ETV Bharat / bharat

Stdent Stabbed in Delhi: সহপাঠীকে কুপিয়ে খুন, দু'পক্ষের ঝগড়ার বলি দ্বাদশের পড়ুয়া - Class 12 student stabbed to death

দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকায় সহপাঠীকে কুপিয়ে খুন করল বছর আঠারোর ছেলে ৷ নিহত এবং অভিযুক্ত দু'জনেই কালকাজি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে ৷ স্কুলের দু'পক্ষের মধ্যে গণ্ডগোলের পরিণামেই এই মৃত্যু বলে জানিয়েছে পুলিশ (Class 12 student stabbed to death) ৷

Etv Bharat
দুপক্ষের ঝগড়ার বলি দ্বাদশের পড়ুয়া
author img

By

Published : Jan 31, 2023, 6:40 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: কিশোর বয়সিদের অপরাধ প্রবণতা মাঝে মাঝেই শিরোনামে নিয়ে আসে নয়াদিল্লিকে ৷ ফের তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজধানী ৷ দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকায় সহপাঠীকে কুপিয়ে খুন করল বছর আঠারোর ছেলে ৷ নিহত এবং অভিযুক্ত দু'জনেই কালকাজি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে ৷ স্কুলের দু'পক্ষের মধ্যে গণ্ডগোলের পরিণামেই এই মৃত্যু বলে জানিয়েছে পুলিশ (Class 12 student stabbed to death in Delhi) ৷

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর 2টো নাগাদ স্কুল পার্শ্ববর্তী হংসরাজ শেঠি পার্কে (Hansraj Sethi Park) জমায়েত হয় দু'পক্ষ ৷ সেখানেই দু'পক্ষের মধ্যে বচসা বাধে ৷ কথা-কাটাকাটি চলাকালীন হঠাতই এক বন্ধু আরেক বন্ধুর বুকে ছুরি দিয়ে কোপাতে থাকে ৷ মারাত্মক জখম অবস্থায় দ্বাদশ শ্রেণির ছাত্রকে ভর্তি করানো হয় পূর্ণিমা শেঠি পার্কে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ হাসপাতালেই মৃত্যু হয় আক্রান্তের ৷

302 ধারায় খুনের মামলা রুজু হলেও এখনও অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ ৷ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের হদিশ পাওয়ার চেষ্টা চলছে ৷ সহপাঠীকে খুনের ঘটনা দিল্লি শহরে এই প্রথম নয় ৷ বরং সাম্প্রতিক অতীতে কিশোর বয়সের মধ্যে এই প্রবণতা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে ৷ গত বছর অক্টোবর মাসে উত্তর-পশ্চিম দিল্লিতে এমনই নৃশংস ঘটনার সাক্ষী হয় রাজধানী ৷ সেই ঘটনায় দশম শ্রেণির এক পড়ুয়াকে 7 জন কিশোর মিলে খুন করে ৷ তাদের মধ্যে তিনজন তাঁর সহপাঠী ৷

আরও পড়ুন: পরিবারের অমতে প্রেম, ডাক্তারি ছাত্রীকে খুন করলেন আপনজনেরা !

এর আগে গত মার্চে দ্বারকায় অক্ষয় পাবলিক স্কুলের দু'পক্ষের ছাত্রদের মধ্যে বচসায় প্রাণ যায় এক পড়ুয়ার ৷ তাঁকে গুলি করে হত্যা করে এক সহপাঠী ৷ সমীক্ষা অনুযায়ী 2021 থেকে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 2643 জন কিশোর অপরাধের জেরে আইনের আওতায় এসেছে ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি: কিশোর বয়সিদের অপরাধ প্রবণতা মাঝে মাঝেই শিরোনামে নিয়ে আসে নয়াদিল্লিকে ৷ ফের তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজধানী ৷ দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকায় সহপাঠীকে কুপিয়ে খুন করল বছর আঠারোর ছেলে ৷ নিহত এবং অভিযুক্ত দু'জনেই কালকাজি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে ৷ স্কুলের দু'পক্ষের মধ্যে গণ্ডগোলের পরিণামেই এই মৃত্যু বলে জানিয়েছে পুলিশ (Class 12 student stabbed to death in Delhi) ৷

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর 2টো নাগাদ স্কুল পার্শ্ববর্তী হংসরাজ শেঠি পার্কে (Hansraj Sethi Park) জমায়েত হয় দু'পক্ষ ৷ সেখানেই দু'পক্ষের মধ্যে বচসা বাধে ৷ কথা-কাটাকাটি চলাকালীন হঠাতই এক বন্ধু আরেক বন্ধুর বুকে ছুরি দিয়ে কোপাতে থাকে ৷ মারাত্মক জখম অবস্থায় দ্বাদশ শ্রেণির ছাত্রকে ভর্তি করানো হয় পূর্ণিমা শেঠি পার্কে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ হাসপাতালেই মৃত্যু হয় আক্রান্তের ৷

302 ধারায় খুনের মামলা রুজু হলেও এখনও অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ ৷ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের হদিশ পাওয়ার চেষ্টা চলছে ৷ সহপাঠীকে খুনের ঘটনা দিল্লি শহরে এই প্রথম নয় ৷ বরং সাম্প্রতিক অতীতে কিশোর বয়সের মধ্যে এই প্রবণতা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে ৷ গত বছর অক্টোবর মাসে উত্তর-পশ্চিম দিল্লিতে এমনই নৃশংস ঘটনার সাক্ষী হয় রাজধানী ৷ সেই ঘটনায় দশম শ্রেণির এক পড়ুয়াকে 7 জন কিশোর মিলে খুন করে ৷ তাদের মধ্যে তিনজন তাঁর সহপাঠী ৷

আরও পড়ুন: পরিবারের অমতে প্রেম, ডাক্তারি ছাত্রীকে খুন করলেন আপনজনেরা !

এর আগে গত মার্চে দ্বারকায় অক্ষয় পাবলিক স্কুলের দু'পক্ষের ছাত্রদের মধ্যে বচসায় প্রাণ যায় এক পড়ুয়ার ৷ তাঁকে গুলি করে হত্যা করে এক সহপাঠী ৷ সমীক্ষা অনুযায়ী 2021 থেকে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 2643 জন কিশোর অপরাধের জেরে আইনের আওতায় এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.