অযোধ্যা, 2 জানুয়ারি: লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচকদের পরাজয় নিশ্চিত। জণগনের সমর্থন নিয়ে আবারও বিজেপি ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তিনি 'সব কা সাথ, সব কা বিকাশ'-এর পথে চলছেন। তাঁর বিরোধীরা দেশের জণগনকে নিয়ে আগ্রহী নয়। তাদের লক্ষ্য প্রধানমন্ত্রীর সমালোচনা করে ক্ষমতায় আসা। সেটা হওয়ার নয়। এই ভাষাতেই মোদি বিরোধী শিবিরকে সোমবার রাতে আক্রমণ করলেন রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাস।
এমনিতেই লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই। অনেকেই মনে করছে 22 জানুয়ারি মন্দির উদ্বোধনের মাধ্যমে হিন্দুদের আবারও কাছে টানতে চাইছে বিজেপি। বিরোধীরাও এই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে লাগাতার আক্রমণ করে চলেছে। এবার পালটা বিজেপি বিরোধী শিবিরকে কড়া আক্রমণ করলেন রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত।
অযোধ্যার রামঘাট এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন আচার্য সত্যেন্দ্রনাথ দাস। তিনি আরও বলেন, "2024 সাল সবদিক থেকেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ বছর রামলালাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি এ বছরই দেশে লোকসভা নির্বাচন। দুটোই মঙ্গলময় হবে।" নতুন বছরের প্রথম দিন রামলালাকে বিশেষ ভোগ দেওয়া হয়। ছিল বিশেষ আরতির ব্যবস্থাও। হোলি থেকে শুরু করে রামনমবী, বসন্ত পঞ্চমী এবং স্বাধীনতা দিবসেও এই বিশেষ ভোগের ব্যবস্থা থাকে। এমনিতেই রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে সংঘ পরিবার থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ।
আরও পড়ুন: