পুরী, 10 জুলাই : সোমবার রথযাত্রা । চূড়ান্ত প্রস্তুতি চলছে পুরীতে । অন্যান্য বছরগুলিতে এই সময় ভক্তদের ঢল নামে পুরীতে । আর রথযাত্রার দিন তো সব ভিড় ছাপিয়ে যায় । জগন্নাথ দেবের রথের দড়িটা একবার স্পর্শ করতে পারলেই হয় । কিন্তু এবার আর তা হচ্ছে না ।
করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি চলে যায়নি । তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ওড়িশা প্রশাসন । রথযাত্রায় কোনও ভক্ত অংশগ্রহণ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ।
যাঁরা রথ টানবেন, তাঁদেরও ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে । প্রত্যেককে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ আসতে হবে । একইসঙ্গে করোনা টিকার দু'টি ডোজ়ও তাঁদের নেওয়া থাকতে হবে । একমাত্র তাহলেই জগন্নাথ দেবের রথ টানায় অংশ নিতে পারবেন তাঁরা ।
এদিকে রথযাত্রার জন্য গোটা এলাকাকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে । গোটা শহরে থাকছে পুলিশি প্রহরা । পুলিশকর্মী ছাড়াও প্রায় এক হাজার আধিকারিককে মোতায়েন করা হবে শহরের বিভিন্ন প্রান্তে ।
আরও পড়ুন : প্রথা মেনে স্নান সারলেন মাহেশের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা
করোনার দ্বিতীয় ঢেউ এখনও চলে যায়নি । কেন্দ্র থেকে বারবার সতর্ক করা হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উদ্বেগ প্রকাশ করছেন । বলছেন, একটি ভুলও প্রাণঘাতী হতে পারে । আর এই বিষয়টি নিজেও অনুধাবন করছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক । তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না তিনি ।