেকর্ড দেখে নিন এক নজরে...

cm yogi adityanth creates seven record after wining uttar pradesh assembly election 2022
Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ
author img

By

Published : Mar 10, 2022, 5:27 PM IST

Updated : Mar 10, 2022, 5:37 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ : উত্তরপ্রদেশে যোগী-রাজেই আস্থা রাখলেন ভোটাররা ৷ তাঁদের সমর্থনে ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি আসনে জিতে ফের উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে বিজেপি ৷ বলা বাহুল্য, দ্বিতীয়বার হিন্দি বলয়ের ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন গোরক্ষনাথ মঠের প্রধান মহন্ত যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷

কিন্তু এই সাফল্যের পথে তিনি এবং তাঁর দল বিজেপি অন্তত সাতটি রেকর্ড করে ফেললেন (CM Yogi Adityanth creates Seven Record after Wining Uttar Pradesh Assembly Election 2022) ৷ যার বেশিরভাগ আগে কখনও উত্তর প্রদেশ দেখেনি ৷

1. নয়ডায় পা রাখলেই হার নিশ্চিত

উত্তরপ্রদেশের দিল্লি লাগোয়া শিল্পশহর নয়ডায় পা রাখা নাকি অশুভ ! সেখানে গেলে মন্ত্রিত্ব তো যায়ই, উপোরন্তু হারও অবধারিত ৷ সেই মিথ ভাঙলেন যোগী আদিত্যনাথ ৷

2018 সালের 25 ডিসেম্বর নয়ডায় গিয়েছিলেন ৷ তার পরই বিরোধীরা প্রচার শুরু করে যে যোগী হয় পাঁচ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন না ৷ অথবা তাঁকে ভোটে পরাজয় স্বীকার করতে হবে ৷ কিন্তু তার কোনওটাই হল না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সেদিন যোগীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) ৷ তিনি অবশ্য মাস ছয়েক পরে ফের ভোটে জিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ৷

উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা নয়ডা নিয়ে দু’টি ঘটনার কথা উল্লেখ করেন ৷ 1988 সালে তৎকালীন বীর বাহাদুর সিং নয়ডায় গিয়েছিলেন ৷ সেই সফরের কয়েকদিনের মধ্যেই তাঁকে পদত্যাগ করতে হয় ৷ নারায়ণ দত্ত তিওয়ারির সঙ্গেও একই ঘটনা ঘটে ৷ তার পর থেকে কোনও মুখ্যমন্ত্রীই নয়ডায় যাননি ৷

উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

2. তৃতীয় পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আগে মাত্র দু‘জন মুখ্যমন্ত্রী টানা পাঁচবছর সরকার চালাতে পেরেছেন ৷ প্রথম জন বহুজন সমাজ পার্টির মায়াবতী (2007-2012) ৷ দ্বিতীয়জন অখিলেশ যাদব (2012-2017) ৷

3. পঞ্চম মুখ্যমন্ত্রী, যিনি পরপর দু’বার জিতলেন

70 বছরের ইতিহাসে উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী পঞ্চম মুখ্যমন্ত্রী যিনি পরপর দু’বার জিতলেন ৷ তাঁর আগে সম্পূর্ণানন্দ (1957), চন্দ্রভানু গুপ্তা (1962), হেমবতী নন্দন বহুগুণা (1974) ও নারায়ণ দত্ত তিওয়ারি (1985) ৷

4. গত 27 বছরে প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় ফিরলেন

1985 সালে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের নারায়ণ দত্ত তিওয়ারি ৷ কংগ্রেস জয়ী হয় ৷ নারায়ণ দত্ত তিওয়ারি মুখ্যমন্ত্রী হন ৷ তার পর থেকে কেউ পরপর দু‘বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাননি ৷

5. বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরলেন

বিজেপির চারজন এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ যোগী আদিত্যনাথের আগে কল্যাণ সিং, রামপ্রকাশ গুপ্তা ও রাজনাথ সিং মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ কিন্তু কেউই পরপর দু’বার মুখ্যমন্ত্রী হতে পারেননি ৷ যোগী আদিত্যনাথ এই তালিকায় প্রথম ৷

6. গত 15 বছরে প্রথম বিধায়ক মুখ্যমন্ত্রী

2007 সালে মায়াবতীর সময় থেকে উত্তর প্রদেশে যিনিই মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বিধান পরিষদের সদস্য হিসেবেই কাজ চালিয়েছেন ৷ 2007 সালে মায়াবতী ও তাঁর পর 2012 সালে অখিলেশ যাদব এবং 2017 সালে যোগী আদিত্যনাথ বিধান পরিষদের সদস্য ছিলেন ৷ এবার যোগী বিধানসভা ভোটে লড়াই করে জিতেছেন ৷ ফলে 15 বছর পর আবার বিধায়ক মুখ্যমন্ত্রী পেতে চলেছে যোগী আদিত্যনাথ ৷

7. প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পাঁচ বছর সরকারে থাকলেন, আবার ভোটে জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন

1952 সালের 20 মে উত্তরপ্রদেশ বিধানসভা তৈরি হয় ৷ তার পর থেকে 70 বছরে কোনও মুখ্যমন্ত্রী পাঁচ বছর সরকার চালানোর পর দ্বিতীয়বার জিতে ফিরে আসতে পারেননি ৷ যোগী আদিত্যনাথই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পাঁচ বছর উত্তরপ্রদেশ শাসন করার পরও দ্বিতীয়বার জিতে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড গড়তে চলেছেন ৷

