ETV Bharat / bharat

মোদি হটাও, দেশ বাঁচাও; 21 জুলাইয়ের মঞ্চে ডাক মমতার - দেশজুড়ে একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় মমতা

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় মমতা
একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় মমতা
author img

By

Published : Jul 21, 2021, 2:14 PM IST

Updated : Jul 21, 2021, 3:23 PM IST

15:10 July 21

15:02 July 21

করোনা পরিস্থিতিতে এবারে ভার্চুয়ালি পালিত হচ্ছে একুশে জুলাই ৷ শহর কলকাতা জুড়ে বসেছে বড় বড় জায়ান্ট স্ক্রিন ৷ রাজ্যজুড়েও ছবিটা একই ৷ বেশির ভাগ দলীয় কার্যলয়েই থাকছে এই ব্যবস্থা ৷ তবে চমক অন্য জায়গায় ৷ এবারের একুশে মমতার বক্তৃতা শুধু এরাজ্যেই নয়, দেখা এবং শোনা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে ৷ শুধু ত্রিপুরা, অসম, পঞ্জাব, উত্তরপ্রদেশ বা দিল্লি নয়, মোদির গুজরাতেও চলছে মমতার বক্তৃতা ৷

আগামী লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই সমস্ত বিরোধী দলকে জোট বাঁধার আহ্বান মমতার ৷

15:00 July 21

একুশের একুশে পা, কবিতা পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:58 July 21

আমি টর্নেডো, কবিতা পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:55 July 21

ভারতের থেকে পশ্চিমবঙ্গে দারিদ্রসীমার নিচের মানুষ কম ৷

14:54 July 21

পেগাসাস হটাও, দেশ বাঁচাও, ডাক মমতার

14:51 July 21

মোদি হাটাও, দেশ বাঁচাও, ডাক মমতার

14:44 July 21

দেশকে বাঁচান, সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

14:38 July 21

রবীন্দ্রনাথের নাম উত্তর প্রদেশের সিলেবাস থেকে বের করে দিয়েছে যোগী আদিত্যনাথ ৷

14:34 July 21

অ-বিজেপি ফ্রন্ট গঠনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

14:34 July 21

16 অগস্ট খেলা দিবস, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:29 July 21

কোভিড পরিস্থিতি নিয়ে মোদিকে আক্রমণ মমতার ৷ এল উত্তরপ্রদেশে করোনায় মৃত্যুর কথাও ৷

14:26 July 21

মুকুল রায়কে পাশে বসিয়ে বক্তব্য রাখছেন মমতা ৷

14:23 July 21

ধন্যবাদ জানালেন প্রশান্ত কিশোরকেও ৷ পাশাপাশি দলীয় নেতাদেরও ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো ৷ তারপরই সরাসরি তাঁর আক্রমণের ফলায় এল বিজেপি ৷ এল পেগাসাস প্রসঙ্গও ৷

14:17 July 21

ভার্চুয়াল সভায় বক্তৃতা রাখছেন মমতা ৷ দিল্লিতে ভার্চুয়ালি সভায় শরদ পাওয়ারকে ধন্যবাদজ্ঞাপন করে তাঁর বক্তৃতা শুরু করলেন  ৷

14:14 July 21

সভা শুরু হল সুব্রত বক্সির বক্তৃতা দিয়ে ৷ শেষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইক তুলে দেন ৷

13:56 July 21

শুরু হল একুশে জুলাইয়ের সভা ৷ আর একটু পরেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

15:10 July 21

15:02 July 21

করোনা পরিস্থিতিতে এবারে ভার্চুয়ালি পালিত হচ্ছে একুশে জুলাই ৷ শহর কলকাতা জুড়ে বসেছে বড় বড় জায়ান্ট স্ক্রিন ৷ রাজ্যজুড়েও ছবিটা একই ৷ বেশির ভাগ দলীয় কার্যলয়েই থাকছে এই ব্যবস্থা ৷ তবে চমক অন্য জায়গায় ৷ এবারের একুশে মমতার বক্তৃতা শুধু এরাজ্যেই নয়, দেখা এবং শোনা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে ৷ শুধু ত্রিপুরা, অসম, পঞ্জাব, উত্তরপ্রদেশ বা দিল্লি নয়, মোদির গুজরাতেও চলছে মমতার বক্তৃতা ৷

আগামী লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই সমস্ত বিরোধী দলকে জোট বাঁধার আহ্বান মমতার ৷

15:00 July 21

একুশের একুশে পা, কবিতা পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:58 July 21

আমি টর্নেডো, কবিতা পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:55 July 21

ভারতের থেকে পশ্চিমবঙ্গে দারিদ্রসীমার নিচের মানুষ কম ৷

14:54 July 21

পেগাসাস হটাও, দেশ বাঁচাও, ডাক মমতার

14:51 July 21

মোদি হাটাও, দেশ বাঁচাও, ডাক মমতার

14:44 July 21

দেশকে বাঁচান, সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

14:38 July 21

রবীন্দ্রনাথের নাম উত্তর প্রদেশের সিলেবাস থেকে বের করে দিয়েছে যোগী আদিত্যনাথ ৷

14:34 July 21

অ-বিজেপি ফ্রন্ট গঠনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

14:34 July 21

16 অগস্ট খেলা দিবস, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

14:29 July 21

কোভিড পরিস্থিতি নিয়ে মোদিকে আক্রমণ মমতার ৷ এল উত্তরপ্রদেশে করোনায় মৃত্যুর কথাও ৷

14:26 July 21

মুকুল রায়কে পাশে বসিয়ে বক্তব্য রাখছেন মমতা ৷

14:23 July 21

ধন্যবাদ জানালেন প্রশান্ত কিশোরকেও ৷ পাশাপাশি দলীয় নেতাদেরও ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো ৷ তারপরই সরাসরি তাঁর আক্রমণের ফলায় এল বিজেপি ৷ এল পেগাসাস প্রসঙ্গও ৷

14:17 July 21

ভার্চুয়াল সভায় বক্তৃতা রাখছেন মমতা ৷ দিল্লিতে ভার্চুয়ালি সভায় শরদ পাওয়ারকে ধন্যবাদজ্ঞাপন করে তাঁর বক্তৃতা শুরু করলেন  ৷

14:14 July 21

সভা শুরু হল সুব্রত বক্সির বক্তৃতা দিয়ে ৷ শেষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইক তুলে দেন ৷

13:56 July 21

শুরু হল একুশে জুলাইয়ের সভা ৷ আর একটু পরেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Jul 21, 2021, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.