ETV Bharat / bharat

Jyotiraditya Scindia: যাত্রী হেনস্থার অভিযোগ, আচমকা দিল্লি বিমানবন্দর পরিদর্শনে জ্যোতিরাদিত্য - নিরাপত্তার নামে যাত্রীদের হেনস্থা

দিল্লি বিমানবন্দরে নিরাপত্তার নামে যাত্রী হেনস্থার অভিযোগ উঠছিল কয়েকদিন ধরে ৷ তার জেরে এদিন সকালে বিমানবন্দরের টার্মিনাল 3-এ আচমকা পরিদর্শনে গেলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia Surprise Visit at Delhi Airport) ৷

Civil Aviation Minister Jyotiraditya Scindia Surprise Visit at Delhi Airport Amid Complaints
Civil Aviation Minister Jyotiraditya Scindia Surprise Visit at Delhi Airport Amid Complaints
author img

By

Published : Dec 12, 2022, 1:03 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: নিরাপত্তার নামে যাত্রীদের হেনস্থা করা হচ্ছে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে ৷ এমনই অভিযোগ করেছিলেন এক যাত্রী ৷ সেই অভিযোগে ভিত্তিতে সোমবার সকালে হঠাৎ বিমানবন্দরে উপস্থিত হলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia Surprise Visit at Delhi Airport) ৷ আর মন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে কার্যত হতবাক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য যাত্রীরা ৷

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল অর্থাৎ, আন্তর্জাতিক বিমানের যাত্রীরা যেখান দিয়ে যাওয়া আসা করেন, সেখান হেনস্থার অভিযোগ উঠছিল ৷ বহু যাত্রী অসামরিক বিমান মন্ত্রককে উল্লেখ করে অভিযোগ করছিলেন, নিরাপত্তার নামে তাঁদের হেনস্থা করা হচ্ছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সিকিউরিটি চেকিংয়ের নামে অযথা জটিলতা তৈরি করছেন ৷ এমনকী যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগও করেছেন অনেকে ৷

একাধিক অভিযোগের পর সোমবার সকালে মন্ত্রকের কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে উপস্থিত হন ৷ সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ৷ স্পষ্ট নির্দেশ দেন, সুরক্ষা নিয়ে আপস না করলেও, যাত্রীদের অযথা হেনস্থা করা যাবে না ৷ নিরাপত্তার কারণে যাত্রীরা যাতে, সমস্যায় না পড়েন তা সুনিশ্চিত করতে বলেছেন মন্ত্রী ৷

আরও পড়ুন: মোদির মোরবি সফর নিয়ে টুইট, সাতেকের বিরুদ্ধে এবার মানহানির মামলা

প্রসঙ্গত, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 3টি টার্মিনাল রয়েছে ৷ যেখানে মূলত 1 ও 2 নম্বর টার্মিনাল দিয়ে আন্তঃরাজ্য বিমানগুলি ওঠা নামা করে ৷ কিন্তু, কয়েকদিন ধরে টার্মিনাল 3 দিয়েও আন্তর্জাতিকের পাশাপাশি আন্তঃরাজ্য বিমান পরিষেবা দেওয়া হচ্ছে ৷ ফলে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে আধিকারিকদের তরফে ৷

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: নিরাপত্তার নামে যাত্রীদের হেনস্থা করা হচ্ছে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে ৷ এমনই অভিযোগ করেছিলেন এক যাত্রী ৷ সেই অভিযোগে ভিত্তিতে সোমবার সকালে হঠাৎ বিমানবন্দরে উপস্থিত হলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia Surprise Visit at Delhi Airport) ৷ আর মন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে কার্যত হতবাক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য যাত্রীরা ৷

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল অর্থাৎ, আন্তর্জাতিক বিমানের যাত্রীরা যেখান দিয়ে যাওয়া আসা করেন, সেখান হেনস্থার অভিযোগ উঠছিল ৷ বহু যাত্রী অসামরিক বিমান মন্ত্রককে উল্লেখ করে অভিযোগ করছিলেন, নিরাপত্তার নামে তাঁদের হেনস্থা করা হচ্ছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সিকিউরিটি চেকিংয়ের নামে অযথা জটিলতা তৈরি করছেন ৷ এমনকী যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগও করেছেন অনেকে ৷

একাধিক অভিযোগের পর সোমবার সকালে মন্ত্রকের কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লি বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে উপস্থিত হন ৷ সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ৷ স্পষ্ট নির্দেশ দেন, সুরক্ষা নিয়ে আপস না করলেও, যাত্রীদের অযথা হেনস্থা করা যাবে না ৷ নিরাপত্তার কারণে যাত্রীরা যাতে, সমস্যায় না পড়েন তা সুনিশ্চিত করতে বলেছেন মন্ত্রী ৷

আরও পড়ুন: মোদির মোরবি সফর নিয়ে টুইট, সাতেকের বিরুদ্ধে এবার মানহানির মামলা

প্রসঙ্গত, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 3টি টার্মিনাল রয়েছে ৷ যেখানে মূলত 1 ও 2 নম্বর টার্মিনাল দিয়ে আন্তঃরাজ্য বিমানগুলি ওঠা নামা করে ৷ কিন্তু, কয়েকদিন ধরে টার্মিনাল 3 দিয়েও আন্তর্জাতিকের পাশাপাশি আন্তঃরাজ্য বিমান পরিষেবা দেওয়া হচ্ছে ৷ ফলে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে আধিকারিকদের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.