বিলাসপুর, 27 জানুয়ারি : মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জন্য বাবাকে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে৷ এই ঘটনায় নিহতের স্ত্রীও মেয়েকে সাহায্য করেছিল বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে৷ অভিযোগ, মেয়েটি বাবাকে খুনের পর মৃতদেহ মাটির নিচে পুঁতে দেয়৷ তার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়৷
অভিযুক্তের নাম দিব্যা৷ তিনি বাবার অমতে প্রেমিককে বিয়ে করেন৷ তার পর তিনি যতবার বাড়িতে আসতেন, ততবারই বাবার সঙ্গে ঝামেলা হত বলে অভিযোগ৷ সম্প্রতি 58 বছরের ওই ব্যক্তি মেয়ের ফোন হারিয়ে ফেলেন৷ অনেক চেষ্টা করেও ফোন খুঁজে পাওয়া যায়নি৷ সেই রাগেই মেয়েটি বাবার মাথায় পাথর ও লাঠি দিয়ে মারতে থাকে৷
প্রতিবেশীদের দাবি, ঘটনার পর বাবার মৃতদেহ মায়ের সহায়তায় বাড়ির সামনেই মাটিতে পুঁতে দেওয়া হয়৷ তার পর দিব্যা মেয়ে ও মাকে নিয়ে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়৷ এর পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে৷ মৃতদেহ উদ্ধার করে৷
আরও পড়ুন : শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা
পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত মা ও মেয়েকে খুঁজতে শুরু করে৷ পরে দু’জনকেই গ্রেপ্তার করা হয়৷ দিব্যার স্বামীর তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি৷