ETV Bharat / bharat

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, উদ্ধার পোড়া 2 দেহ - মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Two charred bodies recovered in Mumbai: মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টিতে একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগল শনিবার ৷ সম্পূর্ণ পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে দুটি দেহ ৷

Two charred bodies recovered in Mumbai
মুম্বইতে বিধ্বংসী অগ্নিকাণ্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 10:09 AM IST

মুম্বই, 3 ডিসেম্বর: মুম্বইতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু'জনের ৷ শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টিতে একটি চারতলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগমের কর্মকর্তারা । সূত্রের তরফে জানা গিয়েছে, ওই ভবন থেকে দুইজনের পোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ।

পৌরনিগমের আধিকারিকরা অবশ্য বলছেন, প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । সংবাদ সংস্থা পিটিআই-কে এমসিজিএম কর্মকর্তা বলেন, "রাংনেকার রোডে অবস্থিত গোমতী ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় রাত 9.30 টার দিকে আগুন ছড়িয়ে পড়ে ।"

মুম্বইয়ের দমকল বাহিনীর আটটি ইঞ্জিন এবং অন্যান্য যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে ৷ তবে ততক্ষণে আগুন ভয়াবহ চেহারা নিয়েছিল ৷ ক্রমেই তা ছড়িয়ে পড়ছিল সেই বহুতলজুড়ে ৷ একজন কর্মকর্তা বলেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে । তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

23 নভেম্বর মেগাসিটির একটি 24 তলা আবাসিক ভবনে আগুন লেগেছিল ৷ যার পরে সেখান থেকে কমপক্ষে 135 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন পৌরনিগমের এক আধিকারিক ৷ তাঁরা জানান, ঘোড়াপদেও এলাকার এমএইচএডিএ কলোনির নিউ হিন্দ মিল কম্পাউন্ডে অবস্থিত বিল্ডিংয়ের তৃতীয় তলায় সে দিন ভোর 3.40-এ আগুন লাগে ৷ পরে বিধ্বংসী আকার নেয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় ওই ভবনে থাকা লোকেদের উদ্ধারের কাজ শুরু হয় ৷ এই আবাসনে সাধারণ লোকজন বিশেষত কারখানার শ্রমিকদের ফ্ল্যাট দিয়েছে সরকার ।

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের
  2. ছত্তিশগড়ে পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি বগিতে আগুন
  3. গুয়াহাটির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে খাক লক্ষাধিক টাকার জিনিস

মুম্বই, 3 ডিসেম্বর: মুম্বইতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু'জনের ৷ শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও চৌপাট্টিতে একটি চারতলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পৌরনিগমের কর্মকর্তারা । সূত্রের তরফে জানা গিয়েছে, ওই ভবন থেকে দুইজনের পোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়েছে ।

পৌরনিগমের আধিকারিকরা অবশ্য বলছেন, প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । সংবাদ সংস্থা পিটিআই-কে এমসিজিএম কর্মকর্তা বলেন, "রাংনেকার রোডে অবস্থিত গোমতী ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় রাত 9.30 টার দিকে আগুন ছড়িয়ে পড়ে ।"

মুম্বইয়ের দমকল বাহিনীর আটটি ইঞ্জিন এবং অন্যান্য যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে ৷ তবে ততক্ষণে আগুন ভয়াবহ চেহারা নিয়েছিল ৷ ক্রমেই তা ছড়িয়ে পড়ছিল সেই বহুতলজুড়ে ৷ একজন কর্মকর্তা বলেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে । তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

23 নভেম্বর মেগাসিটির একটি 24 তলা আবাসিক ভবনে আগুন লেগেছিল ৷ যার পরে সেখান থেকে কমপক্ষে 135 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন পৌরনিগমের এক আধিকারিক ৷ তাঁরা জানান, ঘোড়াপদেও এলাকার এমএইচএডিএ কলোনির নিউ হিন্দ মিল কম্পাউন্ডে অবস্থিত বিল্ডিংয়ের তৃতীয় তলায় সে দিন ভোর 3.40-এ আগুন লাগে ৷ পরে বিধ্বংসী আকার নেয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় ওই ভবনে থাকা লোকেদের উদ্ধারের কাজ শুরু হয় ৷ এই আবাসনে সাধারণ লোকজন বিশেষত কারখানার শ্রমিকদের ফ্ল্যাট দিয়েছে সরকার ।

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের
  2. ছত্তিশগড়ে পুরী-আমেদাবাদ এক্সপ্রেসের এসি বগিতে আগুন
  3. গুয়াহাটির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে খাক লক্ষাধিক টাকার জিনিস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.