ETV Bharat / bharat

Bhopal Hospital Fire : ভোপালের হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু 4 শিশুর, 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস

author img

By

Published : Nov 9, 2021, 9:31 AM IST

Updated : Nov 9, 2021, 9:42 AM IST

মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 শিশুর মৃত্যু হয়েছে ৷ আগুন লাগার ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

Fire Bhopal Hospital
ভোপালের হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত 4 শিশু

ভোপাল, 9 নভেম্বর : মধ্যপ্রদেশের ভোপালে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার মধ্যরাতে ৷ ঘটনায় 4 শিশুর মৃত্যু হয় ৷ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজ্যের সরকারি হাসপাতাল কমলা নেহেরু শিশু হাসপাতালে ৷ ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

টুইট করে তিনি লেখেন, "হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখের ৷ আমি ঘটনার বিষয়ে বিশদে খোঁজ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷ ঘটনার তদন্ত করবেন অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) এবং মেডিক্যাল শিক্ষা সচিব মহম্মদ সুলেমান ৷ "

  • भोपाल के कमला नेहरू अस्पताल के चाइल्ड वार्ड में आग की घटना दुखद है। बचाव कार्य तेजी से हुआ। घटना की उच्चस्तरीय जांच के निर्देश दिए हैं। जांच एसीएस लोक स्वास्थ्य एवं चिकित्सा शिक्षा मोहम्मद सुलेमान करेंगे।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) November 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেডিক্যাল শিক্ষামন্ত্রী বিশ্বাস সারাং বলেন, "এখনও পর্যন্ত 4 জন শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ হাসপাতালের শিশু বিভাগে 40 জন শিশুর মধ্যে 36 শিশু সুরক্ষিত আছে ৷ মৃত শিশুদের বাবা-মাকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷" অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের বাইরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন মন্ত্রী নিজেই ৷

আরও পড়ুন: শিশুদের ভ্যাকসিন দিতে এক কোটি 'জাইডাস ক্যাডিলা' কিনছে কেন্দ্র

ফতেগড় দমকল কেন্দ্রের আধিকারিক জুবের খান বলেন, "রাত 9টা নাগাদ হাসপাতালের তিনতলায় আগুন লাগে ৷ পরে তা শিশু বিভাগেও ছড়িয়ে পড়ে ৷ শর্টশার্কিট থেকেই আগুন লেগেছে মনে করা হচ্ছে ৷" হাসপাতাল ভর্তি থাকা শিশুদের বাবা-মা এবং পরিজনরা হাসপাতালের সামনে ভিড় জমান ৷ এখনও অনেক শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তাঁরা ৷

ভোপাল, 9 নভেম্বর : মধ্যপ্রদেশের ভোপালে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার মধ্যরাতে ৷ ঘটনায় 4 শিশুর মৃত্যু হয় ৷ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজ্যের সরকারি হাসপাতাল কমলা নেহেরু শিশু হাসপাতালে ৷ ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷

টুইট করে তিনি লেখেন, "হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখের ৷ আমি ঘটনার বিষয়ে বিশদে খোঁজ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷ ঘটনার তদন্ত করবেন অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) এবং মেডিক্যাল শিক্ষা সচিব মহম্মদ সুলেমান ৷ "

  • भोपाल के कमला नेहरू अस्पताल के चाइल्ड वार्ड में आग की घटना दुखद है। बचाव कार्य तेजी से हुआ। घटना की उच्चस्तरीय जांच के निर्देश दिए हैं। जांच एसीएस लोक स्वास्थ्य एवं चिकित्सा शिक्षा मोहम्मद सुलेमान करेंगे।

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) November 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেডিক্যাল শিক্ষামন্ত্রী বিশ্বাস সারাং বলেন, "এখনও পর্যন্ত 4 জন শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ হাসপাতালের শিশু বিভাগে 40 জন শিশুর মধ্যে 36 শিশু সুরক্ষিত আছে ৷ মৃত শিশুদের বাবা-মাকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷" অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের বাইরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন মন্ত্রী নিজেই ৷

আরও পড়ুন: শিশুদের ভ্যাকসিন দিতে এক কোটি 'জাইডাস ক্যাডিলা' কিনছে কেন্দ্র

ফতেগড় দমকল কেন্দ্রের আধিকারিক জুবের খান বলেন, "রাত 9টা নাগাদ হাসপাতালের তিনতলায় আগুন লাগে ৷ পরে তা শিশু বিভাগেও ছড়িয়ে পড়ে ৷ শর্টশার্কিট থেকেই আগুন লেগেছে মনে করা হচ্ছে ৷" হাসপাতাল ভর্তি থাকা শিশুদের বাবা-মা এবং পরিজনরা হাসপাতালের সামনে ভিড় জমান ৷ এখনও অনেক শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তাঁরা ৷

Last Updated : Nov 9, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.