ETV Bharat / bharat

G20: জি-20 প্রস্তুতি বৈঠকে উপস্থিত থেকেও কথা বলার সুযোগ পেলেন না মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

2023-এ শহরে বসবে জি-20 সম্মেলন (G20 Summit)৷ যোগ দেবেন দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্ট অতিথিরা ৷ অথচ প্রস্তুতি বৈঠকে (G-20 Preparatory Meeting ) উপস্থিত থেকেও কথা বলার সুযোগই পেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 9, 2022, 10:08 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: জি-20 নিয়ে প্রস্তুতি বৈঠকে উপস্থিত থেকেও কথা বলার সুযোগই পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি বৈঠকে বলার সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই মতো এদিন আগাম প্রস্তুতি নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । কিন্তু অ্যালফাবেটিক্যালি পশ্চিমবঙ্গের অবস্থান সবার শেষে হওয়ায় এদিন কার্যত হতাশই হতে হল তাঁকে (Chief Minister Mamata Banerjee could not get the chance to speak) ।

মুখ্যমন্ত্রীর বলার পালা আসার আগেই বৈঠকের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যায় । কাজেই এদিন এই বৈঠকে তিনি রাজ্যের প্রস্তুতির বিষয়গুলি তুলে ধরতে পারেননি । প্রসঙ্গত, এদিন বিকেল পাঁচটা থেকে এই প্রস্তুতি বৈঠক ছিল । পাঁচটার আগেই কালীঘাটে চলে এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা । বৈঠকে ছিলেন শিল্প ও বাণিজ্য দফতরের সচিব বন্দনা যাদবও । কীভাবে এই গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজন করা যায় সে বিষয়ে একটি প্ল্যানও তৈরি করেছিলেন তাঁরা । বৈঠকের আগে রাজ্যের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনাও করে নেন মুখ্য সচিব (G-20 Preparatory Meeting ) ।

G20 Preparatory Meeting
2023-এ শহরে বসবে জি-20 সম্মেলন

কিন্তু শেষ পর্যন্ত কোনও প্রস্তুতিই কাজে আসেনি । প্রসঙ্গত, এই কারণেই সরকারের তরফ থেকে একাধিকবার রাজ্যের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছে । ইংরেজিতে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে বহু ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বলার সুযোগ থাকে না । এবারও তাই হল । পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে গেলেও নিজেদের মত তুলে ধরার জায়গা পেল না পশ্চিমবঙ্গ ।

আরও পড়ুন: জি-20 উপলক্ষে ইএম বাইপাসকে ঢেলে সাজনোর পরিকল্পনা

আগামী বছরে অনুষ্ঠিত হতে চলা জি-20 সম্মেলনে বেশ কয়েকটি অনুষ্ঠান এ রাজ্যে হবে । ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের চারটি জায়গা । শিলিগুড়ির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় জি-20 সম্মেলনের অনুষ্ঠান হবে । যার মধ্যে কলকাতার বাইপাস লাগোয়া একটি বেসরকারি হোটেলেও রয়েছে । নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এ রাজ্যে জি-20 সম্মেলনের প্রস্তুতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়ে গিয়েছে । দেশ-বিদেশ থেকে বিভিন্ন যে সমস্ত অতিথি আসবেন, তাঁদের কীভাবে স্বাগত জানানো হবে, কোন কোন জায়গায় এই সম্মেলনের অনুষ্ঠান করা হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু হয়েছে তৎপরতা ।

কলকাতা, 9 ডিসেম্বর: জি-20 নিয়ে প্রস্তুতি বৈঠকে উপস্থিত থেকেও কথা বলার সুযোগই পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি বৈঠকে বলার সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই মতো এদিন আগাম প্রস্তুতি নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । কিন্তু অ্যালফাবেটিক্যালি পশ্চিমবঙ্গের অবস্থান সবার শেষে হওয়ায় এদিন কার্যত হতাশই হতে হল তাঁকে (Chief Minister Mamata Banerjee could not get the chance to speak) ।

মুখ্যমন্ত্রীর বলার পালা আসার আগেই বৈঠকের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যায় । কাজেই এদিন এই বৈঠকে তিনি রাজ্যের প্রস্তুতির বিষয়গুলি তুলে ধরতে পারেননি । প্রসঙ্গত, এদিন বিকেল পাঁচটা থেকে এই প্রস্তুতি বৈঠক ছিল । পাঁচটার আগেই কালীঘাটে চলে এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা । বৈঠকে ছিলেন শিল্প ও বাণিজ্য দফতরের সচিব বন্দনা যাদবও । কীভাবে এই গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজন করা যায় সে বিষয়ে একটি প্ল্যানও তৈরি করেছিলেন তাঁরা । বৈঠকের আগে রাজ্যের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনাও করে নেন মুখ্য সচিব (G-20 Preparatory Meeting ) ।

G20 Preparatory Meeting
2023-এ শহরে বসবে জি-20 সম্মেলন

কিন্তু শেষ পর্যন্ত কোনও প্রস্তুতিই কাজে আসেনি । প্রসঙ্গত, এই কারণেই সরকারের তরফ থেকে একাধিকবার রাজ্যের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছে । ইংরেজিতে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে বহু ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বলার সুযোগ থাকে না । এবারও তাই হল । পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে গেলেও নিজেদের মত তুলে ধরার জায়গা পেল না পশ্চিমবঙ্গ ।

আরও পড়ুন: জি-20 উপলক্ষে ইএম বাইপাসকে ঢেলে সাজনোর পরিকল্পনা

আগামী বছরে অনুষ্ঠিত হতে চলা জি-20 সম্মেলনে বেশ কয়েকটি অনুষ্ঠান এ রাজ্যে হবে । ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের চারটি জায়গা । শিলিগুড়ির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় জি-20 সম্মেলনের অনুষ্ঠান হবে । যার মধ্যে কলকাতার বাইপাস লাগোয়া একটি বেসরকারি হোটেলেও রয়েছে । নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এ রাজ্যে জি-20 সম্মেলনের প্রস্তুতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়ে গিয়েছে । দেশ-বিদেশ থেকে বিভিন্ন যে সমস্ত অতিথি আসবেন, তাঁদের কীভাবে স্বাগত জানানো হবে, কোন কোন জায়গায় এই সম্মেলনের অনুষ্ঠান করা হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু হয়েছে তৎপরতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.