ETV Bharat / bharat

Football Player Death: চিকিৎসকদের গাফিলতিতে চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ গেল খুদে ফুটবল প্রতিভার

author img

By

Published : Nov 15, 2022, 5:44 PM IST

চেন্নাই রাজীব গান্ধি সরকারি হাসপাতালে (Chennai Rajiv Gandhi government hospital) মারা গেল 17 বছর বয়সি এক ফুটবল খেলোয়াড় ৷ তার নাম প্রিয়া (Priya) ৷ পা বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচার হয় তার ৷ এরপরেই মারা যায় প্রিয়া বলে জানা গিয়েছে ।

Football Player Death
Football Player Death

চেন্নাই, 15 নভেম্বর: অস্ত্রোপচার পরবর্তী জটিলতার জেরে চেন্নাইয়ে রাজীব গান্ধি হাসপাতালে (Rajiv Gandhi government hospital) প্রাণ গেল এক খুদে ফুটবল প্রতিভার ৷ 17 বছর বয়সি খুদে ফুটবল প্রতিভার নাম প্রিয়া ৷ দিনকয়েক আগে প্রিয়ার ডান পায়ের জয়েন্ট মেরামতির জন্য অস্ত্রোপচার হয় ৷ পেরিয়ার নগর সরকারি হাসপাতালে (Periyar Nagar Government Suburban Hospital) হয় এই অস্ত্রোপচার । অপারেশন পর তার কিছু জটিলতা দেখা দেয় ৷ তাই পরবর্তী চিকিৎসার জন্য 8 নভেম্বর তাকে রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

চিকিৎসকরা ভালো করে পরীক্ষা করে প্রিয়ার ডান-পা শরীর থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন । অনিয়মিত রক্ত ​​চলাচলের কারণে তার ডান পা কেটে বাদ দিয়ে দেওয়া হয় । এর পরে প্রিয়াকে ভাস্কুলার বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জনের সমন্বয়ে গঠিত একটি সিনিয়র মেডিকেল টিমের তত্ত্বাবধানে আইসিইউতে রাখা হয়েছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকাল 7:15 মিনিট প্রিয়ার মৃত্যু হয় ।

পরবর্তীকালে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মনিয়াম (Tamil Nadu Health Minister M Subramanian) রাজীব গান্ধি সরকারি জেনারেল হাসপাতালে প্রিয়াকে শ্রদ্ধা জানান ৷ তাঁর বাবা-মাকে সান্ত্বনা দেন । পরে তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, "পেরিয়ার নগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল প্রিয়া ৷ সেই হাসপাতালে অর্থোস্কোপি নামক সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে জয়েন্ট মেমব্রেন মেরামতের জন্য একটি অপারেশন করা হয়েছিল তার । তবে চিকিৎসকদের অসতর্কতার কারণে অস্ত্রোপচারের পর প্রিয়ার পায়ে কম্প্রেশন ব্যান্ডেজ বসানো হয় । সেই থেকে রক্ত ​প্রবাহের সমস্যায় ভুগছিলেন এবং তার রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

তিনি আরও বলেন, "পেরিয়ার নগর শহরতলির হাসপাতালে 7 নভেম্বর পর্যন্ত চিকিৎসার পরে তাকে 8 নভেম্বর রাজীব গান্ধি সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । এই হাসপাতালে প্রিয়াকে সমস্ত বিভাগের চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল । আমি তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছিলাম । প্রিয়ার কিডনি নষ্ট হয়ে রক্ত ​​সঞ্চালনের সমস্যা ছিল । এ অবস্থায় মঙ্গলবার সকাল 7.15 মিনিটে প্রিয়া মারা যায় । এটি একটা বড় ক্ষতি । উচ্চপর্যায়ের তদন্তে অস্ত্রোপচার করা চিকিৎসকদের গাফিলতি ধরা পড়েছে।"

