ETV Bharat / bharat

Tragic incident in Tamil Nadu: রাস্তার বেহাল দশা, হেঁটে 10 কিমি দূরে হাসপাতালে পৌঁছতে গিয়ে মৃত্যু শিশুর - শিশু

সাপের কামড়ে ভেলোরে শিশুর মৃত্যু ৷ অন্য ব্যবস্থা না থাকায় বাবা মাকে চিকিৎসা করানোর জন্য 10 কিমি হেঁটে যেতে হয়েছিল হাসপাতালে ৷ রাস্তা খারাপ থাকায় সেই পথ যেতে অনেক সময় লেগে যায় তাঁদের ৷ এই দেরির জেরেই মৃত্যু হয় শিশুর।

child death in Vellore
শিশুর মর্মান্তিক মৃত্যু
author img

By

Published : May 30, 2023, 12:34 PM IST

ভেলোর, 30 মে: জীবন গেলে তবে সরকারের হুঁশ ফেরে ! সম্প্রতি ভেলোরের একটি মর্মান্তিক ঘটনা রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ সেখানে রাস্তার অবস্থা খারাপ থাকায় সাপে কামাড়ানো শিশুর প্রাণ বাঁচাতে 10 কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছতে হয়েছিল মা-বাবাকে ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ শিশুটির মৃত্যু হয়েছে ৷ তবে এখানেই শেষ নয়, ময়নাতদন্তের পর দেহ নিয়ে বাড়ি ফেরার সময় আবার কয়েক কিলোমিটার পথ হেঁটেই ফিরতে হয়েছে ৷ ঘটনার পর অবশ্য টনক নড়েছে সরকারের ৷ সেখানকার কালেক্টর ওই পরিবাবরের সঙ্গে দেখা করে দ্রুত রাস্তা করার আশ্বাস দিয়েছেন ৷

জানা গিয়েছে, ঘটনাটি ভেলোর জেলার অ্যালেরি গ্রামের ৷ শুক্রবার সেখানে দেড় বছরের শিশু ধনুষ্কা তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির বাইরে ঘুমোচ্ছিল ৷ সেই অবস্থায় পাশের জঙ্গল থেকে এসে সাপ তাকে কামড়ে দেয় । শিশুটি ব্যাথায় কাঁদতে শুরু করলে তার মা বাবা ঘুম থেকে উঠে পড়ে ৷ তারা দেখে শিশুটিকে সাপে কামড়েছে ৷ সঙ্গে সঙ্গে ধনুষ্কার বাবা ভিজি এবং মা প্রিয়া তাকে ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবেন । কিন্তু যাবেন কী করে রাস্তার হাল বেহাল ৷ গাড়ি বা অ্যাম্বুলেন্স তো ঢোকার জো নেই ৷ অগত্যা তাদের হেঁটেই শিশুটিকে কোলে নিতে রওনা দিতে হয় হাসপাতালের উদ্দেশে ৷

আরও পড়ুন: অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড়

তাদের বাড়ি থেকে হাসপাতালের পথ 10 কিলোমিটারের ৷ কাঁচা রাস্তার অবস্থাও বেহাল । ফলে তাদের হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায় । সেই পথ পেরিয়ে হাসপাতালে যেতে যেতে সাপের বিষ শিশুটির সারা শরীরে ছড়িয়ে পড়ে ৷ তার জেরে মৃত্যু হয় শিশুটির ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ধনুষ্কাকে মৃত ঘোষণা করেন ৷

এরপর খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ ৷ শিশুটির ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো হয় ৷ কিন্তু রাস্তা এতটাই খারাপ যে মাঝরাস্তায় এসে অ্যাম্বুলেন্স থেমে যায় ৷ বাড়ি পর্যন্ত আর যেতে পারে না ৷ ফলে আর কোনও উপায় না পেয়ে মেয়ের দেহ নিয়ে শেষকৃত্যের জন্য সেই হেঁটেই বাড়ি ফিরতে হয় ধনুষ্কার বাবা মাকে ৷

এই ঘটনা সামনে আসার পরই তামিলনাড়ু জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে । বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই শুক্রবার তাঁর টুইটারে লেখেন, "আলেরি গ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যুর জন্য তামিলনাড়ু সরকার দায়ী । যখন কেন্দ্রীয় সরকার ছোট এবং পাহাড়ি অঞ্চলে রাস্তা নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে তখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় (PMGSY) ভেলোরের গ্রামগুলিতে রাস্তা হয়নি কেন ? শহরের আশেপাশের গ্রামেও যদি রাস্তা তৈরি না হয় তাহলে এত বছর বরাদ্দ করা তহবিলের কী হল?" প্রশ্নও করেন তিনি ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

ভেলোর জেলার কালেক্টর পি কুমারভেল পান্ডিয়ান শনিবার অ্যালেরি গ্রাম পরিদর্শন করেন এবং সাপের কামড়ে মৃত্যু হওয়া শিশুটির মা বাবার সঙ্গে দেখা করেন ও শোকজ্ঞাপন করেন । পরে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে আলেরি গ্রামে দেড় বছরের এক শিশুকে সাপে কামড়েছে । ইতিমধ্যে এই পাহাড়ি গ্রামে একজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে ৷ তাঁর সঙ্গে যোগাযোগের জন্য নম্বরও সকল গ্রামবাসীদের দেওয়া হয়েছে । তবে শিশুটিকে সাপে কামড়ানোর কারণে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি তাকে দূরে সরকারি হাসপাতালে নিয়ে যান । তখনই শিশুটির মৃত্যু হয় ।

