ETV Bharat / bharat

কুস্তিগীর খুনের ঘটনায় আরও চারজন গ্রেফতার - সাগর ধনখড় খুনের ঘটনা

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম - ভূপিন্দর ওরফে ভূপি, মোহিত ওরফে ভোলি, গুলাব ওরফে পালওয়ান এবং মজীত ওরফে চুন্নিল লাল ৷ এই চারজন হরিয়ানার বাসিন্দা ৷

কুস্তিগীর খুনের ঘটনায় আরও চারজন গ্রেফতার
কুস্তিগীর খুনের ঘটনায় আরও চারজন গ্রেফতার
author img

By

Published : May 26, 2021, 4:39 PM IST

নয়াদিল্লি, 26 মে : কুস্তিগীর সাগর ধনখড় খুনের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ তারা সকলেই এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমারের সহযোগী ৷ তাদের মঙ্গলবার রাতে নয়াদিল্লির কঞ্ঝওয়ালা থেকে গ্রেফতার করা হয় ৷ অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিট সুশীলকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷ গত 4 মে রাতে ওই খুনের ঘটনা ঘটেছিল ৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম - ভূপিন্দর ওরফে ভূপি, মোহিত ওরফে ভোলি, গুলাব ওরফে পালওয়ান এবং মজীত ওরফে চুন্নিল লাল ৷ এই চারজন হরিয়ানার বাসিন্দা ৷ ধৃতরা সকলেই খুনের ঘটনায় জড়িত ৷ তারা জেরায় কীভাবে খুন হল, সেটা তারা জানিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে যে ধৃত চারজনেরই আগে অপরাধ-যোগ ছিল ৷ তাদের অনেকে জেলও খেটেছে বিভিন্ন ঘটনায় ৷ তাদের বিরুদ্ধে ডাকাতি, খুনের অভিযোগও রয়েছে ৷ তবে প্রত্যেকের সঙ্গে রাজীব নামে কোনও দুষ্কৃতীর যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে ৷

আরও পড়ুন : করোনা আবহে দশম শ্রেণির সবাই পাশ গুজরাতে, ফি ফিরিয়ে দেবে বোর্ড

নয়াদিল্লি, 26 মে : কুস্তিগীর সাগর ধনখড় খুনের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ তারা সকলেই এই ঘটনায় অন্যতম অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমারের সহযোগী ৷ তাদের মঙ্গলবার রাতে নয়াদিল্লির কঞ্ঝওয়ালা থেকে গ্রেফতার করা হয় ৷ অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিট সুশীলকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷ গত 4 মে রাতে ওই খুনের ঘটনা ঘটেছিল ৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম - ভূপিন্দর ওরফে ভূপি, মোহিত ওরফে ভোলি, গুলাব ওরফে পালওয়ান এবং মজীত ওরফে চুন্নিল লাল ৷ এই চারজন হরিয়ানার বাসিন্দা ৷ ধৃতরা সকলেই খুনের ঘটনায় জড়িত ৷ তারা জেরায় কীভাবে খুন হল, সেটা তারা জানিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে যে ধৃত চারজনেরই আগে অপরাধ-যোগ ছিল ৷ তাদের অনেকে জেলও খেটেছে বিভিন্ন ঘটনায় ৷ তাদের বিরুদ্ধে ডাকাতি, খুনের অভিযোগও রয়েছে ৷ তবে প্রত্যেকের সঙ্গে রাজীব নামে কোনও দুষ্কৃতীর যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে ৷

আরও পড়ুন : করোনা আবহে দশম শ্রেণির সবাই পাশ গুজরাতে, ফি ফিরিয়ে দেবে বোর্ড

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.