লখনউ, 17 অগস্ট: যত কাণ্ড উত্তরপ্রদেশে ৷ গোডাউন থেকে খোয়া গেল 17 লক্ষ টাকার চকোলেট বার ৷ থানায় দায়ের হল মামলা, ভারতীয় দণ্ডবিধির 380 ধারায় মামলাটি দায়ের করে তদন্ত শুরু করল পুলিশ ৷
ক্যাডবেরি কোম্পানির ডিলার ডিস্ট্রিবিউটর রাজেন্দ্র সিং সিধু জানিয়েছেন, লখনউয়ের চিনহাট এলাকার একটি গোডাউন থেকে 17 লক্ষ টাকার ক্যাডবেরি চকোলেট বার চুরি হয়েছে ৷ ঘটনাটি সোমবার এবং মঙ্গলবার রাতের মধ্যে ঘটেছে ৷ তাঁর দাবি, পরিকল্পনা করেই চুরি হয়েছে । গোডাউন থেকে খোয়া গিয়েছে প্রায় 150 বাক্স চকোলেট । শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে চোর গোডাউনের সিসি ক্যামেরাও খুলে নিয়ে গিয়েছে ।
-
Lucknow, UP | Chocolates worth Rs 17 lakh stolen from a Cadbury godown
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We've filed an FIR in the Chinhat police station. If anyone has any input, please guide us: Rajendra Singh Sidhu, Cadbury distributor pic.twitter.com/u2JrOSKPtW
">Lucknow, UP | Chocolates worth Rs 17 lakh stolen from a Cadbury godown
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 17, 2022
We've filed an FIR in the Chinhat police station. If anyone has any input, please guide us: Rajendra Singh Sidhu, Cadbury distributor pic.twitter.com/u2JrOSKPtWLucknow, UP | Chocolates worth Rs 17 lakh stolen from a Cadbury godown
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 17, 2022
We've filed an FIR in the Chinhat police station. If anyone has any input, please guide us: Rajendra Singh Sidhu, Cadbury distributor pic.twitter.com/u2JrOSKPtW
আরও পড়ুন : চুরি করে হেলমেট পরে সারারাত ব্যাংকে লুকিয়ে, দরজা খুলতেই একছুটে পালাল কর্মী
সংবাদ সংস্থাকে রাজেন্দ্র সিং বলেন, "আমরা চিনহাট থানায় একটি এফআইআর দায়ের করেছি । যদি কারও কাছে কোনও তথ্য থাকে তবে দয়া করে তা আমাদেরকে জানান ৷"