ETV Bharat / bharat

Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি "সিংহ-সন্তান" চিরাগের - এলজেপি

সোমবার থেকে বিদ্রোহ শুরু হয়েছে লোক জনশক্তি পার্টিতে ৷ আপাতত পার্টিতে কোণঠাসা চিরাগ পাসোয়ান ৷ তাঁর বাবা রামবিলাস পাসোয়ান এই দল তৈরি করেন ৷ কিন্তু সেই দলে তিনি কি আদৌ থাকতে পারবেন ?

chirag paswan threatens to fight legal battle against party rebels
chirag paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি চিরাগের
author img

By

Published : Jun 16, 2021, 6:39 PM IST

Updated : Jun 16, 2021, 7:47 PM IST

নয়াদিল্লি, 16 জুন : লোক জনশক্তি পার্টি নিয়ে কাকা-ভাইপোর লড়াই এবার চলে যেতে পারে আইনের আঙিনায় ৷ কারণ, চিরাগ পাসোয়ান দলের সাংসদদের বিদ্রোহ নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন ৷ বুধবার তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি রামবিলাস পাসোয়ানের ছেলে ৷ তিনি সিংহ-সন্তান (শের কা বাচ্চা) ৷

এদিন তিনি একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই কাকা পশুপতি পারশের মন গলানোর চেষ্টাও করেছেন ৷ জানিয়েছেন যে বাবার মৃত্যুর পর তিনি আবার অনাথ হয়ে গেলেন ৷ কারণ, তাঁর কাকা তাঁকে ছেড়ে চলে গেলেন ৷

আরও পড়ুন : এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ

উল্লেখ্য, গত সোমবার থেকে লোক জনশক্তি পার্টির এই বিদ্রোহ শুরু হয়েছে ৷ দলের পাঁচজন সাংসদ পশুপতি পারশের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন ৷ তাঁদের আলাদা ভাবে স্বীকৃতির দাবি তোলেন ৷ একই সঙ্গে দলের সংসদীয় দলের নেতৃত্ব থেকে চিরাগকে সরিয়ে দেওয়া হয় ৷

বিষয়টি সামনে আসতেই চিরাগ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ তাঁর নয়াদিল্লিতে কাকা পশুপতির বাড়িতে হাজির হন ৷ কাকার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করেন ৷ কিন্তু দেখা হয়নি ৷ তাঁকে ফিরে আসতে হয় ৷

আরও পড়ুন : Chirag Paswan : লোকসভায় চিরাগের সঙ্গ ছাড়তে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঁচ এলজেপি সাংসদের

এর পর মঙ্গলবার দলের বিদ্রোহী চিরাগকে লোক জনশক্তি পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দেয়৷ জানা গিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই তাঁকে দলের সংসদীয় বোর্ডের নেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হবে ৷

এদিন চিরাগ পাসোয়ান দাবি করেছেন যে তিনি এই বিদ্রোহের বিন্দুবিসর্গ জানতেন না ৷ তিনি যখন অসুস্থ ছিলেন, তখনই গোটা বিষয়টির পরিকল্পনা করা হয়েছিল ৷ তাই এই নিয়ে আইনি লড়াই লড়তে চলেছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ৷

রাজধানির রাজনৈতিক মহলের খবর, চিরাগ পাসোয়ান একাই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ আর বিহারের বিধানসভা ভোটে নীতীশকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে লড়াই করার ঘোষণা করেছিলেন ৷ যার তীব্র বিরোধী ছিলেন পশুপতি ৷

আরও পড়ুন : বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের

বিহারের ভোটে লোক জনশক্তি পার্টি মাত্র একটি আসনে জিতেছে ৷ কিন্তু তাদের কাটা ভোটেই বিহারে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের ফল খারাপ হয় ৷ তাই এই বিদ্রোহের ইন্ধন নীতীশ কুমার পিছন থেকে দিয়েছেন বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 16 জুন : লোক জনশক্তি পার্টি নিয়ে কাকা-ভাইপোর লড়াই এবার চলে যেতে পারে আইনের আঙিনায় ৷ কারণ, চিরাগ পাসোয়ান দলের সাংসদদের বিদ্রোহ নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন ৷ বুধবার তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি রামবিলাস পাসোয়ানের ছেলে ৷ তিনি সিংহ-সন্তান (শের কা বাচ্চা) ৷

এদিন তিনি একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই কাকা পশুপতি পারশের মন গলানোর চেষ্টাও করেছেন ৷ জানিয়েছেন যে বাবার মৃত্যুর পর তিনি আবার অনাথ হয়ে গেলেন ৷ কারণ, তাঁর কাকা তাঁকে ছেড়ে চলে গেলেন ৷

আরও পড়ুন : এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ

উল্লেখ্য, গত সোমবার থেকে লোক জনশক্তি পার্টির এই বিদ্রোহ শুরু হয়েছে ৷ দলের পাঁচজন সাংসদ পশুপতি পারশের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন ৷ তাঁদের আলাদা ভাবে স্বীকৃতির দাবি তোলেন ৷ একই সঙ্গে দলের সংসদীয় দলের নেতৃত্ব থেকে চিরাগকে সরিয়ে দেওয়া হয় ৷

বিষয়টি সামনে আসতেই চিরাগ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ তাঁর নয়াদিল্লিতে কাকা পশুপতির বাড়িতে হাজির হন ৷ কাকার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করেন ৷ কিন্তু দেখা হয়নি ৷ তাঁকে ফিরে আসতে হয় ৷

আরও পড়ুন : Chirag Paswan : লোকসভায় চিরাগের সঙ্গ ছাড়তে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঁচ এলজেপি সাংসদের

এর পর মঙ্গলবার দলের বিদ্রোহী চিরাগকে লোক জনশক্তি পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দেয়৷ জানা গিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই তাঁকে দলের সংসদীয় বোর্ডের নেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হবে ৷

এদিন চিরাগ পাসোয়ান দাবি করেছেন যে তিনি এই বিদ্রোহের বিন্দুবিসর্গ জানতেন না ৷ তিনি যখন অসুস্থ ছিলেন, তখনই গোটা বিষয়টির পরিকল্পনা করা হয়েছিল ৷ তাই এই নিয়ে আইনি লড়াই লড়তে চলেছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ৷

রাজধানির রাজনৈতিক মহলের খবর, চিরাগ পাসোয়ান একাই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ আর বিহারের বিধানসভা ভোটে নীতীশকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে লড়াই করার ঘোষণা করেছিলেন ৷ যার তীব্র বিরোধী ছিলেন পশুপতি ৷

আরও পড়ুন : বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের

বিহারের ভোটে লোক জনশক্তি পার্টি মাত্র একটি আসনে জিতেছে ৷ কিন্তু তাদের কাটা ভোটেই বিহারে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের ফল খারাপ হয় ৷ তাই এই বিদ্রোহের ইন্ধন নীতীশ কুমার পিছন থেকে দিয়েছেন বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে ৷

Last Updated : Jun 16, 2021, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.