ETV Bharat / bharat

Arvind Kejriwal on India Alliance: কংগ্রেসের সঙ্গে উত্তেজনা বাড়ছে আপের, কেজরিওয়ালের দাবি জোট অটুট থাকবে - দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

পঞ্জাবে কংগ্রেস বিধায়কের গ্রেফতারের পর, 'ইন্ডিয়া' জোট নিয়ে ফের একবার জল্পনা শুরু হয় ৷ আপ-কংগ্রেস সম্পর্কে যে সবকিছু ঠিকঠাক নেই, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে শুক্রবার আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য মুখ খুলেছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:03 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: পঞ্জাবে কংগ্রেস বিধায়কের গ্রেফতারের পর, 'ইন্ডিয়া' জোট নিয়ে ফের একবার জল্পনা শুরু হয় ৷ আপ-কংগ্রেস সম্পর্কে যে সবকিছু ঠিকঠাক নেই, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে শুক্রবার আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য মুখ খুলেছেন ৷ সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "আমরা ভারত জোটের প্রতি নিবেদিত। 'ইন্ডিয়া' জোট থেকে কোনও অবস্থাতেই আলাদা হব না।"

  • #WATCH आम आदमी पार्टी INDIA गठबंधन के प्रति समर्पित हैं। आम आदमी पार्टी किसी भी हालत में INDIA गठबंधन से अलग नहीं होगी... आम आदमी पार्टी सरकार नशे को खत्म करने के लिए प्रतिबद्ध है.. लेकिन मैं किसी विशेष केस या किसी व्यक्ति विशेष पर बात नहीं कर रहा क्योंकि मेरे पास जानकारी नहीं… pic.twitter.com/sfHSKb4yOh

    — ANI_HindiNews (@AHindinews) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "আমাদের একটাই অবস্থান, এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে এদেশের প্রতিটি মানুষ অনুভব করে যে তারাই দেশের প্রধানমন্ত্রী।" অন্যদিকে, নীতীশ কুমারের প্রধানমন্ত্রী মুখের বিষয়ে তিনি বলেন, "আম আদমি পার্টি সম্পূর্ণরূপে ইন্ডিয়া জোটে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু বিরোধী জোটে আসন ভাগাভাগির ফর্মুলা এখনও তৈরি হয়নি, তাই তিনি বলেছিলেন যে কিছুটা সময় লাগবে, তবে তাও হবে।"

পঞ্জাবে কংগ্রেস বিধায়কের গ্রেফতার এবং রাজ্যে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে লাগাতার উত্তেজনার খবরের প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, "গতকাল পঞ্জাব পুলিশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। আমাদের কাছে তার বিবরণ নেই। এটা পঞ্জাব পুলিশ বলবে। কিন্তু আমরা মাদকাসক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছি। কোনও ব্যক্তিকে নিয়ে মন্তব্য করব না ৷ তবে আমরা মাদকের অবসান ঘটাতে অঙ্গীকারবদ্ধ। এর বিরুদ্ধে লড়াইয়ে কাউকে রেয়াত করা হবে না। যদিও সে যত বড় বা ছোট মানুষই হন না কেন ৷"

আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল রেলের! বিজেপিকে আক্রমণ অভিষেকের

গত কয়েকদিন ধরে পঞ্জাবে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে সবকিছু স্বাভাবিক থাকছে না। কংগ্রেস নেতারা সেখানে বিবৃতি দিচ্ছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস 13টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা আম আদমি পার্টির সঙ্গে কোনও আসন ভাগাভাগি করতেও অস্বীকার করেছেন। যদিও আম আদমি পার্টি সেই সময়ও নীরব ছিল। এবার অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে নিজের মত প্রকাশ করেন। দিল্লিতেও আসন ভাগাভাগি নিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে অনেক অভ্যন্তরীণ আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও নেতা দায়িত্ব নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য দেননি।

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: পঞ্জাবে কংগ্রেস বিধায়কের গ্রেফতারের পর, 'ইন্ডিয়া' জোট নিয়ে ফের একবার জল্পনা শুরু হয় ৷ আপ-কংগ্রেস সম্পর্কে যে সবকিছু ঠিকঠাক নেই, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে শুক্রবার আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য মুখ খুলেছেন ৷ সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "আমরা ভারত জোটের প্রতি নিবেদিত। 'ইন্ডিয়া' জোট থেকে কোনও অবস্থাতেই আলাদা হব না।"

  • #WATCH आम आदमी पार्टी INDIA गठबंधन के प्रति समर्पित हैं। आम आदमी पार्टी किसी भी हालत में INDIA गठबंधन से अलग नहीं होगी... आम आदमी पार्टी सरकार नशे को खत्म करने के लिए प्रतिबद्ध है.. लेकिन मैं किसी विशेष केस या किसी व्यक्ति विशेष पर बात नहीं कर रहा क्योंकि मेरे पास जानकारी नहीं… pic.twitter.com/sfHSKb4yOh

    — ANI_HindiNews (@AHindinews) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "আমাদের একটাই অবস্থান, এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে এদেশের প্রতিটি মানুষ অনুভব করে যে তারাই দেশের প্রধানমন্ত্রী।" অন্যদিকে, নীতীশ কুমারের প্রধানমন্ত্রী মুখের বিষয়ে তিনি বলেন, "আম আদমি পার্টি সম্পূর্ণরূপে ইন্ডিয়া জোটে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু বিরোধী জোটে আসন ভাগাভাগির ফর্মুলা এখনও তৈরি হয়নি, তাই তিনি বলেছিলেন যে কিছুটা সময় লাগবে, তবে তাও হবে।"

পঞ্জাবে কংগ্রেস বিধায়কের গ্রেফতার এবং রাজ্যে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে লাগাতার উত্তেজনার খবরের প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, "গতকাল পঞ্জাব পুলিশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। আমাদের কাছে তার বিবরণ নেই। এটা পঞ্জাব পুলিশ বলবে। কিন্তু আমরা মাদকাসক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছি। কোনও ব্যক্তিকে নিয়ে মন্তব্য করব না ৷ তবে আমরা মাদকের অবসান ঘটাতে অঙ্গীকারবদ্ধ। এর বিরুদ্ধে লড়াইয়ে কাউকে রেয়াত করা হবে না। যদিও সে যত বড় বা ছোট মানুষই হন না কেন ৷"

আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল রেলের! বিজেপিকে আক্রমণ অভিষেকের

গত কয়েকদিন ধরে পঞ্জাবে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে সবকিছু স্বাভাবিক থাকছে না। কংগ্রেস নেতারা সেখানে বিবৃতি দিচ্ছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস 13টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা আম আদমি পার্টির সঙ্গে কোনও আসন ভাগাভাগি করতেও অস্বীকার করেছেন। যদিও আম আদমি পার্টি সেই সময়ও নীরব ছিল। এবার অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে নিজের মত প্রকাশ করেন। দিল্লিতেও আসন ভাগাভাগি নিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে অনেক অভ্যন্তরীণ আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও নেতা দায়িত্ব নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য দেননি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.