ETV Bharat / bharat

Cheetahs Get New Names: পবন-বায়ু-অগ্নি, ভারতীয় নাম পেল কুনোর 19 চিতা - কুনো জাতীয় উদ্যান

ভারতীয় নাম পেল কুনো জাতীয় উদ্যানের 19টি চিতা ৷ জনগণের পরামর্শে তাদের নতুন নামকরণ করা হয়েছে ৷

Cheetahs Get New Name ETV bharat
কুনোর চিতারা
author img

By

Published : Apr 21, 2023, 4:07 PM IST

Updated : Apr 21, 2023, 5:59 PM IST

ভোপাল, 21 এপ্রিল: প্রায় 70 বছর পর ভারতের মাটিতে আসা চিতারা অবশেষে পেল ভারতীয় নাম । জনগণের পরামর্শে সাত মাসে কুনো জাতীয় উদ্যানের চিতাদের নামকরণ করা হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব টুইট করে 19 চিতার চিতাদের নামকরণের তথ্য জানিয়েছেন । তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি ভিডিয়ো প্রকাশ করেছেন । সেখানেই জানানো হয়েছে যে, দক্ষ, বায়ু, অগ্নি - এমন নানা নামে পরিচিত হবে চিতারা ।

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে 20টি চিতা । এর মধ্যে নামিবিয়া থেকে আনা হয়েছে 8টি এবং দক্ষিণ আফ্রিকা থেকে 12টি আনা হয়েছে ৷ তবে এর মধ্যে একটি চিতা আগেই মারা গিয়েছে ।

কী নাম হল চিতাদের ?

1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই নামিবিয়া থেকে আনা একটি চিতার নাম রেখেছেন আশা ।

2. ফ্রেডির নাম রাখা হয়েছে শৌর্য, আর তিবিলিসির নাম রাখা হয়েছে ধাত্রী ।

3. ওবান এখন থেকে পবন নামে পরিচিত হবে, আর সাভানার নাম হয়েছে নাভা ।

4. সিয়া এখন জোয়ালা এবং এলটন গৌরব নামে পরিচিত হবে ৷

5. দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলির মধ্যে ওয়াটারবার্গ প্রাপ্তবয়স্ক পুরুষ চিতার নাম দেওয়া হয়েছে উদয় ।

6. ওয়াটারবার্গ বায়োস্ফিয়ার প্রাপ্তবয়স্ক পুরুষ-2-এর নাম দেওয়া হয়েছে প্রভাষ ।

7. ওয়াটারবার্গ বায়োস্ফিয়ার পুরুষ-3-এর নাম দেওয়া হয়েছে পাবক ৷

8. মহিলা চিতা ফিন্দার নাম দেওয়া হয়েছে দক্ষ, মাপেসুর নাম দেওয়া হয়েছে নির্ভা ।

9. ফিন্দা প্রাপ্তবয়স্ক 1-এর নাম রাখা হয়েছে বায়ু ৷

10. ফিন্দা প্রাপ্তবয়স্ক 2-এর নাম রাখা হয়েছে অগ্নি ৷

11. তাসওয়ালু মহিলা চিতার নাম গামিনী, তাসওয়ালু প্রাপ্তবয়স্ক পুরুষ চিতার নাম তেজস ।

12. তাসওয়ালু প্রাপ্তবয়স্ক নারী চিতার নাম রাখা হয়েছে ভিরা ৷

13. তাসওয়ালু পুরুষ চিতার নাম রাখা হয়েছে সুরজ ।

14. প্রাপ্তবয়স্ক মহিলা চিতা ওয়াটারবার্গ জীবমণ্ডলের নামকরণ করা হয়েছে ধীরা ।

প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন: 2022 সালের 17 সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে 8টি চিতা আনা হয়েছিল । এরপর চলতি বছরের 18 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও 12টি চিতা আসে । প্রধানমন্ত্রী মোদি তাঁর মন কি বাত অনুষ্ঠানে এই চিতাদের ভারতীয় নাম দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেছিলেন । জনগণকে এই চিতাদের নাম প্রস্তাব করতে বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ এর পরে বিপুল সংখ্যক মানুষ মাই জিও অ্যাপে তাঁদের পরামর্শ দেন । সেই পরামর্শের উপর ভিত্তি করেই চিতাদের নামকরণ করা হয় ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মাটিতে 12টি চিতা, তাদের ঠিকানা কুনো

