মুম্বই, 8 নভেম্বর: দাপোলি রিসর্ট জালিয়াতির মামলায় প্রাক্তন মন্ত্রী অনিল পরবের (Former Maharashtra minister Anil Parab) বিরুদ্ধে 420 এবং 34-এর অধীনে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছে দাপোলি থানার পুলিশ ৷
বিজেপি নেতা কিরীট সোমাইয়া (BJP leader Kirit Somaiya) বারবার রত্নাগিরিতে শিবসেনা নেতা অনিল পরবের দাপোলি রিসর্টটি (Dapoli resort) অবৈধ বলে অভিযোগ করেছেন । পরিবেশগত নিয়ম লঙ্ঘন করে রিসোর্টটি তৈরি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন (Built in violation of environmental norms) ৷ তাঁর আরও অভিযোগ, এমনকী সিআরজেড সংক্রান্ত আইনও লঙ্ঘিত হয়েছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রের রায়গড়ে ডাম্পার উলটে 3 পড়ুয়া-সহ 4 জনের মৃত্যু
কিরীট সোমাইয়া অনেকবার প্রমাণ জোগাড় করে অনিল পরবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন । অনিল পরবকে রাজস্ব, পরিবেশ ও কালেক্টর দফতর ক্লিন চিট দিয়ে দেয় । অনিল পরবকে একটি মামলা থেকেও অব্যহতি দেওয়া হয়েছে । তবে এখনও 4টি মামলার শুনানি বাকি রয়েছে, তা জানিয়ে পরবের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি করেন সোমাইয়া ।