ভেলোর, 30 মে: জীবন গেলে তবে সরকারের হুঁশ ফেরে ! সম্প্রতি ভেলোরের একটি মর্মান্তিক ঘটনা রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ সেখানে রাস্তার অবস্থা খারাপ থাকায় সাপে কামাড়ানো শিশুর প্রাণ বাঁচাতে 10 কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছতে হয়েছিল মা-বাবাকে ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ শিশুটির মৃত্যু হয়েছে ৷ তবে এখানেই শেষ নয়, ময়নাতদন্তের পর দেহ নিয়ে বাড়ি ফেরার সময় আবার কয়েক কিলোমিটার পথ হেঁটেই ফিরতে হয়েছে ৷ ঘটনার পর অবশ্য টনক নড়েছে সরকারের ৷ সেখানকার কালেক্টর ওই পরিবাবরের সঙ্গে দেখা করে দ্রুত রাস্তা করার আশ্বাস দিয়েছেন ৷

জানা গিয়েছে, ঘটনাটি ভেলোর জেলার অ্যালেরি গ্রামের ৷ শুক্রবার সেখানে দেড় বছরের শিশু ধনুষ্কা তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির বাইরে ঘুমোচ্ছিল ৷ সেই অবস্থায় পাশের জঙ্গল থেকে এসে সাপ তাকে কামড়ে দেয় । শিশুটি ব্যাথায় কাঁদতে শুরু করলে তার মা বাবা ঘুম থেকে উঠে পড়ে ৷ তারা দেখে শিশুটিকে সাপে কামড়েছে ৷ সঙ্গে সঙ্গে ধনুষ্কার বাবা ভিজি এবং মা প্রিয়া তাকে ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবেন । কিন্তু যাবেন কী করে রাস্তার হাল বেহাল ৷ গাড়ি বা অ্যাম্বুলেন্স তো ঢোকার জো নেই ৷ অগত্যা তাদের হেঁটেই শিশুটিকে কোলে নিতে রওনা দিতে হয় হাসপাতালের উদ্দেশে ৷

আরও পড়ুন: অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড়

তাদের বাড়ি থেকে হাসপাতালের পথ 10 কিলোমিটারের ৷ কাঁচা রাস্তার অবস্থাও বেহাল । ফলে তাদের হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায় । সেই পথ পেরিয়ে হাসপাতালে যেতে যেতে সাপের বিষ শিশুটির সারা শরীরে ছড়িয়ে পড়ে ৷ তার জেরে মৃত্যু হয় শিশুটির ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ধনুষ্কাকে মৃত ঘোষণা করেন ৷

এরপর খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ ৷ শিশুটির ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো হয় ৷ কিন্তু রাস্তা এতটাই খারাপ যে মাঝরাস্তায় এসে অ্যাম্বুলেন্স থেমে যায় ৷ বাড়ি পর্যন্ত আর যেতে পারে না ৷ ফলে আর কোনও উপায় না পেয়ে মেয়ের দেহ নিয়ে শেষকৃত্যের জন্য সেই হেঁটেই বাড়ি ফিরতে হয় ধনুষ্কার বাবা মাকে ৷

এই ঘটনা সামনে আসার পরই তামিলনাড়ু জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে । বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই শুক্রবার তাঁর টুইটারে লেখেন, "আলেরি গ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যুর জন্য তামিলনাড়ু সরকার দায়ী । যখন কেন্দ্রীয় সরকার ছোট এবং পাহাড়ি অঞ্চলে রাস্তা নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে তখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় (PMGSY) ভেলোরের গ্রামগুলিতে রাস্তা হয়নি কেন ? শহরের আশেপাশের গ্রামেও যদি রাস্তা তৈরি না হয় তাহলে এত বছর বরাদ্দ করা তহবিলের কী হল?" প্রশ্নও করেন তিনি ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

ভেলোর জেলার কালেক্টর পি কুমারভেল পান্ডিয়ান শনিবার অ্যালেরি গ্রাম পরিদর্শন করেন এবং সাপের কামড়ে মৃত্যু হওয়া শিশুটির মা বাবার সঙ্গে দেখা করেন ও শোকজ্ঞাপন করেন । পরে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে আলেরি গ্রামে দেড় বছরের এক শিশুকে সাপে কামড়েছে । ইতিমধ্যে এই পাহাড়ি গ্রামে একজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে ৷ তাঁর সঙ্গে যোগাযোগের জন্য নম্বরও সকল গ্রামবাসীদের দেওয়া হয়েছে । তবে শিশুটিকে সাপে কামড়ানোর কারণে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি তাকে দূরে সরকারি হাসপাতালে নিয়ে যান । তখনই শিশুটির মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.