ETV Bharat / bharat

CISCE Postpones Exam: দশম ও দ্বাদশের ফার্স্ট টার্ম পরীক্ষা স্থগিত রাখল সিআইএসসিই

author img

By

Published : Oct 20, 2021, 7:43 AM IST

দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির প্রথম সেমেস্টার পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (Council for Indian School Certificate Examination)৷

cisce-board-postpones-first-term-exam-for-classes-1012
শম ও দ্বাদশের ফার্স্ট টার্ম পরীক্ষা স্থগিত রাখল সিআইএসসিই

নয়াদিল্লি, 20 অক্টোবর: দশম শ্রেণির আইসিএসই (ICSE) ও দ্বাদশ শ্রেণির আইএসসি (ISC)-র প্রথম সেমেস্টারের পরীক্ষা (First Semester Examination) স্থগিত করে দিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (Council for Indian School Certificate Examination)৷ মঙ্গলবার রাতে আচমকাই এই সিদ্ধান্তের কথা জানায় সিআইএসসিই (CISCE) বোর্ড ৷

বোর্ডের চিফ এক্সিকিউটিভ তথা সেক্রেটারি গেরি আরাথুন এ বিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, "কারণ নিয়ন্ত্রণের বাইরে থাকায়, 2021-2022 সালের দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই ৷ সব স্টেকহোল্ডারকে এই সিদ্ধান্তের কথা দ্রুত অবগত করানোর জন্য আবেদন জানানো হচ্ছে ৷"

আরও পড়ুন: Covid19 : বাড়ছে করোনাগ্রাফ, জেলাশাসকদের টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ নবান্নের

'কারণ নিয়ন্ত্রণের বাইরে' বলতে সিআইএসসিই বোর্ড করোনা অতিমারির কথাই বোঝাতে চেয়েছে বলে মনে করা হচ্ছে ৷ বোর্ডের দশম ও দ্বাদশ - এই দুই শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 15 নভেম্বর থেকে ৷ পরীক্ষা হওয়ার কথা ছিল 15 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত । ঠিক ছিল, কোনও পরীক্ষা হবে 1 ঘণ্টার, আবার কোনওটা হবে দেড় ঘণ্টার । আইএসসি পরীক্ষা 16 ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল । তবে পরীক্ষা এখন স্থগিত থাকছে ৷ পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিছু জানায়নি সিআইএসসিই বোর্ড ৷

আরও পড়ুন: Corona in Bengal : সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

নয়াদিল্লি, 20 অক্টোবর: দশম শ্রেণির আইসিএসই (ICSE) ও দ্বাদশ শ্রেণির আইএসসি (ISC)-র প্রথম সেমেস্টারের পরীক্ষা (First Semester Examination) স্থগিত করে দিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (Council for Indian School Certificate Examination)৷ মঙ্গলবার রাতে আচমকাই এই সিদ্ধান্তের কথা জানায় সিআইএসসিই (CISCE) বোর্ড ৷

বোর্ডের চিফ এক্সিকিউটিভ তথা সেক্রেটারি গেরি আরাথুন এ বিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, "কারণ নিয়ন্ত্রণের বাইরে থাকায়, 2021-2022 সালের দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই ৷ সব স্টেকহোল্ডারকে এই সিদ্ধান্তের কথা দ্রুত অবগত করানোর জন্য আবেদন জানানো হচ্ছে ৷"

আরও পড়ুন: Covid19 : বাড়ছে করোনাগ্রাফ, জেলাশাসকদের টেস্টের সংখ্যা বাড়ানোর নির্দেশ নবান্নের

'কারণ নিয়ন্ত্রণের বাইরে' বলতে সিআইএসসিই বোর্ড করোনা অতিমারির কথাই বোঝাতে চেয়েছে বলে মনে করা হচ্ছে ৷ বোর্ডের দশম ও দ্বাদশ - এই দুই শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 15 নভেম্বর থেকে ৷ পরীক্ষা হওয়ার কথা ছিল 15 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত । ঠিক ছিল, কোনও পরীক্ষা হবে 1 ঘণ্টার, আবার কোনওটা হবে দেড় ঘণ্টার । আইএসসি পরীক্ষা 16 ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল । তবে পরীক্ষা এখন স্থগিত থাকছে ৷ পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিছু জানায়নি সিআইএসসিই বোর্ড ৷

আরও পড়ুন: Corona in Bengal : সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.