ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 23 অক্টোবর : বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি ৷ এমনই মনে করেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice of India N V Ramana) ৷ শনিবার মহারাষ্ট্রে বম্বে হাইকোর্টের (Bombay High Court) ঔরঙ্গাবাদ বেঞ্চের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার বক্তব্য, ‘‘আদালত যেকোনও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি ৷ সাংবিধানিক অধিকার থেকে বিচার পুরোটাই আদালত সুনিশ্চিত করে ৷’’
আরও পড়ুন : ISKCON Protest : বাংলাদেশে হিংসার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে কীর্তন ইসকনের
সেই কারণে সারা দেশে আদালতের পরিকাঠামো যথাযথ হওয়া উচিত বলে তিনি মনে করেন ৷ তাই তিনি চান দেশে একটা ন্যাশনাল জুডিসিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি (National Judicial Infrastructural Authority) তৈরি হোক ৷ যেখানে বিচারব্যবস্থার হাতেই পরিকাঠামো তৈরির জন্য আর্থিক স্বাধীনতা থাকবে ৷
ইতিমধ্যে তিনি এই ধরনের একটি অথরিটি তৈরির প্রস্তাব পাঠিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর (Union Minister of Law and Justice Kiren Rijiju) কাছে ৷ তিনি চান সংসদের পরবর্তী অধিবেশনেই এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক ৷
আরও পড়ুন : Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক
তবে এই প্রথম নয় ৷ এর আগেই বিচারবিভাগের পরিকাঠামোর সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন দেশের প্রধান বিচারপতি ৷ এই সমস্যা দ্রুত সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন ৷ এদিনও আবার সেই প্রসঙ্গ তোলেন তিনি ৷ জানান যে ভারতের বিচারব্যবস্থার পরিকাঠামো খুব অপরিকল্পিত ভাবে কাজ করছে ৷
অন্যদিকে আইনমন্ত্রী কিরেণ রিজিজু জানান, গণতন্ত্রকে সফল রাখতে শক্তশালী বিচারব্যবস্থার প্রয়োজন ৷ তাই কেন্দ্রের মোদি সরকার বিচার বিভাগের পরিকাঠামো উন্নতির জন্য একাধিক পদক্ষেপ করেছে ৷
আরও পড়ুন : Covid Vaccination : করোনার টিকাকরণের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদি, অভিযোগ অধীরের