নয়াদিল্লি, 10 মার্চ : উত্তরপ্রদেশে যোগী-রাজেই আস্থা রাখলেন ভোটাররা ৷ তাঁদের সমর্থনে ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি আসনে জিতে ফের উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে বিজেপি ৷ বলা বাহুল্য, দ্বিতীয়বার হিন্দি বলয়ের ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন গোরক্ষনাথ মঠের প্রধান মহন্ত যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷

কিন্তু এই সাফল্যের পথে তিনি এবং তাঁর দল বিজেপি অন্তত সাতটি রেকর্ড করে ফেললেন (CM Yogi Adityanth creates Seven Record after Wining Uttar Pradesh Assembly Election 2022) ৷ যার বেশিরভাগ আগে কখনও উত্তর প্রদেশ দেখেনি ৷

1. নয়ডায় পা রাখলেই হার নিশ্চিত

উত্তরপ্রদেশের দিল্লি লাগোয়া শিল্পশহর নয়ডায় পা রাখা নাকি অশুভ ! সেখানে গেলে মন্ত্রিত্ব তো যায়ই, উপোরন্তু হারও অবধারিত ৷ সেই মিথ ভাঙলেন যোগী আদিত্যনাথ ৷

2018 সালের 25 ডিসেম্বর নয়ডায় গিয়েছিলেন ৷ তার পরই বিরোধীরা প্রচার শুরু করে যে যোগী হয় পাঁচ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন না ৷ অথবা তাঁকে ভোটে পরাজয় স্বীকার করতে হবে ৷ কিন্তু তার কোনওটাই হল না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সেদিন যোগীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) ৷ তিনি অবশ্য মাস ছয়েক পরে ফের ভোটে জিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ৷

উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা নয়ডা নিয়ে দু’টি ঘটনার কথা উল্লেখ করেন ৷ 1988 সালে তৎকালীন বীর বাহাদুর সিং নয়ডায় গিয়েছিলেন ৷ সেই সফরের কয়েকদিনের মধ্যেই তাঁকে পদত্যাগ করতে হয় ৷ নারায়ণ দত্ত তিওয়ারির সঙ্গেও একই ঘটনা ঘটে ৷ তার পর থেকে কোনও মুখ্যমন্ত্রীই নয়ডায় যাননি ৷

উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

2. তৃতীয় পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আগে মাত্র দু‘জন মুখ্যমন্ত্রী টানা পাঁচবছর সরকার চালাতে পেরেছেন ৷ প্রথম জন বহুজন সমাজ পার্টির মায়াবতী (2007-2012) ৷ দ্বিতীয়জন অখিলেশ যাদব (2012-2017) ৷

3. পঞ্চম মুখ্যমন্ত্রী, যিনি পরপর দু’বার জিতলেন

70 বছরের ইতিহাসে উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী পঞ্চম মুখ্যমন্ত্রী যিনি পরপর দু’বার জিতলেন ৷ তাঁর আগে সম্পূর্ণানন্দ (1957), চন্দ্রভানু গুপ্তা (1962), হেমবতী নন্দন বহুগুণা (1974) ও নারায়ণ দত্ত তিওয়ারি (1985) ৷

4. গত 27 বছরে প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় ফিরলেন

1985 সালে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের নারায়ণ দত্ত তিওয়ারি ৷ কংগ্রেস জয়ী হয় ৷ নারায়ণ দত্ত তিওয়ারি মুখ্যমন্ত্রী হন ৷ তার পর থেকে কেউ পরপর দু‘বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাননি ৷

5. বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরলেন

বিজেপির চারজন এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ যোগী আদিত্যনাথের আগে কল্যাণ সিং, রামপ্রকাশ গুপ্তা ও রাজনাথ সিং মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ কিন্তু কেউই পরপর দু’বার মুখ্যমন্ত্রী হতে পারেননি ৷ যোগী আদিত্যনাথ এই তালিকায় প্রথম ৷

6. গত 15 বছরে প্রথম বিধায়ক মুখ্যমন্ত্রী

2007 সালে মায়াবতীর সময় থেকে উত্তর প্রদেশে যিনিই মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বিধান পরিষদের সদস্য হিসেবেই কাজ চালিয়েছেন ৷ 2007 সালে মায়াবতী ও তাঁর পর 2012 সালে অখিলেশ যাদব এবং 2017 সালে যোগী আদিত্যনাথ বিধান পরিষদের সদস্য ছিলেন ৷ এবার যোগী বিধানসভা ভোটে লড়াই করে জিতেছেন ৷ ফলে 15 বছর পর আবার বিধায়ক মুখ্যমন্ত্রী পেতে চলেছে যোগী আদিত্যনাথ ৷

7. প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পাঁচ বছর সরকারে থাকলেন, আবার ভোটে জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন

1952 সালের 20 মে উত্তরপ্রদেশ বিধানসভা তৈরি হয় ৷ তার পর থেকে 70 বছরে কোনও মুখ্যমন্ত্রী পাঁচ বছর সরকার চালানোর পর দ্বিতীয়বার জিতে ফিরে আসতে পারেননি ৷ যোগী আদিত্যনাথই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পাঁচ বছর উত্তরপ্রদেশ শাসন করার পরও দ্বিতীয়বার জিতে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড গড়তে চলেছেন ৷

Last Updated : Mar 10, 2022, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.