ভোপাল, 21 এপ্রিল: প্রায় 70 বছর পর ভারতের মাটিতে আসা চিতারা অবশেষে পেল ভারতীয় নাম । জনগণের পরামর্শে সাত মাসে কুনো জাতীয় উদ্যানের চিতাদের নামকরণ করা হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব টুইট করে 19 চিতার চিতাদের নামকরণের তথ্য জানিয়েছেন । তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি ভিডিয়ো প্রকাশ করেছেন । সেখানেই জানানো হয়েছে যে, দক্ষ, বায়ু, অগ্নি - এমন নানা নামে পরিচিত হবে চিতারা ।

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে 20টি চিতা । এর মধ্যে নামিবিয়া থেকে আনা হয়েছে 8টি এবং দক্ষিণ আফ্রিকা থেকে 12টি আনা হয়েছে ৷ তবে এর মধ্যে একটি চিতা আগেই মারা গিয়েছে ।

কী নাম হল চিতাদের ?

1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই নামিবিয়া থেকে আনা একটি চিতার নাম রেখেছেন আশা ।

2. ফ্রেডির নাম রাখা হয়েছে শৌর্য, আর তিবিলিসির নাম রাখা হয়েছে ধাত্রী ।

3. ওবান এখন থেকে পবন নামে পরিচিত হবে, আর সাভানার নাম হয়েছে নাভা ।

4. সিয়া এখন জোয়ালা এবং এলটন গৌরব নামে পরিচিত হবে ৷

5. দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলির মধ্যে ওয়াটারবার্গ প্রাপ্তবয়স্ক পুরুষ চিতার নাম দেওয়া হয়েছে উদয় ।

6. ওয়াটারবার্গ বায়োস্ফিয়ার প্রাপ্তবয়স্ক পুরুষ-2-এর নাম দেওয়া হয়েছে প্রভাষ ।

7. ওয়াটারবার্গ বায়োস্ফিয়ার পুরুষ-3-এর নাম দেওয়া হয়েছে পাবক ৷

8. মহিলা চিতা ফিন্দার নাম দেওয়া হয়েছে দক্ষ, মাপেসুর নাম দেওয়া হয়েছে নির্ভা ।

9. ফিন্দা প্রাপ্তবয়স্ক 1-এর নাম রাখা হয়েছে বায়ু ৷

10. ফিন্দা প্রাপ্তবয়স্ক 2-এর নাম রাখা হয়েছে অগ্নি ৷

11. তাসওয়ালু মহিলা চিতার নাম গামিনী, তাসওয়ালু প্রাপ্তবয়স্ক পুরুষ চিতার নাম তেজস ।

12. তাসওয়ালু প্রাপ্তবয়স্ক নারী চিতার নাম রাখা হয়েছে ভিরা ৷

13. তাসওয়ালু পুরুষ চিতার নাম রাখা হয়েছে সুরজ ।

14. প্রাপ্তবয়স্ক মহিলা চিতা ওয়াটারবার্গ জীবমণ্ডলের নামকরণ করা হয়েছে ধীরা ।

প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন: 2022 সালের 17 সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে 8টি চিতা আনা হয়েছিল । এরপর চলতি বছরের 18 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও 12টি চিতা আসে । প্রধানমন্ত্রী মোদি তাঁর মন কি বাত অনুষ্ঠানে এই চিতাদের ভারতীয় নাম দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেছিলেন । জনগণকে এই চিতাদের নাম প্রস্তাব করতে বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ এর পরে বিপুল সংখ্যক মানুষ মাই জিও অ্যাপে তাঁদের পরামর্শ দেন । সেই পরামর্শের উপর ভিত্তি করেই চিতাদের নামকরণ করা হয় ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মাটিতে 12টি চিতা, তাদের ঠিকানা কুনো

Last Updated : Apr 21, 2023, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.