ETV Bharat / bharat

গলওয়ানের সংঘর্ষে মৃত তাদের 5 অফিসার-জওয়ান, অবশেষে মানল চিন - গলওয়ানের সংঘর্ষ

এতদিন চুপ ছিল। অবশেষে চিন স্বীকার করে নিল যে লাদাখের গলওয়ানের সংঘর্ষে তাদের 5 সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু হয়েছে। নিজেদের সেনাবাহিনীর সরকারি পত্রিকায় এ কথা মেনে নিয়েছে তারা।

China officially Admits 5 Officers, Soldiers Killed In Galwan Clash With India
গলওয়ানের সংঘর্ষে মৃত তাদের 5 অফিসার-জওয়ান, অবশেষে মানল চিন
author img

By

Published : Feb 19, 2021, 10:33 AM IST

বেজিং, 19 ফেব্রুয়ারি: পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চিনের 5 জন সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু হয়েছিল । এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করে নিল চিনের পিপলস লিবারেশন আর্মি । শুক্রবার চিনা সেনার সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2020 সালের জুন মাসে গলওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ বলিদান দিয়েছিলেন কারাকোরাম পর্বতে কর্তব্যরত পাঁচজন চিনা ফ্রন্টিয়ার অফিসা ও জওয়ানের । সেন্ট্রাল মিলিটারি কমিশন তাঁদের এই বলিদানের স্বীকৃতি দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ।

মৃত চিনা সৈনিকদের মধ্য়ে পিএলএ শিনজিয়াং মিলিটারি কম্যান্ডের রেজিমেন্টার কম্যান্ডার কি ফাবাও ছিলেন বলে দাবি করেছে পিএলএ ডেইলি । 15 জুনের সংঘর্ষে প্রাণ গিয়েছিল 20 জন ভারতীয় জওয়ানের । গত চার দশকে ভারত-চিন সীমান্তে সবচেয়ে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছিল সে দিন ।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বাধীন পিএলএ-র হাইকম্যান্ড হল সিএমসি। তারা ফাবাওকে ''সীমান্তরক্ষায় রেজিমেন্টাল কম্যান্ডারদের নায়ক'' সম্মানে পুরস্কৃত করেছে ।

আরও পড়ুন: লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন

এই প্রথম চিনের তরফে স্বীকার করে নেওয়া হল যে, গলওয়ানের সংঘর্ষে চিনা সৈন্যেরও প্রাণ গিয়েছিল । ঘটনার সঙ্গে সঙ্গেই ভারত সবিস্তার বিবৃতি দিয়ে 20 ভারতীয় সেনার মৃত্যুর খবর দিয়েছিল । তবে তাদের কোনও জওয়ানের হতাহতের খবর এতদিন পর্যন্ত চেপে রেখেছিল চিন । গত 10 ফেব্রুয়ারি রাশিয়ার সরকারি সংবাদসংস্থা টিএএসএস দাবি করেছিল যে, গলওয়ানের সংঘর্ষে 45 জন চিনা কর্মীর মৃত্যু হয়েছে।

বেজিং, 19 ফেব্রুয়ারি: পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চিনের 5 জন সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু হয়েছিল । এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করে নিল চিনের পিপলস লিবারেশন আর্মি । শুক্রবার চিনা সেনার সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2020 সালের জুন মাসে গলওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ বলিদান দিয়েছিলেন কারাকোরাম পর্বতে কর্তব্যরত পাঁচজন চিনা ফ্রন্টিয়ার অফিসা ও জওয়ানের । সেন্ট্রাল মিলিটারি কমিশন তাঁদের এই বলিদানের স্বীকৃতি দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ।

মৃত চিনা সৈনিকদের মধ্য়ে পিএলএ শিনজিয়াং মিলিটারি কম্যান্ডের রেজিমেন্টার কম্যান্ডার কি ফাবাও ছিলেন বলে দাবি করেছে পিএলএ ডেইলি । 15 জুনের সংঘর্ষে প্রাণ গিয়েছিল 20 জন ভারতীয় জওয়ানের । গত চার দশকে ভারত-চিন সীমান্তে সবচেয়ে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছিল সে দিন ।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বাধীন পিএলএ-র হাইকম্যান্ড হল সিএমসি। তারা ফাবাওকে ''সীমান্তরক্ষায় রেজিমেন্টাল কম্যান্ডারদের নায়ক'' সম্মানে পুরস্কৃত করেছে ।

আরও পড়ুন: লাদাখ থেকে সেনা সরাচ্ছে চিন

এই প্রথম চিনের তরফে স্বীকার করে নেওয়া হল যে, গলওয়ানের সংঘর্ষে চিনা সৈন্যেরও প্রাণ গিয়েছিল । ঘটনার সঙ্গে সঙ্গেই ভারত সবিস্তার বিবৃতি দিয়ে 20 ভারতীয় সেনার মৃত্যুর খবর দিয়েছিল । তবে তাদের কোনও জওয়ানের হতাহতের খবর এতদিন পর্যন্ত চেপে রেখেছিল চিন । গত 10 ফেব্রুয়ারি রাশিয়ার সরকারি সংবাদসংস্থা টিএএসএস দাবি করেছিল যে, গলওয়ানের সংঘর্ষে 45 জন চিনা কর্মীর মৃত্যু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.