ETV Bharat / bharat

CJI NV Ramana on Judiciary: সবদিক খতিয়ে না দেখেই রায় দেওয়া হচ্ছে, মত প্রধান বিচারপতির - CJI said opposition has a big role to play in democracy

রাজস্থানের বিধান পরিষদের এক অনুষ্ঠানে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, আজকাল বিস্তারিত আলোচনা না করে এবং সমস্ত দিক খতিয়ে না দেখেই রায় দিয়ে দেওয়া হচ্ছে ৷ এভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতির মুখে পড়ছে বলে তিনি মনে করেন ৷ পাশাপাশি রাজনীতিতে বিরোধী পরিসর কমে যাওয়া প্রসঙ্গেও সরব হন তিনি (CJI said opposition has a big role to play in democracy) ৷

CJI NV Ramana on Judiciary
প্রধান বিচারপতি
author img

By

Published : Jul 17, 2022, 1:36 PM IST

জয়পুর, 17 জুলাই: বিচার ব্যবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ রাজস্থানের বিধান পরিষদে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শনিবার তিনি বলেন, "আজকাল আমরা দেখছি বিস্তারিত আলোচনা না করে এবং সমস্ত দিক খতিয়ে না দেখেই রায় দিয়ে দেওয়া হচ্ছে ৷" এভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতির মুখে পড়ছে বলে তিনি মনে করেন (CJI expressed concern about judiciary) ৷

পাশাপাশি তাঁর প্রশ্ন, মামলার সঙ্গে জড়িত সমস্ত পক্ষের যুক্তিপূর্ণ আলোচনা ভালোভাবে না শুনে কী করে যথার্থ রায় দান করা সম্ভব ? একই সঙ্গে গণতন্ত্রে বিরোধী পরিসর কমে যাওয়া নিয়েও মত প্রকাশ করেন তিনি ৷ তাঁর মনে হয় শক্তিশালী এবং সক্রিয় বিরোধী পক্ষ থাকলে সরকার নিজের ত্রুটি সম্পর্কে অবহিত হতে পারে এবং যথাযথভাবে কাজ করতে পারে ৷

আরও পড়ুন: করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, সুরক্ষিত যাত্রীরা

তাঁর কথায়, "রাজনীতিতে তর্ক-বিতর্কের পরিসর কমে আসছে ৷ কিন্তু তর্ক-বিতর্ক হলে সমাজ এবং রাজনীতি সমৃদ্ধ হয় ৷ তাছাড়া পরিতাপের সঙ্গে আমরা আজকাল দেখছি দেশে বিরোধী পরিসর কমে আসছে ৷ এটা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে ভালো হতে পারে না ৷"

তিনি আরও বলেন, "গণতন্ত্রকে শক্তিশালী করতে শক্তিশালী বিরোধী পক্ষ একান্ত প্রয়োজন ৷ একটি আদর্শ ব্যবস্থায় শাসক এবং বিরোধীদের মধ্যে সমন্বয় থাকবে ৷ সেটাই প্রগতিশীল গণতন্ত্রের লক্ষণ ৷ আমাদের মনে রাখতে হবে গণতন্ত্র আসলে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের যৌথ প্রয়াসের ফসল ৷" গণতান্ত্রিক ব্যবস্থার অতীত অবস্থা মনে করিয়ে তিনি জানান, আগে বিরোধী নেতারাও গণতন্ত্রকে সমৃদ্ধ করতে উদ্যোগ নিতেন ৷ সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কও ছিল ৷

গণতন্ত্রের ক্ষেত্রে প্রাদেশিক বিধানসভাগুলির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, "গণতন্ত্র মানে শুধুই সরকারের প্রধানকে বেছে নেওয়া নয় ৷ গণতন্ত্র আমাদের পরিচয়, অধিকার, স্বাধীনতা এবং দায়িত্বকে নির্ধারিত ও সুরক্ষিত করে ৷ গণতন্ত্রই ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ কী হবে ৷ ভারতের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাই একমাত্র বিকল্প ৷ এদেশে সংসদীয় গণতন্ত্র আছে কিন্তু সংসদীয় সরকার নেই ৷"

জয়পুর, 17 জুলাই: বিচার ব্যবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা ৷ রাজস্থানের বিধান পরিষদে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শনিবার তিনি বলেন, "আজকাল আমরা দেখছি বিস্তারিত আলোচনা না করে এবং সমস্ত দিক খতিয়ে না দেখেই রায় দিয়ে দেওয়া হচ্ছে ৷" এভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতির মুখে পড়ছে বলে তিনি মনে করেন (CJI expressed concern about judiciary) ৷

পাশাপাশি তাঁর প্রশ্ন, মামলার সঙ্গে জড়িত সমস্ত পক্ষের যুক্তিপূর্ণ আলোচনা ভালোভাবে না শুনে কী করে যথার্থ রায় দান করা সম্ভব ? একই সঙ্গে গণতন্ত্রে বিরোধী পরিসর কমে যাওয়া নিয়েও মত প্রকাশ করেন তিনি ৷ তাঁর মনে হয় শক্তিশালী এবং সক্রিয় বিরোধী পক্ষ থাকলে সরকার নিজের ত্রুটি সম্পর্কে অবহিত হতে পারে এবং যথাযথভাবে কাজ করতে পারে ৷

আরও পড়ুন: করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, সুরক্ষিত যাত্রীরা

তাঁর কথায়, "রাজনীতিতে তর্ক-বিতর্কের পরিসর কমে আসছে ৷ কিন্তু তর্ক-বিতর্ক হলে সমাজ এবং রাজনীতি সমৃদ্ধ হয় ৷ তাছাড়া পরিতাপের সঙ্গে আমরা আজকাল দেখছি দেশে বিরোধী পরিসর কমে আসছে ৷ এটা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে ভালো হতে পারে না ৷"

তিনি আরও বলেন, "গণতন্ত্রকে শক্তিশালী করতে শক্তিশালী বিরোধী পক্ষ একান্ত প্রয়োজন ৷ একটি আদর্শ ব্যবস্থায় শাসক এবং বিরোধীদের মধ্যে সমন্বয় থাকবে ৷ সেটাই প্রগতিশীল গণতন্ত্রের লক্ষণ ৷ আমাদের মনে রাখতে হবে গণতন্ত্র আসলে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের যৌথ প্রয়াসের ফসল ৷" গণতান্ত্রিক ব্যবস্থার অতীত অবস্থা মনে করিয়ে তিনি জানান, আগে বিরোধী নেতারাও গণতন্ত্রকে সমৃদ্ধ করতে উদ্যোগ নিতেন ৷ সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কও ছিল ৷

গণতন্ত্রের ক্ষেত্রে প্রাদেশিক বিধানসভাগুলির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, "গণতন্ত্র মানে শুধুই সরকারের প্রধানকে বেছে নেওয়া নয় ৷ গণতন্ত্র আমাদের পরিচয়, অধিকার, স্বাধীনতা এবং দায়িত্বকে নির্ধারিত ও সুরক্ষিত করে ৷ গণতন্ত্রই ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ কী হবে ৷ ভারতের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাই একমাত্র বিকল্প ৷ এদেশে সংসদীয় গণতন্ত্র আছে কিন্তু সংসদীয় সরকার নেই ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.