ETV Bharat / bharat

পদত্যাগ করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত

রাজনৈতিক মহলের বক্তব্য, গতকাল রাওয়াতের দিল্লি সফরের পরেই তাঁর পদত্যাগ একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ৷

chief-minister-of-uttarakhand-trivendra-singh-rawat-resigns
chief-minister-of-uttarakhand-trivendra-singh-rawat-resigns
author img

By

Published : Mar 9, 2021, 5:27 PM IST

Updated : Mar 9, 2021, 6:36 PM IST

নয়া দিল্লি, 9 মার্চ : রাজ্যের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পদত্যাগ করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷ রাজভবনে গিয়ে রাজ্যপাল বেবি রানি মৌর্যকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, গতকাল রাওয়াতের দিল্লি সফরের পরেই তাঁর পদত্যাগ একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ সোমবার দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা-অমিত শাহদের সঙ্গে বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷

সূত্রের খবর, দলের অন্দরেই রাওয়াতের বিরুদ্ধে ক্ষোভ জমছিল ৷ রাওয়াতের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযোগ করেছিলেন রাওয়াত-বিরোধী বিজেপির রাজ্য নেতারা ৷ তাঁদের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে রাওয়াত অসফল ৷ হিমবাহ ভেঙে চামোলিতে দুর্ঘটনা ঘটা এবং পরবর্তী পদক্ষেপে অখুশি উত্তরাখণ্ডের বিজেপি নেতারা ৷ তাঁদের মতে, এর প্রভাব পড়তে পারে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ৷ মঙ্গলবার পদত্যাগ করে এমন যাবতীয় জল্পনায় নিজেই সিলমোহর দিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডের চামোলিতে তুষার বিপর্যয়ে মৃত বেড়ে 60, নিখোঁজ 136

এদিকে রাওয়াতের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে ত্রিবেন্দ্র মন্ত্রী গোষ্ঠীরই ধান সিং রাওয়াতের ৷ গতকাল যিনি গারোয়ালে ছিলেন ৷ আজ দুপুরে কপ্টারে চেপে রাজধানী দেরাদুনে পৌঁছেছেন তিনি ৷ সূত্রের খবর, আগামী 11 মার্চ সকাল 11টায় রাজ্যের নতুন মুখ্যমম্ত্রী শপথ নিতে পারেন ৷

নয়া দিল্লি, 9 মার্চ : রাজ্যের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পদত্যাগ করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷ রাজভবনে গিয়ে রাজ্যপাল বেবি রানি মৌর্যকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, গতকাল রাওয়াতের দিল্লি সফরের পরেই তাঁর পদত্যাগ একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ সোমবার দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা-অমিত শাহদের সঙ্গে বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷

সূত্রের খবর, দলের অন্দরেই রাওয়াতের বিরুদ্ধে ক্ষোভ জমছিল ৷ রাওয়াতের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযোগ করেছিলেন রাওয়াত-বিরোধী বিজেপির রাজ্য নেতারা ৷ তাঁদের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে রাওয়াত অসফল ৷ হিমবাহ ভেঙে চামোলিতে দুর্ঘটনা ঘটা এবং পরবর্তী পদক্ষেপে অখুশি উত্তরাখণ্ডের বিজেপি নেতারা ৷ তাঁদের মতে, এর প্রভাব পড়তে পারে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ৷ মঙ্গলবার পদত্যাগ করে এমন যাবতীয় জল্পনায় নিজেই সিলমোহর দিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডের চামোলিতে তুষার বিপর্যয়ে মৃত বেড়ে 60, নিখোঁজ 136

এদিকে রাওয়াতের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে ত্রিবেন্দ্র মন্ত্রী গোষ্ঠীরই ধান সিং রাওয়াতের ৷ গতকাল যিনি গারোয়ালে ছিলেন ৷ আজ দুপুরে কপ্টারে চেপে রাজধানী দেরাদুনে পৌঁছেছেন তিনি ৷ সূত্রের খবর, আগামী 11 মার্চ সকাল 11টায় রাজ্যের নতুন মুখ্যমম্ত্রী শপথ নিতে পারেন ৷

Last Updated : Mar 9, 2021, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.