আরও পড়ুন: মিজোরামের পাথর খাদানে ধস ! মৃত 10, নিখোঁজ 5

সুব্রহ্মনিয়াম বলেন, "আমরা প্রিয়ার তিন ভাইয়ের মধ্যে একজনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।" এরপরে রাজীব গান্ধি সরকারি জেনারেল হাসপাতালে দেহ ময়নাতদন্ত হয় ৷ তারপরই ফুটবল খেলোয়াড় প্রিয়ার দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

চেন্নাই, 15 নভেম্বর: অস্ত্রোপচার পরবর্তী জটিলতার জেরে চেন্নাইয়ে রাজীব গান্ধি হাসপাতালে (Rajiv Gandhi government hospital) প্রাণ গেল এক খুদে ফুটবল প্রতিভার ৷ 17 বছর বয়সি খুদে ফুটবল প্রতিভার নাম প্রিয়া ৷ দিনকয়েক আগে প্রিয়ার ডান পায়ের জয়েন্ট মেরামতির জন্য অস্ত্রোপচার হয় ৷ পেরিয়ার নগর সরকারি হাসপাতালে (Periyar Nagar Government Suburban Hospital) হয় এই অস্ত্রোপচার । অপারেশন পর তার কিছু জটিলতা দেখা দেয় ৷ তাই পরবর্তী চিকিৎসার জন্য 8 নভেম্বর তাকে রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

চিকিৎসকরা ভালো করে পরীক্ষা করে প্রিয়ার ডান-পা শরীর থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন । অনিয়মিত রক্ত ​​চলাচলের কারণে তার ডান পা কেটে বাদ দিয়ে দেওয়া হয় । এর পরে প্রিয়াকে ভাস্কুলার বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জনের সমন্বয়ে গঠিত একটি সিনিয়র মেডিকেল টিমের তত্ত্বাবধানে আইসিইউতে রাখা হয়েছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকাল 7:15 মিনিট প্রিয়ার মৃত্যু হয় ।

পরবর্তীকালে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মনিয়াম (Tamil Nadu Health Minister M Subramanian) রাজীব গান্ধি সরকারি জেনারেল হাসপাতালে প্রিয়াকে শ্রদ্ধা জানান ৷ তাঁর বাবা-মাকে সান্ত্বনা দেন । পরে তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, "পেরিয়ার নগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল প্রিয়া ৷ সেই হাসপাতালে অর্থোস্কোপি নামক সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে জয়েন্ট মেমব্রেন মেরামতের জন্য একটি অপারেশন করা হয়েছিল তার । তবে চিকিৎসকদের অসতর্কতার কারণে অস্ত্রোপচারের পর প্রিয়ার পায়ে কম্প্রেশন ব্যান্ডেজ বসানো হয় । সেই থেকে রক্ত ​প্রবাহের সমস্যায় ভুগছিলেন এবং তার রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

তিনি আরও বলেন, "পেরিয়ার নগর শহরতলির হাসপাতালে 7 নভেম্বর পর্যন্ত চিকিৎসার পরে তাকে 8 নভেম্বর রাজীব গান্ধি সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । এই হাসপাতালে প্রিয়াকে সমস্ত বিভাগের চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল । আমি তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছিলাম । প্রিয়ার কিডনি নষ্ট হয়ে রক্ত ​​সঞ্চালনের সমস্যা ছিল । এ অবস্থায় মঙ্গলবার সকাল 7.15 মিনিটে প্রিয়া মারা যায় । এটি একটা বড় ক্ষতি । উচ্চপর্যায়ের তদন্তে অস্ত্রোপচার করা চিকিৎসকদের গাফিলতি ধরা পড়েছে।"

আরও পড়ুন: মিজোরামের পাথর খাদানে ধস ! মৃত 10, নিখোঁজ 5

সুব্রহ্মনিয়াম বলেন, "আমরা প্রিয়ার তিন ভাইয়ের মধ্যে একজনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।" এরপরে রাজীব গান্ধি সরকারি জেনারেল হাসপাতালে দেহ ময়নাতদন্ত হয় ৷ তারপরই ফুটবল খেলোয়াড় প্রিয়ার দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.