ETV Bharat / bharat

করোনার লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা মোদিকে পাঠালেন চিনের প্রেসিডেন্ট

author img

By

Published : Apr 30, 2021, 8:17 PM IST

এর আগে বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই চিঠি লেখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি সেখানে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সর্বতো ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে চিনে প্যানডেমিক-বিরোধী যে সরঞ্জাম তৈরি হয়, সেই সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করবে ৷

করোনার লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা মোদিকে পাঠালেন চিনের প্রেসিডেন্ট
করোনার লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা মোদিকে পাঠালেন চিনের প্রেসিডেন্ট

নয়াদিল্লি, 30 এপ্রিল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠালেন চিনের প্রেসিডেন্ট জি জিংপিং ৷ করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় চিন ৷ সেই কথাই নরেন্দ্র মোদিকে বার্তায় সেটাই লিখেছেন চিনের প্রেসিডেন্ট ৷ এমনটাই দাবি করেছে চিনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া ৷

এর আগে বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই চিঠি লেখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি সেখানে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সর্বতো ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে চিনে প্যানডেমিক-বিরোধী যে সরঞ্জাম তৈরি হয়, সেই সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করবে ৷

একই সঙ্গে ওই চিঠিতে তিনি লিখেছেন যে করোনা ভাইরাস মানবতার শত্রু ৷ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে ৷ তাই চিনের সরকার সর্বতো ভাবে ভারত সরকারের পাশে রয়েছে এই প্যানডেমিকের বিরুদ্ধে লড়াইয়ে ৷

  • Chinese President #XiJinping sends a message of sympathy to Indian Prime Minister Narendra Modi @narendramodi today.

    — Sun Weidong (@China_Amb_India) April 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="

Chinese President #XiJinping sends a message of sympathy to Indian Prime Minister Narendra Modi @narendramodi today.

— Sun Weidong (@China_Amb_India) April 30, 2021 ">

উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে ৷ কারণ, দেশের উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে দুই দেশের সেনার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ তাছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিধি ভাঙা হচ্ছে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের দফায় দফায় চিনের একাধিক অ্যাপ বন্ধ করে দেয় ৷

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার

তাই এই অবস্থায় চিনের প্রেসিডেন্ট জি জিংপিং সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বার্তালাপ করাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

নয়াদিল্লি, 30 এপ্রিল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠালেন চিনের প্রেসিডেন্ট জি জিংপিং ৷ করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় চিন ৷ সেই কথাই নরেন্দ্র মোদিকে বার্তায় সেটাই লিখেছেন চিনের প্রেসিডেন্ট ৷ এমনটাই দাবি করেছে চিনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া ৷

এর আগে বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই চিঠি লেখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি সেখানে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সর্বতো ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে চিনে প্যানডেমিক-বিরোধী যে সরঞ্জাম তৈরি হয়, সেই সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করবে ৷

একই সঙ্গে ওই চিঠিতে তিনি লিখেছেন যে করোনা ভাইরাস মানবতার শত্রু ৷ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে ৷ তাই চিনের সরকার সর্বতো ভাবে ভারত সরকারের পাশে রয়েছে এই প্যানডেমিকের বিরুদ্ধে লড়াইয়ে ৷

  • Chinese President #XiJinping sends a message of sympathy to Indian Prime Minister Narendra Modi @narendramodi today.

    — Sun Weidong (@China_Amb_India) April 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে ৷ কারণ, দেশের উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে দুই দেশের সেনার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ তাছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিধি ভাঙা হচ্ছে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের দফায় দফায় চিনের একাধিক অ্যাপ বন্ধ করে দেয় ৷

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার

তাই এই অবস্থায় চিনের প্রেসিডেন্ট জি জিংপিং সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বার্তালাপ করাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.