ETV Bharat / bharat

গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ চিনের - পিপলস লিবারেশন আর্মি

দফায় দফায় বৈঠকের পর অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে । সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দুই দেশই । এরই মধ্যে গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো প্রকাশ করল চিন । চিন পরিস্থিতি নতুন করে তপ্ত করার চেষ্টা করছে বলে মত কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ।

গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিয়ো
ফাইল ছবি
author img

By

Published : Feb 19, 2021, 9:21 PM IST

Updated : Feb 19, 2021, 9:31 PM IST

দিল্লি, 19 ফেব্রুয়ারি : গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনল চিন । চিনের সংবাদমাধ্যমের তরফে ভিডিয়োটি টুইট করা হয়েছে । ভিডিয়োয় কয়েকশো ভারতীয় ও চিনা জওয়ানকে দেখা গিয়েছে । ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতে লাঠি নিয়ে নদীর মধ্যে একঝাঁক চিনা জওয়ান ।

চিনের সংবাদমাধ্যমেই এই সংক্রান্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । তাতে দাবি করা হচ্ছে, ভারতীয় সেনাই নাকি প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করেছিল । আর ভারতের জওয়ানদের আটকানোর চেষ্টা করছিল লাল ফৌজ় । আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে চিনের সংবাদমাধ্যম । তাতে দেখা যাচ্ছে, ভারতীয় জওয়ানদের উপর হামলা করার চেষ্টা করছে লাল ফৌজ়ের জওয়ানরা ।

গতবছরের 15 জুন লাদাখের গালওয়ান উপত্য়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চিনের সেনা । সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন । ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, লাল ফৌজ়ের কমপক্ষে 30 জন জওয়ান প্রাণ হারিয়েছে ।

আরও পড়ুন : গালওয়ানের সংঘর্ষে মৃত তাদের 5 অফিসার-জওয়ান, অবশেষে মানল চিন

তার পর থেকে একাধিকবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়েছে । চিনের সঙ্গে দফায় দফায় কর্পস কমান্ডার স্তরে বৈঠক করেছে ভারতীয় সেনা । কিন্তু তারপরেও দীর্ঘদিন সীমান্তে শক্তি বাড়িয়ে চলছিল চিন । ভারতও প্রস্তুত থাকছিল সীমান্তে । মোতায়েন করা হচ্ছিল বাড়তি সেনা ।

বর্তমানে অবশ্য দুই দেশই সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে । এই পরিস্থিতিতে চিনের সংবাদমাধ্যমে নতুন করে এই ভিডিয়ো প্রকাশ্যে এনে নতুন করে পরিস্থিতি তপ্ত করার চেষ্টা করছে বলে মত কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ।

দিল্লি, 19 ফেব্রুয়ারি : গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনল চিন । চিনের সংবাদমাধ্যমের তরফে ভিডিয়োটি টুইট করা হয়েছে । ভিডিয়োয় কয়েকশো ভারতীয় ও চিনা জওয়ানকে দেখা গিয়েছে । ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতে লাঠি নিয়ে নদীর মধ্যে একঝাঁক চিনা জওয়ান ।

চিনের সংবাদমাধ্যমেই এই সংক্রান্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । তাতে দাবি করা হচ্ছে, ভারতীয় সেনাই নাকি প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করেছিল । আর ভারতের জওয়ানদের আটকানোর চেষ্টা করছিল লাল ফৌজ় । আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে চিনের সংবাদমাধ্যম । তাতে দেখা যাচ্ছে, ভারতীয় জওয়ানদের উপর হামলা করার চেষ্টা করছে লাল ফৌজ়ের জওয়ানরা ।

গতবছরের 15 জুন লাদাখের গালওয়ান উপত্য়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চিনের সেনা । সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন । ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, লাল ফৌজ়ের কমপক্ষে 30 জন জওয়ান প্রাণ হারিয়েছে ।

আরও পড়ুন : গালওয়ানের সংঘর্ষে মৃত তাদের 5 অফিসার-জওয়ান, অবশেষে মানল চিন

তার পর থেকে একাধিকবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়েছে । চিনের সঙ্গে দফায় দফায় কর্পস কমান্ডার স্তরে বৈঠক করেছে ভারতীয় সেনা । কিন্তু তারপরেও দীর্ঘদিন সীমান্তে শক্তি বাড়িয়ে চলছিল চিন । ভারতও প্রস্তুত থাকছিল সীমান্তে । মোতায়েন করা হচ্ছিল বাড়তি সেনা ।

বর্তমানে অবশ্য দুই দেশই সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে । এই পরিস্থিতিতে চিনের সংবাদমাধ্যমে নতুন করে এই ভিডিয়ো প্রকাশ্যে এনে নতুন করে পরিস্থিতি তপ্ত করার চেষ্টা করছে বলে মত কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ।

Last Updated : Feb 19, 2021, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.