ETV Bharat / bharat

Raipur Helicopter Crash : ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা, রায়পুরে হেলিকপ্টার ভেঙে মৃত 2 পাইলট

হেলিকপ্টার প্রশিক্ষণ চলছিল ছত্তিশগড়ের রায়পুরের বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, কপ্টারটি নামার ঠিক আগেই ভেঙে পড়ে ৷ প্রাণ গিয়েছে ভিতরে থাকা দুই পাইলটের (Raipur Helicopter Crash) ৷

Helicopter Crash in Raipur
রায়পুরের বিমানবন্দরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ
author img

By

Published : May 13, 2022, 7:02 AM IST

রায়পুর, 12 মে : হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দু'জন পাইলট ৷ বৃহস্পতিবার রাত প্রায় 9টা নাগাদ ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ সেখানে সরকারি হেলিকপ্টারে প্রশিক্ষণ নেওয়া চলছিল, জানিয়েছেন উচ্চ-এসপি প্রশান্ত আগরওয়াল (Chhattisgarh government helicopter crash kills two pilots in Raipur airport) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি নামছিল ৷ রানওয়ের খুব কাছেই সেটি ভেঙে পড়ে ৷ কপ্টারে থাকা জখম দুই পাইলটকে সঙ্গে সঙ্গে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত ওই দুই পাইলট ক্যাপ্টেন গোপাল কৃষ্ণা পাণ্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব ৷

আরও পড়ুন : Bengaluru-Bangkok Flight Tyre Bursts : বেঙ্গালুরুতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই, বিমানের টায়ার ফাটলেও প্রাণরক্ষা 150 যাত্রীর

ঠিক কী ভাবে কপ্টারটি ভেঙে পড়ল, তার সঠিক কারণ জানা যায়নি ৷ ডিজিসিএ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel Chief minister of Chhattisgarh) ৷ তিনি লেখেন, "রায়পুরে বিমানবন্দরে একটি সরকারি হেলিকপ্টার ক্র্যাশ করেছে ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের দু'জন পাইলট ক্যাপ্টেন পাণ্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গিয়েছেন ৷ ঈশ্বর তাঁদের পরিবারকে শক্তি দিন ৷ তাঁদের আত্মার শান্তি কামনা করি ৷" ছত্তিশগড়ের রাজ্যপালও মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন ৷

রায়পুর, 12 মে : হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দু'জন পাইলট ৷ বৃহস্পতিবার রাত প্রায় 9টা নাগাদ ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ সেখানে সরকারি হেলিকপ্টারে প্রশিক্ষণ নেওয়া চলছিল, জানিয়েছেন উচ্চ-এসপি প্রশান্ত আগরওয়াল (Chhattisgarh government helicopter crash kills two pilots in Raipur airport) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি নামছিল ৷ রানওয়ের খুব কাছেই সেটি ভেঙে পড়ে ৷ কপ্টারে থাকা জখম দুই পাইলটকে সঙ্গে সঙ্গে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত ওই দুই পাইলট ক্যাপ্টেন গোপাল কৃষ্ণা পাণ্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব ৷

আরও পড়ুন : Bengaluru-Bangkok Flight Tyre Bursts : বেঙ্গালুরুতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই, বিমানের টায়ার ফাটলেও প্রাণরক্ষা 150 যাত্রীর

ঠিক কী ভাবে কপ্টারটি ভেঙে পড়ল, তার সঠিক কারণ জানা যায়নি ৷ ডিজিসিএ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel Chief minister of Chhattisgarh) ৷ তিনি লেখেন, "রায়পুরে বিমানবন্দরে একটি সরকারি হেলিকপ্টার ক্র্যাশ করেছে ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের দু'জন পাইলট ক্যাপ্টেন পাণ্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গিয়েছেন ৷ ঈশ্বর তাঁদের পরিবারকে শক্তি দিন ৷ তাঁদের আত্মার শান্তি কামনা করি ৷" ছত্তিশগড়ের রাজ্যপালও মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.