নবসারি (গুজরাত), 18 এপ্রিল: খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে পুনরায় ধর্মান্তরিত হল 170টিরও বেশি পরিবার । গুজরাতের নবসারির ভাঁসদা তালুকের কাভদেজ গ্রামে অগ্নিবীর হিন্দু সংগঠন আয়োজিত 'শুদ্ধিকরণ মহাযজ্ঞ'-এ প্রায় 170টি পরিবার খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে ফিরল । এই অনুষ্ঠানে স্বামীনারায়ণ সম্প্রদায়ের সাধুরাও উপস্থিত ছিলেন । এ পর্যন্ত 9 হাজারেরও বেশি পরিবার হিন্দু ধর্মে ফিরেছে ।
সূত্রের তরফে জানা গিয়েছে, গুজরাতে ব্যাপক হারে ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে । উপজাতীয় এলাকায় প্রচুর ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে । আদিবাসী সমাজে অগ্নিবীর হিন্দু সংগঠনের পক্ষ থেকে মানুষকে জাগ্রত করে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হচ্ছে । বাঁশদা তালুকে অবস্থিত মন্দিরের প্রাঙ্গণে অগ্নিবীর হিন্দু সংগঠন কর্তৃক শুদ্ধিকরণ মহাযজ্ঞের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
সেখানে জেলার প্রায় 170টি পরিবার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে এসেছে । অতীতে তারা বিশ্বাস পরিবর্তনের কারণে ধর্মান্তরিত হয়েছিল । পরিবারের ছেলেমেয়েরা অসুস্থ হলে খ্রিস্টধর্মে সুস্থ হয়ে যাবে - এমন বিশ্বাসে অনেক পরিবার হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায় ।
তবে নিজেদের এলাকায় অগ্নিবীর হিন্দু সংগঠন আয়োজিত ভজন কীর্তন-সহ বেশ কিছু অনুষ্ঠান ও তাদের আদি ধর্ম সম্পর্কে তথ্য পেয়ে এই সব পরিবার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে আসে । মনিকাবেনের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আমরা ছোটবেলা থেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি । কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ায় আমরা আবার হিন্দু ধর্মে প্রবেশ করি । এখন আমরা খুব ভালো আছি । আমার পরিবার-সহ 170টিরও বেশি পরিবার আজ হিন্দু ধর্মে ফিরে এসেছে ।"
অগ্নিবীর হিন্দু সংঘের মহেন্দ্র রাজপুরোহিতের সঙ্গে কথা হলে তিনি জানান, "কয়েক বছর আগে হিন্দু আদিবাসী ভাইয়েদের অনেকে কোনও কারণে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন ৷ সেজন্য আমরা সেই সব এলাকায় গিয়ে ভজন কীর্তন করতাম, গণবিবাহ করতাম । তাই এই লোকেরা আমাদের দ্বারা প্রভাবিত হন । এখন 170টি পরিবার আজ হিন্দু ধর্মে ফিরে এসেছে । একইভাবে আগামী দিনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে ।"
আরও পড়ুন: মুজফফরনগরে 12 বছর পর হিন্দুত্বে ফিরলেন 80 জন