ETV Bharat / bharat

কোভিড প্রতিরোধে আসছে নতুন অ্য়ান্টিবডি ইনজেকশন, দাম 59 হাজার 750 টাকা - সিপলা

করোনা ঠেকাতে বাজারে আসছে নয়া ওষুধ (অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন) ৷ রশে ইন্ডিয়ার এই ওষুধ বাজারজাত করবে সিপলা প্য়ান-ইন্ডিয়া ৷ খোলা বাজারে ওষুধের এক-একটি ডোজের দাম পড়বে 59 হাজার 750 টাকা ৷

Cipla to sell Roches antibody Covid drug at Rs 59,750 per dose
কোভিড প্রতিরোধে আসছে নতুন অ্য়ান্টিবডি ইনজেকশন, দাম 59 হাজার 750 টাকা
author img

By

Published : May 24, 2021, 4:19 PM IST

মুম্বই, 24 মে : করোনা প্রতিরোধে প্রথম দফার ওষুধ (অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন) বাজারজাত করার কথা ঘোষণা করল রশে ইন্ডিয়া ৷ সোমবার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ ওষুধটি বাজারে আনার দায়িত্ব দেওয়া হয়েছে সিপলা প্য়ান-ইন্ডিয়াকে ৷

সূত্রের খবর, এই ওষুধের দ্বিতীয় কনসাইনমেন্ট বাজারে আসবে আগামী জুন মাসের মাঝামাঝি ৷ এই দু’দফায় যে ওষুধ বাজারে আসবে, তাতে অন্তত 2 লাখ রোগী উপকৃত হবেন বলে আশা কর্তৃপক্ষের ৷ তাদের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ভারতে দু’দফায় সব মিলিয়ে 1 লাখ ওষুধের প্য়াকেট বাজারজাত করা হবে ৷ প্রত্য়েকটি প্য়াকেট দু’জন রোগীর চিকিৎসায় ব্য়বহার করা যাবে ৷

খোলা বাজারে ওষুধের এক-একটি ডোজের দাম পড়বে 59 হাজার 750 টাকা ৷ আর এক প্য়াকেট ওষুধের (দু’জনের জন্য একটা করে মোট দু’টো ডোজ) দাম পড়বে 1 লাখ 19 হাজার 500 টাকা ৷ প্রত্যেকটি ডোজের পরিমাণ 1200 মিলিগ্রাম ৷ এর মধ্যে 600 মিলিগ্রাম করে থাকছে ক্য়াসিরিভিম্যাব এবং বাকি 600 মিলিগ্রাম হল ইনডেভিম্যাব ৷

আরও পড়ুন : ডায়াবেটিস এবং কোভিডের দ্বিতীয় ঢেউ

সূত্রের খবর, ক্য়াসিরিভিম্যাব এবং ইনডেভিম্যাব, এই দু’টোই মনোক্লোনাল অ্য়ান্টিবডি ৷ যা মূলত সার্স-কোভ-2 ভাইরাসের মোকাবিলা করার জন্য গড়ে তোলা হয়েছে ৷ যে ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার কারণ ৷ তাই এই ওষুধের ব্য়বহারে ভয়ঙ্কর ভাইরাসকে ঠেকানো সম্ভব হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা ৷

মুম্বই, 24 মে : করোনা প্রতিরোধে প্রথম দফার ওষুধ (অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন) বাজারজাত করার কথা ঘোষণা করল রশে ইন্ডিয়া ৷ সোমবার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ ওষুধটি বাজারে আনার দায়িত্ব দেওয়া হয়েছে সিপলা প্য়ান-ইন্ডিয়াকে ৷

সূত্রের খবর, এই ওষুধের দ্বিতীয় কনসাইনমেন্ট বাজারে আসবে আগামী জুন মাসের মাঝামাঝি ৷ এই দু’দফায় যে ওষুধ বাজারে আসবে, তাতে অন্তত 2 লাখ রোগী উপকৃত হবেন বলে আশা কর্তৃপক্ষের ৷ তাদের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ভারতে দু’দফায় সব মিলিয়ে 1 লাখ ওষুধের প্য়াকেট বাজারজাত করা হবে ৷ প্রত্য়েকটি প্য়াকেট দু’জন রোগীর চিকিৎসায় ব্য়বহার করা যাবে ৷

খোলা বাজারে ওষুধের এক-একটি ডোজের দাম পড়বে 59 হাজার 750 টাকা ৷ আর এক প্য়াকেট ওষুধের (দু’জনের জন্য একটা করে মোট দু’টো ডোজ) দাম পড়বে 1 লাখ 19 হাজার 500 টাকা ৷ প্রত্যেকটি ডোজের পরিমাণ 1200 মিলিগ্রাম ৷ এর মধ্যে 600 মিলিগ্রাম করে থাকছে ক্য়াসিরিভিম্যাব এবং বাকি 600 মিলিগ্রাম হল ইনডেভিম্যাব ৷

আরও পড়ুন : ডায়াবেটিস এবং কোভিডের দ্বিতীয় ঢেউ

সূত্রের খবর, ক্য়াসিরিভিম্যাব এবং ইনডেভিম্যাব, এই দু’টোই মনোক্লোনাল অ্য়ান্টিবডি ৷ যা মূলত সার্স-কোভ-2 ভাইরাসের মোকাবিলা করার জন্য গড়ে তোলা হয়েছে ৷ যে ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার কারণ ৷ তাই এই ওষুধের ব্য়বহারে ভয়ঙ্কর ভাইরাসকে ঠেকানো সম্ভব হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.