মুম্বই, 13 মে : গ্যাংস্টার ছোটা শাকিলের দুই শাগরেদকে গ্রেফতার করল এনআইএ ৷ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অপরাধমূলক কাজকর্ম এবং আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে মুম্বইয়ের পশ্চিম শহরতলি থেকে তাদের দু'জনকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্ত দুই আরিফ আবুবকর শেখ (59) এবং শাব্বির আবুবকর শেখ (51) বৃহস্পতিবার পাকড়াও হয়েছে, জানিয়েছেন এক আধিকারিক (Chhota Shakeel's two close aides arrested by National Investigation Agency) ৷
আধিকারিক আরও জানান এরা ছোটা শাকিলের খুব কাছের লোক ৷ ইব্রাহিমের সব রকম অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ৷ সূত্র অনুযায়ী, সম্প্রতি মুম্বই ও থানের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ৷ তদন্তের স্বার্থে এনআইএ অনেক সন্দেহভাজনকেই আটক করেছিল ৷
আরও পড়ুন : দাউদের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করল এনসিবি
আরিফ এবং শাব্বিরও সেই তালিকায় ছিল ৷ তাদের বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের ক্রাইম সিন্ডিকেট ডি-কোম্পানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ ছোটা শাকিলের দুই সঙ্গীকে জেরা করে এনআইএ জানতে পারে, আরিফ ও শাব্বির এবং ছোটা শাকিলের মধ্যে টাকার আদানপ্রদান হয়েছে ৷ তারপরই তাদের গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ৷ ছোটা শাকিল এখন পাকিস্তান থেকে আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট পরিচালনা করে ৷ ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ৷ শাকিল তোলাবাজি, মাদক পাচার, জঙ্গি কার্যকলাপে জড়িত ৷ অভিযুক্ত দুই শাগরেদকে আজ এনআইএ স্পেশ্যাল কোর্টে পেশ করা হবে, জানিয়েছেন আধিকারিক ৷