ETV Bharat / bharat

CJI N V Ramana: মাতৃভূমি, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন, বার্তা প্রধান বিচারপতি এন ভি রামানার - ডাঃ রামিনেনি ফাউন্ডেশেন ইউএসএ

দেশে উৎপাদিত ভ্যাকসিন একের পর এক নতুন ভ্যারিয়্যান্টদের রুখতে সফল হয়েছে ৷ তাও বিদেশি সংস্থাগুলি ভারতীয় ভ্যাকসিনের বিপরীতে কাজ শুরু করেছে ৷ নিজের দেশকে ভালোবাসতে হবে, জানালেন দেশের প্রধান বিচারপতি (CJI N V Ramana stresses on respecting Matrbhoomi, Matribhasha, Matridesham) ৷

CJI N V Ramana
প্রধান বিচারপতি এন ভি রামানা
author img

By

Published : Dec 24, 2021, 7:31 AM IST

হায়দরাবাদ, 24 ডিসেম্বর : "মাতৃভূমি, মাতৃভাষা এবং মাতৃদেশম", এই তিনটি বিষয়ে শ্রদ্ধা বজায় রাখার উপর জোর দিলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India, N V Ramana) ৷ হায়দরাবাদে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত সকলকে এই বার্তা দেন তিনি (CJI N V Ramana stresses on respecting Matrbhoomi, Matribhasha, Matridesham) ৷

প্রধান বিচারপতি বলেন, "অনেক কোভিড-19 ভ্যারিয়্যান্ট এসেছে ৷ আর তাদের বিরুদ্ধে লড়তে দেশে প্রস্তুত ভ্যাকসিন ভালোভাবেই কাজ করেছে ৷ কিন্তু বেশ কিছু কোম্পানি ভারতীয় ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ শুরু করেছে ৷ তা সত্ত্বেও ভারতের তৈরি কোভিড-19 ভ্যাকসিন সাফল্য পেয়েছে ৷ আমাদের এভাবেই নিজেদের মাতৃভূমি, মাতৃভাষা এবং মাতৃদেশমকে শ্রদ্ধা করা উচিত আমাদের ৷ ভালোবাসা উচিত ৷"

আরও পড়ুন : CJI at Constitution Day Celebration : সংবিধান দিবসে বিচারব্যবস্থাকে রক্ষার আবেদন প্রধান বিচারপতির

বৃহস্পতিবার হায়দরাবাদে ডাঃ রামিনেনি ফাউন্ডেশেন ইউএসএ-র (Dr Ramineni Foundation USA) তরফে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ৷ এদিন এনভি রামানা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের (Bharat Biotech) এমডি কৃষ্ণা এলার (MD Krishna Ella) হাতে 'ডাঃ রামিনেনি ফাউন্ডেশন' (Dr Ramineni Foundation award) পুরস্কার তুলে দেন ৷ এছাড়া আরও অনেকে তাঁদের নিজের নিজের কাজের জন্য পুরস্কৃত হয়েছেন ৷

এই সংস্থা আমেরিকায় ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানান প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "ভারত বায়োটেক একটি উদ্ভাবনী সংস্থা ৷ বিশ্বে প্রযুক্তির দুনিয়ায় আমরাই নেতৃত্ব দিচ্ছি ৷ এই সব অনুপ্রেরণাদায়ক ব্যক্তিরা সমাজের জন্য যা করেছেন, তাতে তাঁদের সম্মানিত করতে পেরে আমি খুব আনন্দিত ৷"

এই সংস্থার তরফে অভিনেতা এবং সমাজকর্মী সোনু সুদকেও (Sonu Sood) 'প্রত্যেকা পুরস্কারম 2020'-এ (Pratyeka Puraskaaram, 2020) পুরস্কৃত করা হয় ৷

হায়দরাবাদ, 24 ডিসেম্বর : "মাতৃভূমি, মাতৃভাষা এবং মাতৃদেশম", এই তিনটি বিষয়ে শ্রদ্ধা বজায় রাখার উপর জোর দিলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India, N V Ramana) ৷ হায়দরাবাদে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত সকলকে এই বার্তা দেন তিনি (CJI N V Ramana stresses on respecting Matrbhoomi, Matribhasha, Matridesham) ৷

প্রধান বিচারপতি বলেন, "অনেক কোভিড-19 ভ্যারিয়্যান্ট এসেছে ৷ আর তাদের বিরুদ্ধে লড়তে দেশে প্রস্তুত ভ্যাকসিন ভালোভাবেই কাজ করেছে ৷ কিন্তু বেশ কিছু কোম্পানি ভারতীয় ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ শুরু করেছে ৷ তা সত্ত্বেও ভারতের তৈরি কোভিড-19 ভ্যাকসিন সাফল্য পেয়েছে ৷ আমাদের এভাবেই নিজেদের মাতৃভূমি, মাতৃভাষা এবং মাতৃদেশমকে শ্রদ্ধা করা উচিত আমাদের ৷ ভালোবাসা উচিত ৷"

আরও পড়ুন : CJI at Constitution Day Celebration : সংবিধান দিবসে বিচারব্যবস্থাকে রক্ষার আবেদন প্রধান বিচারপতির

বৃহস্পতিবার হায়দরাবাদে ডাঃ রামিনেনি ফাউন্ডেশেন ইউএসএ-র (Dr Ramineni Foundation USA) তরফে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ৷ এদিন এনভি রামানা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের (Bharat Biotech) এমডি কৃষ্ণা এলার (MD Krishna Ella) হাতে 'ডাঃ রামিনেনি ফাউন্ডেশন' (Dr Ramineni Foundation award) পুরস্কার তুলে দেন ৷ এছাড়া আরও অনেকে তাঁদের নিজের নিজের কাজের জন্য পুরস্কৃত হয়েছেন ৷

এই সংস্থা আমেরিকায় ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানান প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "ভারত বায়োটেক একটি উদ্ভাবনী সংস্থা ৷ বিশ্বে প্রযুক্তির দুনিয়ায় আমরাই নেতৃত্ব দিচ্ছি ৷ এই সব অনুপ্রেরণাদায়ক ব্যক্তিরা সমাজের জন্য যা করেছেন, তাতে তাঁদের সম্মানিত করতে পেরে আমি খুব আনন্দিত ৷"

এই সংস্থার তরফে অভিনেতা এবং সমাজকর্মী সোনু সুদকেও (Sonu Sood) 'প্রত্যেকা পুরস্কারম 2020'-এ (Pratyeka Puraskaaram, 2020) পুরস্কৃত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.