ETV Bharat / bharat

পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়াচ্ছেন নীতীশ কুমার : চিরাগ পাসওয়ান

শেষ দফার ভোটের আগে নীতীশ কুমারকে চাপে ফেলে চিরাগ পাসওয়ান বলেন, নিজের মুখ্য়মন্ত্রিত্ব বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে, তাঁর পিছনে দৌড়ে চলেছেন মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷

chirag-asks-nitish-why-silent-on-corona-floods-unemployment
পদ বাঁচাতে প্রধানমন্ত্রী পিছনে দৌড়াচ্ছেন নীতীশ কুমার : চিরাগ পাসওয়ান
author img

By

Published : Nov 4, 2020, 6:41 PM IST

পাটনা, 4 নভেম্বর : বিহারের দু’দফার ভোট হয়ে গিয়েছে ৷ 7 নভেম্বর তৃতীয় দফার নির্বাচন হবে ৷ তার আগে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷ মঙ্গলবার তাঁর টুইটে নীতীশ কুমারকে উল্লেখ করে চিরাগ লেখেন, নীতীশ কুমার তাঁর পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়়ে চলেছেন ৷

শেষ দফার ভোটের আগে নীতীশ কুমারকে চাপে ফেলে চিরাগ পাসওয়ান বলেন, নিজের মুখ্য়মন্ত্রিত্ব বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে, তাঁর পিছনে দৌড়ে চলেছেন নীতীশ কুমার ৷ 2014 সালে নীতীশ কুমার নরেন্দ্র মোদির বিরোধিতা করেছিলেন ৷ যা মনে করিয়ে দিয়ে চিরাগ বলেন, মুখ্য়মন্ত্রী একসময় বলেছিলেন, বিহারের উন্নয়নের চাকা থেমে যাওয়ার পিছনে নরেন্দ্র মোদি দায়ী ৷ কিন্তু, আজকে তিনি প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন ৷ এখানেই থামনেনি চিরাগ পাসওয়ান ৷ তিনি বলেন, নীতীশ কুমার নিজেকে বিহারের প্রধান হিসেবে মনে করেন ৷

  • आदरणीय @NitishKumar जी आदरणीय प्रधानमंत्री @narendramodi जी के नाम पर और महागठबंधन का डर दिखा कर चुनाव जीतना चाहतें हैं।खुद 5 साल क्या किया है यह राज़ किसी को नहीं पता।जे॰डी॰यू॰ के नेता आते है सिर्फ़ केंद्र सरकार की योजना गिनवा कर चले जाते हैं।जेडीयू ने प्रदेश को बर्बाद किया है। pic.twitter.com/M4mLM5jU0T

    — युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি কোরোনা ভাইরাস, বন্য়া, কর্মসংস্থান ও কৃষির মতো সমস্য়াগুলি নিয়ে মুখ্য়মন্ত্রী ও তাঁর সরকার কেন চুপ সেই প্রশ্নও তোলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷

পাটনা, 4 নভেম্বর : বিহারের দু’দফার ভোট হয়ে গিয়েছে ৷ 7 নভেম্বর তৃতীয় দফার নির্বাচন হবে ৷ তার আগে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷ মঙ্গলবার তাঁর টুইটে নীতীশ কুমারকে উল্লেখ করে চিরাগ লেখেন, নীতীশ কুমার তাঁর পদ বাঁচাতে প্রধানমন্ত্রীর পিছনে দৌড়়ে চলেছেন ৷

শেষ দফার ভোটের আগে নীতীশ কুমারকে চাপে ফেলে চিরাগ পাসওয়ান বলেন, নিজের মুখ্য়মন্ত্রিত্ব বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে, তাঁর পিছনে দৌড়ে চলেছেন নীতীশ কুমার ৷ 2014 সালে নীতীশ কুমার নরেন্দ্র মোদির বিরোধিতা করেছিলেন ৷ যা মনে করিয়ে দিয়ে চিরাগ বলেন, মুখ্য়মন্ত্রী একসময় বলেছিলেন, বিহারের উন্নয়নের চাকা থেমে যাওয়ার পিছনে নরেন্দ্র মোদি দায়ী ৷ কিন্তু, আজকে তিনি প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন ৷ এখানেই থামনেনি চিরাগ পাসওয়ান ৷ তিনি বলেন, নীতীশ কুমার নিজেকে বিহারের প্রধান হিসেবে মনে করেন ৷

  • आदरणीय @NitishKumar जी आदरणीय प्रधानमंत्री @narendramodi जी के नाम पर और महागठबंधन का डर दिखा कर चुनाव जीतना चाहतें हैं।खुद 5 साल क्या किया है यह राज़ किसी को नहीं पता।जे॰डी॰यू॰ के नेता आते है सिर्फ़ केंद्र सरकार की योजना गिनवा कर चले जाते हैं।जेडीयू ने प्रदेश को बर्बाद किया है। pic.twitter.com/M4mLM5jU0T

    — युवा बिहारी चिराग पासवान (@iChiragPaswan) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি কোরোনা ভাইরাস, বন্য়া, কর্মসংস্থান ও কৃষির মতো সমস্য়াগুলি নিয়ে মুখ্য়মন্ত্রী ও তাঁর সরকার কেন চুপ সেই প্রশ্নও তোলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.